Crochet Arena

  • Home
  • Crochet Arena

Crochet Arena Love, live, laugh and be humble ❤️

ছোট্ট একটা পেইজ সেখানে একটা পোস্ট এ এরকম সাপোর্ট।  আলহামদুলিল্লাহ মা শা আল্লাহ্। আপনাদের এই সাপোর্ট দেখলে মনটাই ভালো হয়ে...
26/06/2025

ছোট্ট একটা পেইজ সেখানে একটা পোস্ট এ এরকম সাপোর্ট। আলহামদুলিল্লাহ মা শা আল্লাহ্। আপনাদের এই সাপোর্ট দেখলে মনটাই ভালো হয়ে যায়।
তবে আমি আরেকটা সাপোর্ট চাই আপনাদের থেকে আপুর R.K. Gallery টার রি*চ বাড়াতে হেল্প করবেন কাইন্ডলি। আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করলে খুব উপকৃত হব ❤️

অনেকেই আমাকে নক করেছেন আলিজের সুতাগুলার ব্যাপারে। ক্লিয়ার করে দিচ্ছি এখানে: আলিজে সুতা গুলা আমি দেশ থেকে কিনিনি। আমি নিজ...
11/06/2025

অনেকেই আমাকে নক করেছেন আলিজের সুতাগুলার ব্যাপারে। ক্লিয়ার করে দিচ্ছি এখানে:

আলিজে সুতা গুলা আমি দেশ থেকে কিনিনি। আমি নিজে দেশের বাহির থেকে এনেছিলাম।
তখন কিছু সেল ও করেছি।
এখন যেগুলা আছে আমার কাছে সেগুলা আমার নিজের জন্য। আপাতত সেল করবার কোন চিন্তা ভাবনা নেই আমার মাথায়।

সেকেন্ডলি কত টাকায় সেল করতে পারি? এই প্রশ্নের কোন উত্তর নেই আমার কাছে। আমি নিজেও বানানো জিনিস এখন সেল করছিনা। প্লাস একেক জনের কস্টিং একেক রকম। একেক জনের মজুরী একেক রকমের। তাই এই প্রশ্নের কোন উত্তর আমার কাছে নেই।

থার্ডলি কারো কোন আর্জেন্ট প্রশ্ন থাকলে তা সুন্দর করে একবারে লিখে মেসেজ করবেন। হাই হ্যালো, সালাম দিয়ে বসে থাকলে আমি রিপ্লাই করে পয়েন্ট বের করতে পারবোনা। আমার আরো পেইজ আছে, বিজনেস আছে সেগুলার ভীরে কিন্তু মেসেজ হারিয়ে যাবে। তাই সুন্দর করে টু দা পয়েন্ট এ প্রশ্ন লিখে পাঠাবেন।

ফোর্থলি, কোন ধরনের ব্যাক্তিগত আলাপ/প্রশ্নের জবাব এই পেইজে পাবেন না। এবং এ ধরনের প্রশ্ন আমার খুব একটা পছন্দওনা। আসলে সব প্রশ্নের উত্তর হয়না। একান্ত কোন অভিমত বিনিময় করতে অথবা যারা আমার ডেইলি এক্টভিটিস অথবা আমার পার্সপেক্টিভ থেকে কিছু জানতে চান তাহলে Decent Diary তে চলে যাবেন।

ব্লক প্রিন্ট এর প্রডাক্ট এর জন্য কোন ইনকোয়ারি থাকলে চলে যাবেন R.K. Gallery তে।

নিজেদের কাজ শেয়ার করতে চাইলে চলে যাবেন Esho Crochet Shikhi গ্রুপে।

হ্যান্ডপেইন্ট সম্পর্কিত কোন প্রশ্ন থাকলে চলে যাবেন Passion পেইজ এ।

❤️❤️❤️

কাজের পরিধির বাহিরে আমার সাথে কানেক্টেড থাকতে চাইলে এই পেইজ টাতে ফলো দিয়ে রাখতে পারেন ❤️
11/06/2025

কাজের পরিধির বাহিরে আমার সাথে কানেক্টেড থাকতে চাইলে এই পেইজ টাতে ফলো দিয়ে রাখতে পারেন ❤️

নিজের লেখা ডাইরি পরে ক্রিঞ্জ ফিল হয়েছে কখনো? ডাইরি লেখার অভ্যাস ছিল সেই ছোটবেলা থেকে। মাঝে মাঝে বসে বসে পড়তাম নিজের লিখা পাতাগুলা। অনেক সময় নিজের লিখা পড়ে হাসতাম, অনেক সময় মন খারাপ লাগতো। আর বেশির ভাগ সময়েই অনেক আগের লিখা পড়ে ক্রিঞ্জ ফিল হতো।

আবার আমাদের মত পারিবারিক অবস্থায় সেই ডাইরি সামলে রাখা টা ছিল আরো এক কঠিন ব্যাপার। যে কোন সময় এক্সপোজ হয়ে যেতে পারে আপনার লিখা ডাইরি। এ এক মহা ঝামেলা ছিল। আমার ডাইরির শুরু পাতায় লিখা থাকতো, *for the sake of Allah, do not read my diary* 😅 আল্লাহ্ তায়ালার ওয়াস্তা দিয়ে নিজের ডাইরির সম্ভ্রম রক্ষা করা লাগতো। মানে কি একটা ছেড়াবেড়া অবস্থা 😅 এখন তো সবাই ওপেনলি ফেবুতে, ইন্সটা তে অথবা টিকটকে যা মন চাচ্ছে করে ফেলতে পারছে। কিন্তু এই ৯০ দশকের যারা আমরা আছি তারা কিন্তু এখনোও কোন পোস্ট ও করে অনেক চিন্তা ভাবনা করে। এই আবার একটা চড় না খেয়ে ফেলি আবার এই পোস্ট এর জন্য 😅

আমার সাথে কলেজে একটা মেয়ে পড়তো। আমাদের একজন টিচার ছিলেন বাংলা পড়াতেন। উনাকে সবাই অনেক ভয় পেত। সরি টু সে উনি টিচিং এর নামে মানুষকে অপমান এবং ট্রমাই বেশি দিয়েছেন মনে হয়। উনার সাথে ভালো স্মৃতি খুব কমই আছে আমাদের। যাই হোক, উনার ক্লাসে একবার আমার সেই ক্লাসমেট বেঞ্চের ওপর বাংলা বই এর পাশে তার ডাইরি রেখে দিয়েছিল। জাস্ট রাখা ছিল। ম্যাডাম সেই ডাইরি নিয়ে পড়ে ফেলেন এবং সেটা ভিপির রুমে নিয়ে যাওয়া হয় এবং শেষ পর্যন্ত গার্ডিয়ান ডাকা হয়। ভাবা যায়? ইনভ্যাশন অফ প্রাইভেসি লিটারেলি ফর নো রিজন। আমার মনে হয় ওই মেয়ে আজও ওই দিনের ট্রমা মনে রেখেছে সাথে ওর বাবা-মা যে পরিমান অপদস্ত হয়েছিল তাও নিশ্চিত মনে রাখবার মত।

যাই হোক। ঘটনা হল আমার একজন খুব কাছের মানুষের মৃ*ত্যু*র পর তার লিখা একখানা ডাইরি আমার কাছে ছিল। অনেক ধরনের কথা ছিল তাতে। কিছু দু:খ, কিছু আফসোস কিছু অভিমান। আমার পড়ে খুব মন খারাপ হতো। বহু বছর সেই ডাইরি আমি ক্যারি করেছি। ভাবতাম তার আরো কাছের যারা আছেন তারা যদি এটা পড়েন তাদের মানসিক অবস্থা আরো খারাপ হবে। অবশেষে আমি ডাইরি টা বার্ন করে দিয়েছিলাম

একইভাবে আমার রিয়ালাইজেশন হয়েছিল। হায়াত কতটুক আছে আল্লাহ্ ভালো জানেন। কিন্তু আমার মৃ*ত্যু*র পর ঠিক এভাবেই লিখা গুলা থেকে যাবে এবং আমার কাছের মানুষেরাও এগুলা পড়ার পর ক*ষ্ট পাবেন। একেক সময়ে মনের অবস্থা একেক রকম থাকে। আমরা নিজেরাই এক সময়ে কান্না করি পরক্ষণেই আবার নিজেই হাসি যে কেন কান্না করেছিলাম। কিন্তু লিখে রাখার ফলে একই মেমরি রিলিভ করেছি বহুবার এবং আমার পরে অন্য কেও এগুলা পড়লে ক*ষ্ট পাবেন। এতকিছু ভাবনা চিন্তা করার পর শেষ মেশ নিজের ডাইরি গুলাও বার্ন করে ফেলি। থাকুক না আমার কথা আমার নিজের ভেতরেই।

কিছু কথা নাহয় শুধু আমি আর রব জানলাম। কাগজ এবং কলমেরও জানার দরকার কি আছে আদৌ?

একটা কাজ থেকে দুইটা কাজ 🌸
05/06/2025

একটা কাজ থেকে দুইটা কাজ 🌸

এটা বানানোর সবথেকে কঠিন কাজ কি বলতে পারেন? এটায় অনেক অনেক এক্সট্রা সুতা বেরিয়ে আছে চারপাশ জুড়ে। এগুলা একটা একটা করে হাইড...
04/06/2025

এটা বানানোর সবথেকে কঠিন কাজ কি বলতে পারেন? এটায় অনেক অনেক এক্সট্রা সুতা বেরিয়ে আছে চারপাশ জুড়ে। এগুলা একটা একটা করে হাইড করতে হবে। এই কাজটা আমার কাছে খুব বিরক্তিকর কিন্তু একইসাথে এই একটা স্টেপ আপনার পুরো প্রজেক্ট এর চেহারা দিন রাত তফাৎ করে দিবে।

কালার কম্বিনেশন দেখে মনে হচ্ছে খেয়ে ফেলি 😍
04/06/2025

কালার কম্বিনেশন দেখে মনে হচ্ছে খেয়ে ফেলি 😍

এক গাড়ি গাছ 😪 কি করবো? গাছ দেখলেই নিতে ইচ্ছা করে। আজকে এখানে অবশ্য আমার গাছের সংখ্যা কমই। বেশির ভাগ ই মা এর কেনা। আমি নি...
04/06/2025

এক গাড়ি গাছ 😪 কি করবো? গাছ দেখলেই নিতে ইচ্ছা করে। আজকে এখানে অবশ্য আমার গাছের সংখ্যা কমই। বেশির ভাগ ই মা এর কেনা। আমি নিয়েছি পিস লিলি, মার্বেল পথো, নিয়ন পথো এবং একটা সাদা এডেনিয়াম 😐 পিস লিলি এ নিয়ে বহুবার কিনেছি আমি। পিস লিলি নিয়ে আমার এক্সপেরিয়েন্স ভালো না তবুও কিনি। আপনাদের কারো আছে পিস লিলি? গাইড করবেন কিভাবে কি করলে এবার টেকবে আমার পিস লিলি 🥰

কি সুন্দর না? আপনারা কেও বানিয়েছেন কি এটা? বানালে জানাবেন। অথবা কমেন্ট এ ছবি দিবেন। আমি কি কালার কম্বিনেশন দিব তা ভাবছি।
03/06/2025

কি সুন্দর না? আপনারা কেও বানিয়েছেন কি এটা? বানালে জানাবেন। অথবা কমেন্ট এ ছবি দিবেন। আমি কি কালার কম্বিনেশন দিব তা ভাবছি।

আর্নিং ছাড়া হবিও টেকে না বেশি দিন।একই সময়ে ২-৩ টা বিজনেস রান করা খুবই টাফ। একটার দিকে নজর দিলে অন্যটা তাল সামলানো ছিল খু...
02/06/2025

আর্নিং ছাড়া হবিও টেকে না বেশি দিন।

একই সময়ে ২-৩ টা বিজনেস রান করা খুবই টাফ। একটার দিকে নজর দিলে অন্যটা তাল সামলানো ছিল খুব ই কঠিন। যার কারনে প্রায় এক থেকে দেড় বছরের একটা গ্যাপ নিলাম ক্রোশে থেকে। আমি জানি আপনারা অনেকেই আমার ওপর ডিসেপয়েন্টেড। কিন্তু এই লম্বা গ্যাপ এর এক্সপ্লানেশন দিচ্ছি।

যেই উদ্দ্যেশ্যে আমি কুশিকাটা শুরু করি সেটা অনেক ভিন্ন ছিল সবার থেকে। আমি চাচ্ছিলাম হবিটাকে প্রফেশন হিসেবে নিতে এবং অন্যদের জন্য কর্মের ব্যবস্থা করতে। আলহামদুলিল্লাহ্‌ আমি নিজেকে প্রিভিলেজড বলবো। কারন যেই সুবিধা গুলা আমার ছিল বা আছে তা সমাজের অনেকের ই নাই। আমাকে চিন্তা করতে হয়নি আমি সকালে উঠে কি খাবো, আমি আর্ন না করলেও আমার কোন সমস্যা নেই। তবুও আমার একটা চেষ্টা সদা সর্বদা ছিল কাজ করার। বসে বসে খাবো শুধু এটা আমার কখনোই ভালো লাগেনি, লাগেও না। ফিন্যানশিয়াল ইন্ডেপেন্ডেন্স থাকাটা আমার মতে অনেক বড় একটা প্রিভিলেজ।

কিন্ত এই কুশিকাটার ক্ষেত্রে আমি অনেক কিছু দেখেছি। কাজ শিখতে না শিখতেই মানুষ সেল করতে চায়, এক ভেন্ডর একজনকে সুতা দেয় তো অন্য জনকে দেয়না। আপনার ঘন্টা ধরে করা কাজ সুন্দর নিজের নামে চালিয়ে দেয়া অথবা আপনি কাওকে কাজ দিয়েছেন সে তা যথাযথ ভাবে বুঝিয়ে দিবেনা, যা না পারবে সেটা ও বলবে পারি। মাঝখান দিয়ে সঠিক ব্যাক্তি কাজ পায়না এবং আমি ক্ল্যাইয়েন্ট হারাই। অনেকেতো কাজ নিয়ে গায়েব হয়েও গিয়েছে, মেসেজের রিপ্লাই করবেনা, অথবা ব্লক করে দিবে। এরপর বুঝলাম অনেক গৃহিনী/মেয়ে মুখে বলে আমার কাজ দরকার কাজ দিন কাজ দিন কিন্তু যখন কাজ দিবেন তারা তার গুরুত্ব দিবেনা অথবা কাজে লেগে থাকার যে ব্যাপার টা সে ক্ষেত্রে তারা নিত্যান্তই অলস।

শেষ পর্যন্ত বুঝলাম, যেই ভাবে আমি এগোতে চাচ্ছি তা সম্ভব না। I need to get into real work and let my hobby be as a hobby which will bring me peace and joy. এভাবে ধীরে ধীরে আমি আমার বিজনেস এর নতুন একটা অধ্যায় শুরু করলাম শূন্য থেকে। I transformed R.K. Gallery into a full fledged business of block printing. এটা এখনো গ্রোয়িং স্টেজ এ আমি বলবো। কিন্তু আলহামদুলিল্লাহ্‌ সো ফার ভালোভাবেই চলছে আলহামদুলিল্লাহ্‌।

প্রতিটা গ্রোথ এর জন্যই সময় দরকার। I am to some extent in peace with my career right now. আসলে হবি কিন্তু এক্সপেন্সিভও। ফাইনালি আলহামদুলিল্লাহ্‌ আমি ক্রোশে টা পুরোপুরি হবি হিসেবেই রান করতে চাই এবং একটা লম্বা সময়ের গ্যাপ এই পুরো প্রসেস টার জন্য জরুরী ছিল।

I hope you all understood me now....
আরও কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে ফেলুন...

06/02/2025

কতদিন পর ক্রোশে ধরলাম। আবার বাম হাতের রিস্ট এ ব্যাথা শুরু 🙃

আপুরা গ্রুপের নাম সাজেস্ট করবেন কাইন্ডলি। কমেন্টে সাজেস্ট করুন। কন্টেক্সট কমেন্টে
06/02/2025

আপুরা গ্রুপের নাম সাজেস্ট করবেন কাইন্ডলি। কমেন্টে সাজেস্ট করুন। কন্টেক্সট কমেন্টে

জীবনে কিছু কিছু মানুষ থেকে আল্লাহ্ তায়ালা কখনো আপনাকে সাহায্য নিতে দিবেন না। কারন, সে চান ই না যে আপনার জীবনে সে সকল মান...
20/05/2024

জীবনে কিছু কিছু মানুষ থেকে আল্লাহ্ তায়ালা কখনো আপনাকে সাহায্য নিতে দিবেন না। কারন, সে চান ই না যে আপনার জীবনে সে সকল মানুষদের ছিটেফোটা অবদান টুকুও থাকুক।....

Address


Alerts

Be the first to know and let us send you an email when Crochet Arena posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Crochet Arena:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share