21/09/2025
@শীর্ষ ১০ প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ পেতে-
চাইলে দেশের শিক্ষাব্যবস্থায় ব্যবহারিক জ্ঞানের ঘাটতির কারণে অনেক তরুণ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়েও বাস্তব দক্ষতার অভাবে চাকরির বাজারে পিছিয়ে পড়েন । সাম্প্রতিক সময়ে যুব বেকারত্বের হার উদ্বেগজনকভাবে বাড়ছে । এ অবস্থায় মাল্টিন্যাশনাল কোম্পানি ও শীর্ষ ব্র্যান্ডগুলো ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে তরুণদের জন্য শক্ত ভিত্তি তৈরি করছে । ইন্টার্নশিপ শুধু কাজের অভিজ্ঞতাই দেয় না ; বরং প্রফেশনাল দক্ষতা , কার্যকর যোগাযোগ এবং আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করে । সঠিক প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করলে ক্যারিয়ার শুরু হয় সঠিক পথে , যা দীর্ঘ মেয়াদে সাফল্যের সম্ভাবনা বাড়ায় । এমন ১০ জনপ্রিয় ইন্টার্নশিপ নিয়ে আজকের আয়োজন ।
ইউনিলিভার বিডি ইন্টার্নশিপ ১৯৬৪ সালে যাত্রা শুরু করা ইউনিলিভার বাংলাদেশ সাপ্লাই চেইন , ফিন্যান্স , মানবসম্পদসহ নানা বিভাগে ইন্টার্নশিপের সুযোগ দেয় । সেরা পারফর্মাররা স্থায়ী চাকরিও পান । প্রতিবছর জানুয়ারি , মে ও সেপ্টেম্বরে প্রোগ্রাম চালু হয় । যোগ্যতা : স্নাতক বা স্নাতকোত্তর থাকতে হবে । ইন্টার্নশিপের ক্ষেত্র : সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট , ফিন্যান্স , মানবসম্পদ আবেদনপ্রক্রিয়া : https://careers.unilever.com/NL-Internships
গ্রামীণফোন ইন্টার্নশিপ গ্রামীণফোন ১৯৯৭ সাল থেকে বাংলাদেশে টেলিকম সেবা প্রদান করে আসছে । যাঁরা টেলিকম শিল্পে ক্যারিয়ার গড়তে চান , তাঁদের জন্য এটি চমৎকার প্ল্যাটফর্ম । ৩ মাসের ইন্টার্নশিপে শিক্ষার্থীরা তাঁদের দক্ষতা প্রদর্শন করতে পারেন । । শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীর স্নাতক ডিগ্রি থাকতে হবে । ■ ইন্টার্নশিপের ক্ষেত্র : ফিন্যান্স , মার্কেটিং , প্রযুক্তি ও আইটি আবেদনপ্রক্রিয়া : https://www.grameenphone.com/about/career/career-opportunities/students
ব্র্যাক ইন্টার্নশিপ ১৯৭২ সালে প্রতিষ্ঠিত ব্র্যাক দেশের সবচেয়ে বড় উন্নয়ন সংস্থা । এটি দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করে । ইন্টার্নরা ফাইন্যান্স , প্রোগ্রাম ম্যানেজমেন্ট ও সেলস বিষয়ে কাজ করতে পারেন । শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীর স্নাতক ডিগ্রি থাকতে হবে । সময়কাল : ৩-৬ মাস । ইন্টার্নশিপের ক্ষেত্র : ফাইন্যান্স , প্রোগ্রাম ম্যানেজমেন্ট , সেলস ।
■ আবেদন : https://brac.net/internship - programme
নেসলে বাংলাদেশ ইন্টার্নশিপ ১৯৯৪ সালে দেশে কার্যক্রম শুরু করা নেসলে ফুড ও বেভারেজ শিল্পে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য চমৎকার সুযোগ দেয় । ইন্টার্নরা সরবরাহ শৃঙ্খলা , মার্কেটিং এবং প্রোডাকশন - সম্পর্কিত বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন । শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীর স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে । ইন্টার্নশিপের ক্ষেত্র : সাপ্লাই চেইন , মার্কেটিং , প্রোডাকশন The Great Bangladesh
■ আবেদনপ্রক্রিয়া : https://www.nestle.com.bd/jobs
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ইন্টার্নশিপ ১৯১০ সাল থেকে এ অঞ্চলে ব্যবসা করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো । মার্কেটিং , কমিউনিকেশন , কাস্টমার কলাবোরেশন ও লজিস্টিক ব্যবস্থাপনায় ইন্টার্নশিপের সুযোগ রয়েছে ।
শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীর স্নাতক ডিগ্রি থাকতে হবে । সময়কাল : ৩ থেকে ৬ মাস । ইন্টার্নশিপের ক্ষেত্র : মার্কেটিং , কমিউনিকেশন , লজিস্টিক ■ আবেদনপ্রক্রিয়া : https://careers .bat.com/en/early-careers
আশা বাংলাদেশ ইন্টার্নশিপ ১৯৯১ সাল থেকে ক্ষুদ্রঋণ ও দারিদ্র্য বিমোচনে কাজ করছে আশা বাংলাদেশ । ইন্টার্নশিপ মূলত ফিল্ডওয়ার্কার বা কমিউনিটি কমিউনিকেশনভিত্তিক । এটি দেশের বিভিন্ন জেলা ও কমিউনিটির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ দেয় । শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীর স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে । সময়কাল : ৫-৮ সপ্তাহ । ■ ইন্টার্নশিপের ক্ষেত্র : ফিল্ডওয়ার্ক , কমিউনিকেশন ।
■ আবেদনপ্রক্রিয়া : https://asa.org.bd/Internship
দারাজ ইন্টার্নশিপ দক্ষিণ - পূর্ব এশিয়ার বৃহৎ ই - কমার্স প্ল্যাটফর্ম দারাজ সারা বছর ফুলটাইম ও পার্টটাইম ইন্টার্নশিপ অফার করে । শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীর স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ।
সময়কাল : প্রোগ্রামের ওপর নির্ভরশীল । ইন্টার্নশিপের ক্ষেত্র : সেলস , মার্কেট রিসার্চ ■ আবেদন : https://www.daraz.com.bd/careers
এইচএসবিসি ইন্টার্নশিপ দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান এইচএসবিসি কাস্টমার সার্ভিস ও ডিজিটাল সার্ভিসসহ বিভিন্ন ক্ষেত্রে ইন্টার্নশিপের সুযোগ দেয় । ভালো পারফর্ম করলে চাকরি স্থায়ী হওয়ার সুযোগও আছে । শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীর স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হয় । ইন্টার্নশিপের ক্ষেত্র : কাস্টমার অফিসার , ডিজিটাল সার্ভিসেস ।
■ আবেদনপ্রক্রিয়া : https://www.hsbc.com/careers
কোকা - কোলা ইন্টার্নশিপ ১৯৬২ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে । বিশ্ববিখ্যাত এ ব্র্যান্ডে ইন্টার্নশিপ মানে আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ । শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীর স্নাতক ডিগ্রি থাকতে হয় । আবেদন সময়কাল : প্রোগ্রামের শর্ত অনুযায়ী অবেদন করতে হয় ।
■ আবেদন : https://www.coca- colacompany.com/careers
ব্যাকস্পেস ইন্টারন্যাশনাল লিমিটেড ২০১৪ সালে যাত্রা শুরু করা এ মিডিয়া টেক কোম্পানিতে কনটেন্ট , ভিডিও , ওয়েব ডেভেলপমেন্ট ও গ্রাফিক ডিজাইনে ইন্টার্নশিপের সুযোগ রয়েছে । শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীর স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ।
সময়কাল : ৩ থেকে ৬ মাস । ইন্টার্নশিপের ক্ষেত্র : কনটেন্ট রাইটিং , ভিডিও এডিটিং , ওয়েব ডেভেলপমেন্ট , গ্রাফিক ডিজাইন । আবেদন : https://www.werbackspace.com/careers
ইন্টার্নদের জন্য পরামর্শ,
■ প্ৰতিষ্ঠান সম্পর্কে জানুন : আবেদন করার আগে প্রতিষ্ঠান , তাদের লক্ষ্য ও কাজের ধরন বুঝে নিন । পেশাদার সিভি তৈরি করুন : শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অর্জনগুলো স্পষ্টভাবে উল্লেখ করুন ।
■এক্সট্রা - কারিকুলার কার্যক্রম : নেতৃত্ব , দলগত কাজ ও বহুমুখী দক্ষতার পরিচয় দিন । । সাক্ষাৎকারের প্রস্তুতি : পরিপাটি পোশাক , আত্মবিশ্বাসী উপস্থিতি ও প্রাসঙ্গিক প্রশ্ন প্রস্তুত রাখুন । ভাষাগত দক্ষতা : বাংলা ও ইংরেজি উভয় ভাষায় কার্যকর যোগাযোগে সক্ষম হোন ।
■কেন ইন্টার্নশিপ গুরুত্বপূর্ণ ? আন্তর্জাতিক মানের কোম্পানিগুলো ভবিষ্যতের প্রতিভা খুঁজতে ইন্টার্নশিপকে ব্যবহার করে । এটি তরুণদের জন্য নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ । তাই বিশ্ববিদ্যালয়ের শেষ সেমিস্টার কিংবা নতুন গ্র্যাজুয়েটদের জন্য ইন্টার্নশিপ ক্যারিয়ারের সবচেয়ে কার্যকর ও গুরুত্বপূর্ণ ধাপ । উল্লেখযোগ্য বিষয় হলো , মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো সারা বছরই নতুন ইন্টার্ন ও গ্র্যাজুয়েটদের জন্য সুযোগ তৈরি করে ।
তথ্যসূত্র : ইন্সফেকসন বিডি
সোর্স- আজকের পত্রিকা