Rimi's Daily Diary

Rimi's Daily Diary Join me on my daily adventures as I capture real-life moments, personal growth, and everything in between. Let’s explore, learn, and grow together!

From everyday routines to exciting new experiences, I’m here to share my journey with you.

Don't miss‼️
10/06/2025

Don't miss‼️

05/06/2025

📌আরাফার আমল টাস্ক।
যারা এখনো বুঝতে পারছেন না কিভাবে আমল শুরু করবেন বা কি কি পড়বেন তাদের জন্য।
✅১। আস্তাগফিরুলাহ্ ১০০০ বার।
✅২। দরুদ শরীফ ৫০০ বার।
✅৩। দরুদে ইব্রাহীম ২০ বার।
✅৪। সুরা ইখলাস ৫০ বার।

✅৫। ''লা- ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া কুল্লি শাইইন কাদীর। - ১০০ বার
সকাল ও সন্ধায়। (মুখস্ত না থাকলে খাতায় লিখে নিন।দেখে দেখে পড়বেন।)

✅৬। ইয়া জাল যালালি ওয়াল ইকরাম। ১০০ বার।

✅৭। পাচঁ ওয়াক্ত নামাজ সময় হওয়ার সাথে সাথে পড়ে নিবেন।নামাজের শেষে কান্না করে দোয়া করবেন। কান্না না আসলেও অন্তত চেষ্টা করবেন।

✅৮। নামাজের সিজদাতে ৩ বার "সুবহানা রাব্বিয়াল আলা" বলার পর আপনার মনের সেই দোয়াটা বলুন যা আপনি পুরন করাতে চান।

✅৯। প্রতি ওয়াক্ত আজানের জবাব দিন, এবং আজানের ফাকে ফাকে মোয়াজ্জিন যখন থামে তখন আপনার মনের সেই কথা টা বলুন যা আপনি পুরন করাতে চান।

✅১০। ফজরের ৩০ মিনিট বা ১ ঘন্টা আগে উঠে দুই রাকআত তাহাজ্জুদের নামাজ পড়ুন। (তাহাজ্জুদ পড়তে চাইলে অবশ্যই আজকে রাতের ৩টার এলার্ম সেট করুন। ৩.৪২ এ তাহাজ্জুদের সময় শেষ হবে।)

✅১১। নামাজের সিজদায় দোয়া করুন, যা আপনি কবুল করাতে চান। তাহাজ্জুদের দোয়া তীরের মত কাজ করে।এই সুযোগ হাতছাড়া করবেন না।

✅১২। তাহাজ্জুদের নামাজ শেষ করে কমপক্ষে ৫০০ বার এস্তেগফার করতে থাকুন যতক্ষন আজান না দেয়। তারপর আজান দিলে ফজরের নামাজ পড়ে নিন।

✅১৩। যথাসম্ভব কিছু না কিছু দান/ সদকা করুন। (হাতে কোন পয়সা না থাকলে বা এখন দান করার মত কোন উপায় না থাকলে অন্তত একটি ডিম আলাদা করে রাখুন, যখন কোন ফকির বা সাহায্যের জন্য কেও আসবে তখন তাকে দিয়ে দিবেন।)

✅১৪। আরাফার দিনের রোজা রাখুন।
আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার।

✅১৫। শুধু নিজের জন্য না অন্যের জন্য দোয়া করুন। দোয়া করুন এভাবেঃ

🌸 আল্লাহ্ আপনি আমাকে উত্তম কল্যাণকর জীবনসঙ্গী দান করুন।
আমার ওমুক ছোট বোনেরও উত্তম কল্যাণকর জীবনসঙ্গী দান করুন।
🌸 আল্লাহ আপনি আমাকে নেক্কার সন্তান দান করুন, আমার ওমুক বোনকেও নেক্কার সন্তান দান করুন।
🌸 আমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন। আমার ওমুক ভাইকেও উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন।
🌸 আমার ওমুক এক দাদী বা ওমুক এক প্রতিবেশী আমাকে খুব স্নেহ করতো কিন্তু আজ তিনি পৃথিবীতে নাই আপনি তাকে মাফ করে দিন আল্লাহ্।
🌸 আমার ওমুক এক আত্তীয় বা প্রতিবেশী আমাকে একসময় কষ্ট দিয়ে কথা বলেছিল কিন্তু আজ তিনি পৃথিবীতে নাই, আপনি তাকেও ক্ষমা করে দিন আল্লাহ্।
🌸 আরাফার ময়দানের সমস্ত হাজীদের হজ্জ তুমি কবুল করে নাও আল্লাহ্।
🌸 সবার কুরবানি কবুল করে নেও আল্লাহ্।
🌸 ঈদের ছুটিতে যারা বাড়ির উদ্দেশ্য রওনা দিছে বা দিবে তাদের নিরাপদে বাড়ি পৌছিয়ে দাও আল্লাহ্।
🌸 পৃথিবীর প্রতিটি মুসলিম নর নারীর কবরের আযাব তুমি মাফ করে দাও আল্লাহ্।

🌸আমার জন্যও দোয়া কইরেন। দোয়ার দরখাস্ত রইলো।(তানজিলা )

✅১৬। যথাসম্ভব যা এড়িয়ে চলতে হবেঃ

# কোন মা- খালা, প্রতিবেশী আন্টিরা একসাথে বসে কাওকে নিয়ে গল্প করছে সেখানে থাকবেন না, গীবত এড়িয়ে চলুন।
# যথাসম্ভব টিভি দেখা অফ রাখুন।
# ফেসবুকে অযথা দুনিয়াবি/ঈদের মজা আনন্দ/উইশ এগুলা পোস্ট করা অফ রাখুন।
# অযথা ম্যাসেজিং অফ রাখুন।
# গরুর ছবি পোস্ট করা থেকে দূরে থাকুন।
# অন্যের গরু ভালো হয়নি এগুলা বলা থেকে বিরত থাকুন।
# সবচেয়ে গুরুত্তপূর্ণ হলো, নির্জনে বসে আমল করুন, গোপনীয়ভাবে আমল করুন। আপনি কি আমল করলেন তা বলে বেরাবেন না। লোক দেখানো আমল পুরো চেষ্টাকেই বরবাদ করে দিতে পারে।

04/06/2025

৫ ও ৬ জুন — আরাফার দিন: দোয়ার শ্রেষ্ঠ সময়

এই দুইদিন, বিশেষ করে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত, নিজেকে একটু আলাদা করে ফেলুন। নিজের ঘরে, নিজের মনে—আল্লাহর কাছে নিজেকে বিলীন করে দিন। আজ আরাফার দিন, দোয়া কবুলের শ্রেষ্ঠতম মুহূর্ত।

যা কিছু হালাল, যা কিছু আপনার হৃদয়ের চাওয়া—সব চেয়ে নিন আল্লাহর কাছে। এমনকি জুতার ফিতাও যদি প্রয়োজন হয়, তাও চেয়ে নিন। মনে রাখবেন, আল্লাহ ছাড়া এই দুনিয়ায় কেউ স্থায়ী নয়। আপনি যাকে আজ সবচেয়ে আপন ভাবছেন, সে হয়তো আগামীকাল আর পাশে থাকবে না।

তাই দোয়ার দরজা খুলে দিন। মন খুলে, কান্না ভেজা হৃদয়ে আল্লাহর কাছে হাত তুলুন। আপনার জীবনের সব ইচ্ছা, সব স্বপ্ন আজ বলুন সেই শ্রোতার কাছে, যিনি কখনো ফেরান না।

আর এক দোয়াকে বারবার পড়ুন, যতবার সম্ভব:

“লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ও হুয়া ‘আলা কুল্লি শাইইন ক্বদীর”

এই দোয়াটি এমন এক দোয়া, যে দোয়াটি সব নবী-রাসূলেরা পড়েছেন। এটি শ্রেষ্ঠ দোয়াগুলোর একটি। তাই আল্লাহর কাছে কিছু চাইবার আগে অন্তত ২০-৩০ বার এ দোয়াটি পড়ে নিন। সম্ভব হলে আরও বেশি পড়ুন। যতটা বেশি পড়বেন, ততই কল্যাণ লাভ করবেন।

বাসে হোন, রিকশায়, অফিসে, কিংবা বাসায়—যেকোনো স্থানে, (শুধু ওয়াশরুম ছাড়া) মনে মনে এই দোয়াটি জপতে থাকুন। আল্লাহর ধ্যানে ডুবে যান।

আরাফার এই কয়েক ঘণ্টা আপনার জীবন বদলে দিতে পারে। হয়তো এটাই হতে পারে আপনার জীবনের মোড় ঘোরানো মুহূর্ত।

কে জানে, পরের আরাফায় আপনি থাকবেন কিনা। তাই আজ, এখন থেকেই শুরু করুন দোয়া।

হাত তুলুন, মন খুলুন, আর চেয়ে নিন, আজ দোয়ার দিন।।

With Pori Moni – I just got recognised as one of their top fans! 🎉
30/05/2025

With Pori Moni – I just got recognised as one of their top fans! 🎉

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!
29/05/2025

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!

Address

Mirpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rimi's Daily Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share