Faizar Ammu

Faizar Ammu আসসালামু আলাইকুম সবাইকে �সবাই লাইক শেয়ার, কমেন্ট করে পাশে থাকুন � ফাইজার আম্মু

এই শহরে আমার একটা মায়ের বাসা বা বোনের বাসা খুব দরকার ছিল। মন খারাপ বা শরীর খারাপ হলে যেখানে বাচ্চা নিয়ে গুটিশুটি পায়ে ওঠ...
15/01/2025

এই শহরে আমার একটা মায়ের বাসা বা বোনের বাসা খুব দরকার ছিল।
মন খারাপ বা শরীর খারাপ হলে যেখানে বাচ্চা নিয়ে গুটিশুটি পায়ে ওঠা যাবে। ছেলে মেয়েকে আম্মা খালারা নিয়ে ব্যস্ত থাকবে। খাওয়াবে, গোসল করাবে। আম্মা টেবিলে গরম তরকারি বেড়ে দিয়ে বলবে আমি রাখতেসি বাবুদের তুই খা গিয়ে। আর আমি মুরগীর হাড়গুলো আরাম করে চাবাতাম একদিন। কোন তাড়া থাকতোনা৷ রাতে আম্মা আর বোন দুইবাচ্চা নিয়ে রাখতো আর বলতো তুই ঘুমা। আমি দুনিয়ার সব ভুলে একটা ঘুম দিতাম। একঘুমে মাস ছয়েক এর ক্লান্তি ভুলে যেতাম।

আসলে এগুলো অলস মস্তিস্কের কল্পনা। এই শহরে এক প্লেট ভাত খেতে চাইলেও আমাকে চাল ফুটিয়ে নিতে হবে। দম বন্ধ লাগলেও আমার রুমটায় বসে এক ই রুটিনে জীবন কাটাতে হবে। নিজের শরীর খারাপ লাগলেও বাচ্চার সব দায়িত্ব আমাকে পালন করতে হবে। কারো কথায় আচরনে কস্ট পেলেও চোখের পানি একাই মুছতে হবে।

""" পরিকল্পনা টাও তো আমার এমন ছিল না, শশুর, শাশুড়ী তাদের বংশের বেবিকে যত্ন করে রাখবে, সব প্রয়োজনে আমার পাশে থাকবে সব ভাবে সাপোর্ট দিবে,, বলবে চিন্তা করো না আমরা তো আছি 🙂 আমার অনেক কিছু বলার আছে সে গুলো আসলে সমাজ এর সামনে না বলাই ভালো 🥲 সাপোর্ট এর বদলে মনের ঝুড়টা ভেঙে দেয়, আমার মন খারাপ এর
কারন তারা, এমন এক টা.......... দিন ও নেই যে হাসি মুখে বলবো তারা আমাকে মন থেকে ভালোবাসে সাপোর্ট করে, আমার দোষ টা আসলে কোথায়??
আমি সবসময় আমার দোষ খুঁজি আর আমার দোষ টাই হলো আমি কেন আমার হাসবেন্ড কে ছেড়ে চলে যাই নি 🙂🙃 যার ১০ তালা বাড়ি, গাড়ি, বেন ভর্তি বাজার,, তাদের মন ভরাতে পারে নি আমার পরিবারে 🥲 ১০ তলা বাড়ির মেয়েকে চেয়েছিলো তার ছেলের বউ হিসেবে!!!
যত সইবেন তত জুতার বাড়ি খাইবেন ✅✅
কারন সবাই আমার ধৈর্যকে সম্মান দিবে না
আফসোস আমার হয় ১০% কিন্তু ৯০ % হয় তাদের জন্য তারা আমার কদর করতে পারলো না 🙂

আমার হাসবেন্ড ভালো মানুষ এবং সত্যি মিথ্যা বিচার
করার জন্য আমরা ভালো আছি,,,,
আলহামদুলিল্লাহ ❤️ শুকরিয়া ❤️
যাদের হাসবেন্ড পরিবার ভক্ত আর সত্যি মিথ্যা বিচার না করে পরিবারের সঙ্গে কথার তাল মেলায় তাদের
জীবন!!! শেষ 💔💔

©

চটপটি কার কার পছন্দ....?
13/01/2025

চটপটি কার কার পছন্দ....?

কে কে চিনো?
13/01/2025

কে কে চিনো?

রাজকন্যা ❤️
13/01/2025

রাজকন্যা ❤️

Gd night everyone ❤️
03/01/2025

Gd night everyone ❤️

03/01/2025

কুটনি বুড়ি গুলো কোনো দিন ভালো হইবো না😎😎

জীবন  কারোর জন্য থেমে থাকে না 😐
03/01/2025

জীবন কারোর জন্য থেমে থাকে না 😐

03/01/2025

কে কে চিনো এটা 🤨🤔🤔

Gd night 😍
29/12/2024

Gd night 😍

26/12/2024

স্বপ্নের বাইক 🥰🥰💔

বিচ্ছেদ হবে না কেনো? মানুষের কাছে এখন ভালবাসার কদর নাই, সময়ের কদর নাই, ইমোশনের কদর নাই 😊কদর শুধু আছে রাগের , ইগোর , স্ব...
14/12/2024

বিচ্ছেদ হবে না কেনো? মানুষের কাছে এখন ভালবাসার কদর নাই, সময়ের কদর নাই, ইমোশনের কদর নাই 😊

কদর শুধু আছে রাগের , ইগোর , স্বার্থের , বাহ্যিক সৌন্দর্য্যের , মোহের। মানুষ ধরে রাখার চেয়ে ছাড়তে বেশি পছন্দ করে,,, নিজে বদলাবার আগে অন্যের বদলাবার এক্সপেকটেশান রাখে, রাগ আর জেদে প্রতিযোগীতা পছন্দ করে😅 নিজেদের সম্পর্ক সুন্দর করার চেয়ে আরো বেটার একটা খুঁজে নেওয় বেটার মনে হয় তাদের ☺️🥀

Talha baby🥰
02/12/2024

Talha baby🥰

রাজকন্যা 🥰
01/12/2024

রাজকন্যা 🥰

মাতৃত্ব মোটেই সহজ নয়। কিন্তু অসম্ভব সুন্দর ❤️মুঠোয় মুঠোয় চুল পড়ে যাওয়া,  সারা দিনে ৩-৪ ঘন্টা ঘুম,  সময় মতো খেতে না পাড়া,...
01/12/2024

মাতৃত্ব মোটেই সহজ নয়। কিন্তু অসম্ভব সুন্দর ❤️
মুঠোয় মুঠোয় চুল পড়ে যাওয়া, সারা দিনে ৩-৪ ঘন্টা ঘুম, সময় মতো খেতে না পাড়া, নিজের সামান্য যত্ন টুকুনও নিতে না পারা, চোখের নিচের কালো দাগ, সব সময় ক্লান্ত লাগা।
তার পরেও বলবো মাতৃত্ব অসম্ভব সুন্দর ❤️🥀❤️

30/11/2024

মাশাআল্লাহ 🥰

শুভ বিকেল🥰
29/11/2024

শুভ বিকেল🥰

Address

Mirpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Faizar Ammu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category