
04/05/2025
জীবনের প্রতিটি সম্পর্কই শুরু হয় আশা নিয়ে, কিন্তু সব সময় শেষটা হয় না ঠিক সেই আশায়। যখন মা-বাবার মধ্যে বোঝাপড়ার অভাব হয়, তখন তালাক হয়ে ওঠে একমাত্র সমাধান। কিন্তু বাচ্চা সহ তালাক দেওয়ার নিয়ম তখন অনেক বেশি জটিল ও সংবেদনশীল হয়ে পড়ে। একদিকে যেমন দুজন প্রাপ্তবয়স্ক মানুষের সম্পর্কের বিচ্ছেদ ঘটে, অন্যদিকে সেই বিচ্ছেদের সবচেয়ে বড় ভুক্তভোগী হয় নিরীহ সন্তানটি। এই লেখায় আমরা জানবো— তালাকের পর সন্তানের ভরণপোষণের দায়িত্ব কার, শিশুর হেফাজত কাকে দেওয়া হয়, আইনি দৃষ্টিভঙ্গি কী, আর বাবা-মা হিসেবে আমাদের মানবিক দায়বদ্ধতা কতটুকু থাকা উচিত। কারণ, সম্পর্কের শেষ মানেই দায়িত্বের শেষ নয়— বিশেষ করে যখন একটা ছোট মুখ নিষ্পাপ চোখে তাকিয়ে থাকে। চলুন, জেনে নেই …...
বাচ্চা সহ তালাক দেওয়ার নিয়ম জানলে আপনি ভবিষ্যতের বড় ভুল থেকে বাঁচতে পারবেন। হেফাজত, ভরণপোষণ, এবং আইনি দিক নিয়....