Nipa Roy

Nipa Roy It's not my showoff, It's my satisfaction.
(1)

চেয়োও না সুনয়না আর চেয়ো না এ নয়ন পানে।জানিতে নাইকো বাকি,সই ও আঁখি কি যাদু জানে।। #নজরুলগীতি
16/09/2025

চেয়োও না সুনয়না আর চেয়ো না এ নয়ন পানে।
জানিতে নাইকো বাকি,সই ও আঁখি কি যাদু জানে।।
#নজরুলগীতি

একতারাটির একটি তারে গানের বেদন বইতে নারে,তোমার সাথে বারে বারে হার মেনেছি এই খেলাতেতোমার সুরে সুরে সুর মেলাতে॥   #রবীন্দ্...
15/09/2025

একতারাটির একটি তারে গানের বেদন বইতে নারে,
তোমার সাথে বারে বারে হার মেনেছি এই খেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে॥
#রবীন্দ্রসঙ্গীত

তুমি কথা কোয়ো না, তুমি চেয়ে চলে যাও।এই চাঁদের আলোতে তুমি হেসে গ’লে যাও।আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে,...
15/09/2025

তুমি কথা কোয়ো না, তুমি চেয়ে চলে যাও।
এই চাঁদের আলোতে তুমি হেসে গ’লে যাও।

আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে,
তোমার আঁখির মতন দুটি তারা ঢালুক কিরণধারা॥
#রবীন্দ্রসঙ্গীত

🌸 বিদায় বাংলার লালনগান রাণী – ফারিদা পারভীন🎶 ফারিদা পারভীন—বাংলার লালন গানের অমর কণ্ঠস্বর, আমাদের গর্ব, আমাদের হৃদয়ের স্...
14/09/2025

🌸 বিদায় বাংলার লালনগান রাণী – ফারিদা পারভীন

🎶 ফারিদা পারভীন—বাংলার লালন গানের অমর কণ্ঠস্বর, আমাদের গর্ব, আমাদের হৃদয়ের স্পন্দন। বাংলার লালন গানের প্রাণ, আমাদের সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র ফারিদা পারভীন ম্যাম আর আমাদের মাঝে নেই।

আমার সৌভাগ্য, আমি তাঁকে একেবারে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলাম। সেই মুহূর্তটা আজও আমার কাছে এক অনন্য সম্পদ—যেন সময় থমকে গিয়েছিল, শুধু সুর আর অনুভূতির মিলন হয়েছিল।

আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর কণ্ঠে গাওয়া লালন, বাউল আর বাংলার মাটির গন্ধ চিরকাল বেঁচে থাকবে। তিনি শুধু একজন শিল্পী নন, তিনি আমাদের সংস্কৃতির এক জীবন্ত প্রতীক।

তিনি শুধু একজন শিল্পী নন, ছিলেন বাংলার আত্মার প্রতিচ্ছবি।
🌸 গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি এই মহামূল্যবান মানুষটিকে।

কবে তুমি গেয়েছিলে, আঁখির পানে চেয়েছিলেভুলে গিয়েছি।শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা॥   #রবীন্দ্রসঙ্গীত
14/09/2025

কবে তুমি গেয়েছিলে, আঁখির পানে চেয়েছিলে
ভুলে গিয়েছি।
শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা॥
#রবীন্দ্রসঙ্গীত

তুমি কোন্‌ কাননের ফুল, তুমি কোন্‌ গগনের তারা।তোমায় কোথায় দেখেছি যেন কোন্‌ স্বপনের পারা॥ #রবীন্দ্রসঙ্গীত  #শান্তিনিকেতন
13/09/2025

তুমি কোন্‌ কাননের ফুল, তুমি কোন্‌ গগনের তারা।
তোমায় কোথায় দেখেছি যেন কোন্‌ স্বপনের পারা॥
#রবীন্দ্রসঙ্গীত #শান্তিনিকেতন

ঠাকুর তোমায় মালা দেব ফুল তুলি আজ তাইযত তুলি তত ভাবি আরো যদি পাই।।
13/09/2025

ঠাকুর তোমায় মালা দেব ফুল তুলি আজ তাই
যত তুলি তত ভাবি আরো যদি পাই।।

আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতেতোমার সুরে সুরে সুর মেলাতে॥
12/09/2025

আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে॥

থির সাগরের নীল তরঙ্গে আনন্দেরি সেই নাচনের তালে তালে বাজিল ভেরি। #নজরুলগীতি
11/09/2025

থির সাগরের নীল তরঙ্গে আনন্দেরি
সেই নাচনের তালে তালে বাজিল ভেরি।
#নজরুলগীতি

প্রাণ চায় চক্ষু না চায়,মরি একি তোর দুস্তর লজ্জা সুন্দর এসে ফিরে যায়,তবে কার লাগি মিথ্যা এ সজ্জা।।  #রবিঠাকুর
11/09/2025

প্রাণ চায় চক্ষু না চায়,মরি একি তোর দুস্তর লজ্জা
সুন্দর এসে ফিরে যায়,তবে কার লাগি মিথ্যা এ সজ্জা।।
#রবিঠাকুর

ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দানতোমার আপনহারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ।। #রবিঠাকুর  #রবিন্দ্রনাথ
10/09/2025

ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
তোমার আপনহারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ।।
#রবিঠাকুর #রবিন্দ্রনাথ

দিগন্তের ঐ দুর্গ- মূলেধূলি -গৈরিক কেতন দুলেকে দুরন্ত আগল খুলে ঘুম ভাঙালে।।
09/09/2025

দিগন্তের ঐ দুর্গ- মূলে
ধূলি -গৈরিক কেতন দুলে
কে দুরন্ত আগল খুলে ঘুম ভাঙালে।।

Address

Mirpur

Alerts

Be the first to know and let us send you an email when Nipa Roy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share