29/05/2025
টাকার লোভে মানুষ মানুষের জীবন, আবেগ আর সম্মান নিয়ে খেলতেও একবার ভাবে না।
রিসেন্ট আঁখি-তিশা-আহাদ কাহিনীগুলো দিনদিন যত সামনে আসছে, ততই বিরক্ত লাগছে। শুরু থেকেই আমি ওদের কোনো ফ্যান বা ফলোয়ার নই। হঠাৎ হঠাৎ ভিডিও সামনে আসত, কৌতুহলবশত দেখতাম।
এতদিন শুনলাম জিদের জোরেই আহাদের প্রথম বউ চলে যাওয়ায় তিশা জামাইকে সেচ্ছায় বিয়ে করিয়েছেন আখির সাথে। এখন দেখি এসব কিছুই ভুয়া, বিয়ের ব্যাপারে তিশা একদমই রাজি ছিলেন না। আহাদ নাকি তাকে বহু বুঝিয়ে, নানা কৌশলে রাজি করিয়েছেন শুধু নিজের ভাইরাল হওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য।
আর আমরা দেখেছি, আহাদ তিশাকে আঁখিকে কত ভালোবাসা যত্ন নেওয়া দেখাতো, এখন বলে শুধু বড় বউকে সত্যিই ভালোবাসেন, আঁখিকে পছন্দই না, তাহলে বিয়ে করে আঁখি মেয়েটার জীবন নষ্ট করলো কেন? মেয়েদের জীবন এতোই সস্তা?
ভাইরাল হওয়ার লোভ মেয়েদের সন্তানদের জীবনের থেকেও উপরে?
প্রথম বউ (আকসার মা) থাকাকালীন, যখন তিশা আর তিনি একসাথে ভিডিও করতেন, তখন প্রচুর ভিউ আসত। আকসার মা চলে যাওয়ার পর তিশার একা ভিডিওতে আর সেই জনপ্রিয়তা আসছিল না। তখনই আহাদ এই প্ল্যান করে দুই সতীনের একসাথে ভিডিও! ভিউ বাড়বে, ইনকাম বাড়বে।
যেই চিন্তা, সেই কাজ।
তিশাকে রাজি করিয়ে, কিছু যুক্তি দেখিয়ে একটা অসহায় মেয়ে আঁখিকে বিয়ে করে ফেললেন। ভিডিওতে দেখাতেন কত ভালোবাসা, সুখী সংসার... কিন্তু সবই লোক দেখানো। সময়ের সাথে সব ফাঁস হয়ে গেল।
মাঝখানে বলির পাঁঠা হলো সেই আখিঁ মেয়েটা। ভালোবাসা তো দূরের কথা, সে পেয়েছে শুধুই তাচ্ছিল্য, অবজ্ঞা আর অপমান।
আহাদ ঠিক কয়টা জীবন নিয়ে খেলেছে দেখেন-
প্রথম বিয়ের বৌ ,একটি মেয়ে।
সেই স্ত্রী থাকতে তিশাকে পরকীয়া/প্রেম করে বিয়ে করলেন, তিশার আগে বিয়ে হয়েছে আগের ঘরে একটি ছেলেও আছে, আবার এখন আরেকটি মেয়েও হয়েছে।
এরপর বিয়ে করলেন আঁখিকে, যার একটি ছেলে হয়েছে।
ফলাফল?
প্রথম বউ ও তার সন্তানের জীবন অনিশ্চিত।
তিশার আগের ঘরের সন্তানের জীবন দুর্বিষহ।
আঁখি ও তার সন্তানের জীবন ছারখার।
ওদের জন্য সমাজব্যবস্থা ধ্বংস হচ্ছে!
এসব পুরুষদের জন্য কি আইনে কোনো শাস্তি নেই?
তিশার মতো খারাপ নারীদের জন্য কি সমাজের কোনো জবাবদিহি নেই?
একটি মেয়ের কারনে আরেকটি মেয়ে তার স্বামী, সংসার, সম্মান—সব হারায়। আর তার সন্তান হারায় নিরাপদ ভবিষ্যৎ। আর এসব পুরুষ তো কুকুরের চেয়েও নিকৃষ্ট। এই ধরনের মানুষেরা বুক ফুলিয়ে ভিডিও বানায়, হ