
22/04/2025
সন্তান লালন-পালন কখনোই কেবল মা'র একার দায়িত্ব হতে পারে না🙅♀️। মা হয়তো গর্ভধারণ করে, বুকের দুধ দেয়, অনেক শারীরিক কষ্ট সহ্য করে, কিন্তু বাবা যদি পাশে না থাকে, তাহলে পুরো দায়িত্ব ভারসাম্যহীন হয়ে পড়ে।
বাবার ভূমিকা হওয়া উচিত🤷♀️—
1. সহযোগী ও সাপোর্টিভ: গর্ভাবস্থায় স্ত্রীর পাশে থাকা, সন্তান জন্মের পর রাতজাগা, খাওয়ানো, ডায়াপার বদলানো, এসবেও অংশ নেওয়া। এতে সন্তানের সাথেও আত্মীক সম্পর্কের উন্নয়ন ঘটে।
2. আবেগিক সঙ্গী: স্ত্রী postpartum depression বা মানসিক চাপে ভুগতে পারে—তখন তাকে বুঝে, সান্ত্বনা দিয়ে, ভালোবাসা দিয়ে পাশে থাকা।
3. সন্তানের জন্য নিরাপদ পরিবেশ: ভালো উদাহরণ হওয়া, সময় দেওয়া, খেলা করা, শিক্ষা দেওয়া—এসব বাবারও কাজ।
4. সমান দায়িত্বশীল: সন্তান মানুষ করার প্রতিটি পর্যায়ে বাবা-মা দুজনেরই সমান দায়িত্ব আছে। কেউ কারো ওপর চাপিয়ে দিতে পারে না।
একটা পরিবার তখনই সুস্থ থাকে, যখন ভালোবাসা, দায়িত্ব, শ্রদ্ধা—সব কিছু ভাগাভাগি করে নেওয়া হয়। মা ভালো থাকলে, সন্তানও ভালো থাকে। আর মা ভালো থাকবে তখনই, যখন বাবা পাশে থাকবে—মন, শরীর আর কাজে।
যে পুরুষগুলো মনে করেন, আপনি সন্তানের ভরনপোষণ দিচ্ছেন, টাকা দিচ্ছেন সেটাই অনেক, তাহলে বলবো আপনি বোকার স্বর্গে আছেন, এবং আপনার জন্যই একটা হাসিখুশি পরিবার মৃ*ত পরিবার হয়ে যাচ্ছে, যেখানে আনন্দ, উচ্ছাস ও প্রান নেই। আর আপনার সন্তানো পাচ্ছে ভুল শিক্ষা যা পরে চাইলেও আর বদলানো সম্ভব নয়।
বিদ্র: তবে আজকাল অনেক বাবাই অনেক বেশি কেয়ারিং তাদের সন্তান ও স্ত্রীর প্রতি। আপনারাই প্রকৃতপক্ষে সুখী জীবনযাপন করছেন, এবং সন্তান ও দারুন ভালো মানুষ হয়ে গড়ে উঠবে।