
15/01/2025
এই শহরে আমার একটা মায়ের বাসা বা বোনের বাসা খুব দরকার ছিল।
মন খারাপ বা শরীর খারাপ হলে যেখানে বাচ্চা নিয়ে গুটিশুটি পায়ে ওঠা যাবে। ছেলে মেয়েকে আম্মা খালারা নিয়ে ব্যস্ত থাকবে। খাওয়াবে, গোসল করাবে। আম্মা টেবিলে গরম তরকারি বেড়ে দিয়ে বলবে আমি রাখতেসি বাবুদের তুই খা গিয়ে। আর আমি মুরগীর হাড়গুলো আরাম করে চাবাতাম একদিন। কোন তাড়া থাকতোনা৷ রাতে আম্মা আর বোন দুইবাচ্চা নিয়ে রাখতো আর বলতো তুই ঘুমা। আমি দুনিয়ার সব ভুলে একটা ঘুম দিতাম। একঘুমে মাস ছয়েক এর ক্লান্তি ভুলে যেতাম।
আসলে এগুলো অলস মস্তিস্কের কল্পনা। এই শহরে এক প্লেট ভাত খেতে চাইলেও আমাকে চাল ফুটিয়ে নিতে হবে। দম বন্ধ লাগলেও আমার রুমটায় বসে এক ই রুটিনে জীবন কাটাতে হবে। নিজের শরীর খারাপ লাগলেও বাচ্চার সব দায়িত্ব আমাকে পালন করতে হবে। কারো কথায় আচরনে কস্ট পেলেও চোখের পানি একাই মুছতে হবে।
""" পরিকল্পনা টাও তো আমার এমন ছিল না, শশুর, শাশুড়ী তাদের বংশের বেবিকে যত্ন করে রাখবে, সব প্রয়োজনে আমার পাশে থাকবে সব ভাবে সাপোর্ট দিবে,, বলবে চিন্তা করো না আমরা তো আছি 🙂 আমার অনেক কিছু বলার আছে সে গুলো আসলে সমাজ এর সামনে না বলাই ভালো 🥲 সাপোর্ট এর বদলে মনের ঝুড়টা ভেঙে দেয়, আমার মন খারাপ এর
কারন তারা, এমন এক টা.......... দিন ও নেই যে হাসি মুখে বলবো তারা আমাকে মন থেকে ভালোবাসে সাপোর্ট করে, আমার দোষ টা আসলে কোথায়??
আমি সবসময় আমার দোষ খুঁজি আর আমার দোষ টাই হলো আমি কেন আমার হাসবেন্ড কে ছেড়ে চলে যাই নি 🙂🙃 যার ১০ তালা বাড়ি, গাড়ি, বেন ভর্তি বাজার,, তাদের মন ভরাতে পারে নি আমার পরিবারে 🥲 ১০ তলা বাড়ির মেয়েকে চেয়েছিলো তার ছেলের বউ হিসেবে!!!
যত সইবেন তত জুতার বাড়ি খাইবেন ✅✅
কারন সবাই আমার ধৈর্যকে সম্মান দিবে না
আফসোস আমার হয় ১০% কিন্তু ৯০ % হয় তাদের জন্য তারা আমার কদর করতে পারলো না 🙂
আমার হাসবেন্ড ভালো মানুষ এবং সত্যি মিথ্যা বিচার
করার জন্য আমরা ভালো আছি,,,,
আলহামদুলিল্লাহ ❤️ শুকরিয়া ❤️
যাদের হাসবেন্ড পরিবার ভক্ত আর সত্যি মিথ্যা বিচার না করে পরিবারের সঙ্গে কথার তাল মেলায় তাদের
জীবন!!! শেষ 💔💔
©