Sohag Comedy

Sohag Comedy সরকারি চাকরির সম্পর্কে বিভিন্ন আপডেট পাওয়ার জন্য যুক্ত থাকুন।
(2)

21/10/2025

আপডেট...
জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে
ইতিহাস গড়লেন 'আয়রন লেডি' সানায়ে তাকাইচি

21/10/2025

শিক্ষকদের ১৫ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন আজই জারি করা হবে।

21/10/2025
20/10/2025

৪৯তম বিসিএস ভাইভা প্রার্থীদের জন্যঃ
মৌখিক পরীক্ষার প্রার্থিতা বাতিল হতে পারে যেসব কারণে
৪৯তম (বিশেষ) বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ২ নভেম্বর থেকে শুরু হবে।
মৌখিক পরীক্ষার আগে যেসব কারণে প্রার্থিতা বাতিল হতে পারে—

১. নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে;

২. প্রতারণার আশ্রয় নিলে,

৩. কমিশন কর্তৃক নির্ধারিত ডকুমেন্টস, সনদ বা প্রত্যয়ন উপস্থাপন না করলে;

৪. কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে বা প্রয়োজনীয় তথ্য গোপন করলে বা কোনো জাল সার্টিফিকেট উপস্থাপন করলে;

৫. বয়স ও শিক্ষাগত যোগ্যতাসংক্রান্ত সার্টিফিকেটের কোনো অংশ টেম্পারিং বা পরিবর্তন করলে;

৬. আবেদনপত্রে গুরুতর কোনো ত্রুটি বা ঘাটতি পাওয়া গেলে।

20/10/2025

বর্তমানে কার্যরত বিনিয়োগ প্রচার সংস্থাগুলো হলো—বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ), বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিএসসিআইসি) এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ।

আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে দেশের সব ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি (আইপিএ) বা বিনিয়োগ প্রচার সংস্থাকে একীভূত করে একটি একক প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনা করেছে সরকার।

20/10/2025

নতুন বেতন কাঠামো প্রস্তাব পেকমিশনে
সর্বোচ্চ ১,৫০,০০০ টাকা, সর্বনিম্ন ২৫,০০০ টাকা।

ডিসেম্বরে ফাইনাল, জানুয়ারি থেকেই পাবে।

৪৯তম স্পেশাল বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত।
19/10/2025

৪৯তম স্পেশাল বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত।

খাদ্যের মানবন্টন দেখে নিন। আমাদের হাতে সময় খুব কম।
19/10/2025

খাদ্যের মানবন্টন দেখে নিন। আমাদের হাতে সময় খুব কম।

19/10/2025

৫০ বছরের প্রথা ভাঙল সৌদি, ‘কফিল’-থেকে মুক্তি পাচ্ছেন প্রবাসী শ্রমিকরা

সৌদি আরবে কাফালা (পৃষ্ঠপোষকতা) পদ্ধতি বাতিল হয়েছে। তাদের ৫০ বছরের পুরোনো ঐতিহাসিক এই ব্যবস্থা পরিবর্তন করে বিদেশি শ্রমিকদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি।

বহুদিন ধরে এই প্রথার কারণে বিদেশি শ্রমিকদের কাজ ও বসবাস নির্ভর করত নির্দিষ্ট নিয়োগকর্তার ওপর।

২০২৫ সালের জুনে ঘোষিত এই বড় সংস্কারের ফলে প্রায় ১ কোটি ৩০ লাখ বিদেশি শ্রমিক সরাসরি উপকৃত হবেন।

যাদের বেশিরভাগই ভারত, পাকিস্তান, বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে সৌদিতে কাজ করতে গিয়েছেন।

নতুন এই সংস্কারের মাধ্যমে প্রবাসীরা এখন থেকে কাজ পরিবর্তন, দেশ ত্যাগ বা ভিসা নবায়নের ক্ষেত্রে আগের মতো কঠোর নিয়ন্ত্রণের মুখে পড়বেন না। এছাড়া, প্রবাসী শ্রমিকরা নিজের ইচ্ছানুযায়ী দেশে আসা-যাওয়া করতে পারবেন।

#সম্রাট_শাহরিয়ার_দাদু_টিম_মধুদার_আপডেট

19/10/2025

DGFOOD এডমিট কার্ড সার্ভারে available এখন।ডাউনলোড করতে পারেন এখন।

19/10/2025

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠিত হয় ১৭ অক্টোবর, ২০২৫ জাতীয় সংসদ ভবন দক্ষিণ প্লাজা, শেরে বাংলা নগর ঢাকা

18/10/2025

জবের এপ্লাই ও টেলিটক

এক ধান্দা শুরু করেছে টেলিটক এই দুই মাসে এটা বেশি হচ্ছে, আগে যে না হতো এমন না।চোখ বুজে বেকার থেকে মুনাফা লুটে নিচ্ছে অবৈধভাবে।

টেলিটক সিম ছাড়া দেশের সরকারি জবের এপ্লাই করা যায় না। আবার ১ মেসেজ যে কতবার দিতে হবে তার হিসাব নেই।
মানুষজন ভাবতেছে ২/৪ বার মেসেজ দিলে আসলেই তো হলো। কিন্তু প্রতি মেসেজে ৩ টাকা করে তো এক্সট্রা টাকা যাচ্ছে। হয়তো আপনার কাছে ৩ টাকা অনেক কম হতেই পারে। এরকম যদি ১০ হাজার জনের থেকে নেয় শুধু হেডমাস্টার সার্কুলার থেকে ভাবুন কত টাকা।

এবার ভাবুন কত শত সার্কুলার হয়। আর কত এমন ৩ টাকা তাদের একাউন্টে যোগ হয়। হায় সেলুকাস!!!

এভাবেই কী টেলিটক টাকা মারতে থাকবে? কোথাও কি কিছু করার নেই??না আপনারা চুপ করে থাকবেন?

Address

17
Mirpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sohag Comedy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share