VOICE Of NAFIS

VOICE Of NAFIS Nothing is impossible if you try.

26/08/2025

তুমি আমার জীবনের এমন এক অধ্যায়! যার শেষটা আমি কখনো লিখতে চাইনি তবু সময় লিখে দিলো...! 😅❤️‍🩹

26/08/2025

UR Nafis ☺️তোমাকে বলা হয়নি আমি গোপনে তোমার জন্য বুকের ভেতর কত কথা জমিয়েছি! একটা অদৃশ্য ভয় আমার সম্ভবত, তোমাকে হারিয়ে ফেলার ভয়। সেই ভয় আমাকে এমনভাবে তাড়া করলো, যে তোমাকে আর বলাই হয়ে ওঠেনি বুকের ভেতর জড়ো করা সেইসব কথা! আমি চেষ্টা করেছি। কিন্তু সময় খুব দ্রুত ফুরায় জানতাম, আমারও ফুরিয়েছে। আমি শুধু ভেবেছি তুমি সব বুঝবে! খোলা বইয়ের মতো তুমি পড়ে ফেলবে আমায়। আমার চোখের মাঝের রহস্য তুমি জেনে নিবে চুপিসারে। আমার দুই ঠোঁটের মাঝে এসে আটকে থাকা অব্যক্ত কথাগুলো বোধহয় শুনে ফেলবে কান পেতে, তুমি ধরে ফেলবে কেনো রোজ বিষণ্ণতা হাতে পায়ে মেখে জীবনের দিকে এগিয়ে যাই আমি। কিন্তু আমি ভুল ছিলাম। আমার জানা ছিলো না সবাই মানুষ পড়তে পারে না। মানুষ তো আর খোলা বই নয়। আমার বুঝতে অনেক দেরি হয়ে গেছে, যে তুমি তো মানুষ, খোদা না! গোপন আর্তনাদের ভাষা কেবল খোদা শুনেছেন। মানুষ কখনো শুনতে পায়নি। তোমাকে প্রতি মুহূর্তে কী গভীরভাবে খোদার কাছে চেয়েছি গোপন প্রার্থনায়, তা তো কেবল খোদাই জানে❤️‍🩹

26/08/2025

আমি খুব বাজে বাবে মানুষ ভুলতে পারি। এইটা আমার দো'ষ হিসাবে বলবো না কি গুন হিসাবে বলবো নিজেই জানি না/ যারা আমাকে খুব বেশি ক'ষ্ট দেয় তাকে /তাদের কে আমি মনে রাখতে চাই না। আমি মানুষ টা এমনই। নিজের জন্য ভিষণ স্বার্থপর আমি।পৃথিবীতে আমি ছাড়া আমার কথা বাবার জন্য আদৌ কি কেউ থাকে।

25/08/2025

হারানোর মতো কিছুই অবশিষ্ট নেই, তবুও মনে হয় এই বুঝি সব হারিয়ে ফেললাম!🖤

25/08/2025

ধীরে ধীরে তুমিও একদিন ভুলে যাবে আমায় ভুলে যাবে এই চোখের ভাষা হাতের স্পর্শ কিংবা হৃদয়ের অপেক্ষা ভালোবাসার দিনগুলো শুকিয়ে যাবে পুরনো ডায়েরির পাতার মতো যেখানে শব্দ থাকলেও অনুভব থাকবে না হয়তো সেদিন আমিও নিজেকে বুঝিয়ে নেব তোমার প্রতি অধিকার খাটানো হবে নিষিদ্ধ তোমার নাম উচ্চারণ করাটাও অপরাধ বলে গণ্য হবে আমার হৃদয়ে
তবুও…
তোমাকে ভুলে যাওয়া কখনোই সম্ভব হবে না।
কারণ, ভালোবাসা কখনো পূর্ণতা চায় না, চায় বেঁচে থাকতে—
গোপনে, নীরবে, নিভৃতে…
যেখানে কোনো দাবি নেই, শুধু গভীর এক অনুভব থাকে।
তুমি থাকবে সেখানেই—অচেনা রূপে, চিরচেনা হৃদয়ে...😌🙃

20/08/2025

আমি মানুষ টা নিতান্তই নিরীহ।
কেবল হেরেই যাই....!😅❤️‍🩹

20/08/2025

এখন বলো কেমন আছো......! ❤️‍🩹

Address

Mirpur 14
Mirpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when VOICE Of NAFIS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share