Yaaa-fi

Yaaa-fi আলহামদুলিল্লাহ🤲🥰

সন্তান লালন-পালন কখনোই কেবল মা'র একার দায়িত্ব হতে পারে না🙅‍♀️। মা হয়তো গর্ভধারণ করে, বুকের দুধ দেয়, অনেক শারীরিক কষ্ট সহ...
22/04/2025

সন্তান লালন-পালন কখনোই কেবল মা'র একার দায়িত্ব হতে পারে না🙅‍♀️। মা হয়তো গর্ভধারণ করে, বুকের দুধ দেয়, অনেক শারীরিক কষ্ট সহ্য করে, কিন্তু বাবা যদি পাশে না থাকে, তাহলে পুরো দায়িত্ব ভারসাম্যহীন হয়ে পড়ে।

বাবার ভূমিকা হওয়া উচিত🤷‍♀️—

1. সহযোগী ও সাপোর্টিভ: গর্ভাবস্থায় স্ত্রীর পাশে থাকা, সন্তান জন্মের পর রাতজাগা, খাওয়ানো, ডায়াপার বদলানো, এসবেও অংশ নেওয়া। এতে সন্তানের সাথেও আত্মীক সম্পর্কের উন্নয়ন ঘটে।

2. আবেগিক সঙ্গী: স্ত্রী postpartum depression বা মানসিক চাপে ভুগতে পারে—তখন তাকে বুঝে, সান্ত্বনা দিয়ে, ভালোবাসা দিয়ে পাশে থাকা।

3. সন্তানের জন্য নিরাপদ পরিবেশ: ভালো উদাহরণ হওয়া, সময় দেওয়া, খেলা করা, শিক্ষা দেওয়া—এসব বাবারও কাজ।

4. সমান দায়িত্বশীল: সন্তান মানুষ করার প্রতিটি পর্যায়ে বাবা-মা দুজনেরই সমান দায়িত্ব আছে। কেউ কারো ওপর চাপিয়ে দিতে পারে না।

একটা পরিবার তখনই সুস্থ থাকে, যখন ভালোবাসা, দায়িত্ব, শ্রদ্ধা—সব কিছু ভাগাভাগি করে নেওয়া হয়। মা ভালো থাকলে, সন্তানও ভালো থাকে। আর মা ভালো থাকবে তখনই, যখন বাবা পাশে থাকবে—মন, শরীর আর কাজে।

যে পুরুষগুলো মনে করেন, আপনি সন্তানের ভরনপোষণ দিচ্ছেন, টাকা দিচ্ছেন সেটাই অনেক, তাহলে বলবো আপনি বোকার স্বর্গে আছেন, এবং আপনার জন্যই একটা হাসিখুশি পরিবার মৃ*ত পরিবার হয়ে যাচ্ছে, যেখানে আনন্দ, উচ্ছাস ও প্রান নেই। আর আপনার সন্তানো পাচ্ছে ভুল শিক্ষা যা পরে চাইলেও আর বদলানো সম্ভব নয়।
বিদ্র: তবে আজকাল অনেক বাবাই অনেক বেশি কেয়ারিং তাদের সন্তান ও স্ত্রীর প্রতি। আপনারাই প্রকৃতপক্ষে সুখী জীবনযাপন করছেন, এবং সন্তান ও দারুন ভালো মানুষ হয়ে গড়ে উঠবে।

18/04/2025

পরামর্শ চাচ্ছি!

তোমরা উড়ো জান্নাতে, আমরা ডুবি অভিশাপে😓🖤
06/04/2025

তোমরা উড়ো জান্নাতে, আমরা ডুবি অভিশাপে😓🖤

07/03/2025

৫ বছর আগে এই মার্চ মাসেই 'করোনা' ধ"রা পড়ছিলো, তারপর থেকে আমরা আর 'স্বাভাবিক' জীবনে ফিরতে পারি নাই! আমাদের লাইফস্টাইল ই উলট পালট হয়ে গেছে!
এই মার্চ মাসেই....💔

07/03/2025

চক্ষু শীতলকারী সন্তান, একেই বলে গায়রত।🫀

06/03/2025
তোমার স্ত্রীকে মূল্য দাও এবং মনে রেখো, তিনি তোমার প্রথম অগ্রাধিকার...তিনি একমাত্র ব্যক্তি যিনি শেষ পর্যন্ত তোমার সঙ্গে থ...
05/03/2025

তোমার স্ত্রীকে মূল্য দাও এবং মনে রেখো, তিনি তোমার প্রথম অগ্রাধিকার...

তিনি একমাত্র ব্যক্তি যিনি শেষ পর্যন্ত তোমার সঙ্গে থাকবেন। যিনি তোমার সঙ্গে জীবন ভাগ করে নিচ্ছেন।
তিনিও তোমার মতোই নিজের বাবা-মার কাছ থেকে দূরে এসে তোমার সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন...

পরাজয়, বিজয়, দুঃখ, সুখ, কষ্ট—সবকিছু একসঙ্গে ভাগ করে নেওয়ার মানুষ তিনি।
মনে রেখো, তোমার জীবনে যার আনন্দ নিশ্চিত করা সবচেয়ে বেশি জরুরি, তিনি তোমার স্ত্রী।
বিশ্বাস করো, তোমার ভালোবাসা তোমার জন্যই লাভজনক হবে।

কারণ তিনি তোমার সঙ্গী এবং জীবনের সবকিছুর সহযোগী। তাকে সুখী করো। ❤️
জীবন সুন্দর যদি মানুষ টা সঠিক হয়।

I got 10 reactions and comments on one of my posts last week! Thanks everyone for your support! 🎉
03/03/2025

I got 10 reactions and comments on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

01/03/2025

আলহামদুলিল্লাহ প্রথম সেহরি করলাম 💖
আল্লাহ আমাদের ৩০ টা রোযা রাখার তৌফিক দান করুক আমিন🤲

ঘটনা সত্য সাক্ষী দুর্বল 🫶🏻☹️
27/02/2025

ঘটনা সত্য সাক্ষী দুর্বল 🫶🏻☹️

Address

Mirpur
MIRPUR13

Telephone

+8801893810645

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yaaa-fi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yaaa-fi:

Share