17/08/2024
কথায় আছে দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না,তেমনি অনেকে চুল থাকতেও অনেকে চুলের যত্ন নেয় না।
এই গরমে চাই চুলের বাড়তি যত্ন।চুলের যত্নে মেহেদীর সাথে আমলকী ও মেথি পাউডার ব্যাবহার করতে পারেন।
কিভাবে সাদা চুল ন্যাচারালি কালার করবেন ⁉️
(🌿সাদা চুলের সমস্যা🌿)
👉যারা চুলে মেহেদী ব্যাবহার করেন তারা চুলে বাড়তি পুষ্টির জন্য ডিম🥚 এড করতে পারেন।এতে চুল হবে উজ্জ্বল ও প্রাণবন্ত। 🌿
📌৩০ না পেরতেই পাকতে শুরু করেছে চুল।ক্যামিকেল ব্যাবহার না করে হাতের কাছে থাকা ভেজস উপাদান দিয়ে খুব সহজেই নিতে পারেন চুলের যত্ন।‼️
🌿মেহেদী ও আমলকী পাউডার চুল পাকা কমাতে সাহায্য করে।
🍂আমলকী ও মেহেদিঃ
১ কাপ মেহেদি বাটার সঙ্গে ৩ চা চামচ আমলকীর গুঁড়া মেশান। ১ চা চামচ কফি পাউডার মিশিয়ে ভালো করে নেড়ে নিন। মিশ্রণটি চুলে লাগিয়ে অপেক্ষা করুন। ১ ঘণ্টা পর সালফার ফ্রি শ্যাম্পু দিয়ে ভালো করে পরিষ্কার করে ফেলুন চুল। মাসে একবার হেয়ার প্যাকটি ব্যবহার করুন। চুল কালো হবে প্রাকৃতিক ভাবে।।