04/06/2025
৫ ও ৬ জুন — আরাফার দিন: দোয়ার শ্রেষ্ঠ সময়
এই দুইদিন, বিশেষ করে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত, নিজেকে একটু আলাদা করে ফেলুন। নিজের ঘরে, নিজের মনে—আল্লাহর কাছে নিজেকে বিলীন করে দিন। আজ আরাফার দিন, দোয়া কবুলের শ্রেষ্ঠতম মুহূর্ত।
যা কিছু হালাল, যা কিছু আপনার হৃদয়ের চাওয়া—সব চেয়ে নিন আল্লাহর কাছে। এমনকি জুতার ফিতাও যদি প্রয়োজন হয়, তাও চেয়ে নিন। মনে রাখবেন, আল্লাহ ছাড়া এই দুনিয়ায় কেউ স্থায়ী নয়। আপনি যাকে আজ সবচেয়ে আপন ভাবছেন, সে হয়তো আগামীকাল আর পাশে থাকবে না।
তাই দোয়ার দরজা খুলে দিন। মন খুলে, কান্না ভেজা হৃদয়ে আল্লাহর কাছে হাত তুলুন। আপনার জীবনের সব ইচ্ছা, সব স্বপ্ন আজ বলুন সেই শ্রোতার কাছে, যিনি কখনো ফেরান না।
আর এক দোয়াকে বারবার পড়ুন, যতবার সম্ভব:
“লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ও হুয়া ‘আলা কুল্লি শাইইন ক্বদীর”
এই দোয়াটি এমন এক দোয়া, যে দোয়াটি সব নবী-রাসূলেরা পড়েছেন। এটি শ্রেষ্ঠ দোয়াগুলোর একটি। তাই আল্লাহর কাছে কিছু চাইবার আগে অন্তত ২০-৩০ বার এ দোয়াটি পড়ে নিন। সম্ভব হলে আরও বেশি পড়ুন। যতটা বেশি পড়বেন, ততই কল্যাণ লাভ করবেন।
বাসে হোন, রিকশায়, অফিসে, কিংবা বাসায়—যেকোনো স্থানে, (শুধু ওয়াশরুম ছাড়া) মনে মনে এই দোয়াটি জপতে থাকুন। আল্লাহর ধ্যানে ডুবে যান।
আরাফার এই কয়েক ঘণ্টা আপনার জীবন বদলে দিতে পারে। হয়তো এটাই হতে পারে আপনার জীবনের মোড় ঘোরানো মুহূর্ত।
কে জানে, পরের আরাফায় আপনি থাকবেন কিনা। তাই আজ, এখন থেকেই শুরু করুন দোয়া।
হাত তুলুন, মন খুলুন, আর চেয়ে নিন, আজ দোয়ার দিন।।