08/05/2025
৭১ জিতেছিলাম, কারণ সেসময় ড্রোন ছিলো না, রাফাল কিংবা অত্যাধুনিক যুদ্ধবিমান ছিলো না। ক্ষেপণাস্ত্র ছিলোনা, পারমাণবিক ছিলো না।
ট্যাংক ছিলো কিন্তু বন্য,বৃষ্টি,কাদা মাটিতে পাকিস্তানিরা এদেশে ট্যাংক ব্যবহারে সুবিধা করতে পারেনি। তাছাড়া পাকিস্তান থেকে বাংলাদেশের দূরুত্ব ১৪০০ কিমি। ইন্ডিয়ার সহায়তার কথা তো নাই বললাম।
ধরেন, পাকিস্তানে কালকে যে আক্রমণ করলো যদি সেইমটা বাংলাদেশে করতো তাহলে কতো হাজার মানুষ মরতো ভেবে দেখছেন?
আজকাল যুদ্ধ লাগলে কী দিয়ে জিতবেন?
পার্টি দিয়ে? মুক্তি যুদ্ধের চেতনা দিয়ে? মার্চ টু দিল্লি দিয়ে?
ফেসবুক যুদ্ধা দিয়ে? স্কুল ,কলেজ, বিশ্ববিদ্যালয়ের পদধারী সভাপতি ও সহসভাপতি দিয়ে? চাটাচাটি দিয়ে?
দশটা হুনডা ,দশটা গুন্ডা দিয়ে? নির্বাচন দিয়ে?
স্বাধীনতার ৫৪ বছর দেশকে শক্তিশালী করার বহুত সময় পেয়েছিলেন, না পারলেন স্বাধীনতা রক্ষা করতে। না পারলেন দেশকে শক্তিশালী করতে। না পারলেন দুর্নীতি বন্ধ করতে।
গতরাতে ঘুমাতে পারিনি শুধু চিন্তা করেছি এমন হামলা যদি আমার দেশে হয় তাহলে আমরা করবোটা কি!!!
আমরা যুদ্ধ চাইনা তবে শক্তিশালী হতে চাই, যেন কেউ হুমকিধামকি দেয়ার আগে কয়েকবার চিন্তা করে।
দয়া করে সবচেয়ে বড় বাজেটটা সশস্ত্রবাহিনীকে দেন।
উন্নত প্রযুক্তিতে ঢুকেন। ইঞ্জিনিয়ারিং মেডিকেল, বিশ্ববিদ্যালয়গুলো কাজে লাগান। আল্লাহর ওয়াস্তে দুর্নীতি আর নিজেদের মধ্যে কামড়াকামড়ি বন্ধ করে দেশের নিরাপত্তা আর ভবিষ্যত নিয়ে ভাবেন।
(কপি) ゚viralシfypシ゚viralシalシ