25/08/2024
আনসার চাকরি স্থায়ী বা সরকারি ভূক্ত নয় নিয়োগে উল্লেখ থাকে, তা জেনে চাকরিতে যোগদান করে সবাই।
এখন দাবি আদায়ের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এরা !
একদিকে বন্যায় ভেসে যাচ্ছে পুরো দেশ , মানুষ বেঁচে থাকার লড়াই করছে lক্ষুদার যন্ত্রণায় হাহাকার,
দেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে ??
অথচ তারা আজ সামান্য খড়কুটে ধরে বাঁচার জন্য আকৃতি জানাচ্ছে, আর বিবেকহীন আনসারগুলা আসছে এদের দাবি নিয়ে , দেশটাকে আরো অস্থিতিশীল করতে l
এই দেশপ্রেমহীন দোসরগুলোকে আর দেখতে চাই না lগতকয়েকদিন ধরে সচিবালয়ে এরিয়া জ্যাম পেলে রাখছে এরা , অনেক হইছে এই দেশটাকে নিয়ে ছেলেখেলা? আর না