
10/04/2025
কর্পোরেট জগতে টিকে থাকতে হলে, কাজের সাথে থাকতে হবে বুদ্ধিও!
অফিস এমন একটা জায়গা, যেখানে সবাই একসঙ্গে কাজ করে, কিন্তু সবার উদ্দেশ্য এক নয়। কেউ নিজের দক্ষতা দিয়ে এগিয়ে যায়, কেউ তোষামোদ করে সুযোগ নেয়, আবার কেউ অন্যকে নিচে নামিয়ে নিজের জায়গা পোক্ত করতে চায়।
বাস্তবতা হলো—অফিস পলিটিক্স এড়ানো যায় না। মুখের হাসির আড়ালে অনেকেই শুধুই তথ্য সংগ্রহকারী। আজ বন্ধুসুলভ আচরণ করলেও, কাল সেই তথ্যই আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। তাই কাকে বিশ্বাস করবেন, কতটুকু বলবেন—সেটা বুঝে নেওয়া জরুরি।
সবার সাথে ভালো সম্পর্ক রাখুন, কিন্তু ব্যক্তিগত বিষয় শেয়ার করার আগে দু’বার ভাবুন। অফিসে সতর্ক থাকাটাই স্মার্টনেস
©️©️