30/12/2025
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ আমরা হারালাম এক আপসহীন, দৃঢ়চেতা ও দেশের প্রতি নিবেদিতপ্রাণ নেত্রীকে। যিনি সারা জীবন নিজের স্বার্থের চেয়ে দেশের মানুষের কল্যাণকে বড় করে দেখেছেন। সাহস, সততা ও দায়িত্ববোধের যে উজ্জ্বল দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, তা আমাদের জন্য চিরকাল অনুকরণীয় হয়ে থাকবে।
আপনি ছিলেন সেই ব্যক্তিত্ব, যিনি দেশের মানুষের অন্তরে ভালোবাসা, শ্রদ্ধা ও আস্থার দৃঢ় স্থান করে নিয়েছিলেন। আপনার প্রতিটি কর্ম, দেশের প্রতি আপনার অগাধ মমতা এবং অসহায়ের পাশে দাঁড়ানোর অদম্য শক্তি। মানুষ আজীবন স্মরণ করবে।
মহান আল্লাহ তাআলা আপনাকে তাঁর অশেষ রহমাতে ঢেকে দিন, আপনার সকল ভুল–ত্রুটি ও বিচ্যুতি ক্ষমা করে দিন, জীবনে করা সকল নেক আমল কবুল করে আপনাকে জান্নাতুল ফেরদৌসের অনন্ত শান্তির আশ্রয় দান করুন। আল্লাহ আপনাকে তাঁর প্রিয় বান্দাদের কাতারে স্থান দিন এবং চিরস্থায়ী মর্যাদা দান করুন। আমীন।