Krishan Majhee

  • Home
  • Krishan Majhee

Krishan Majhee বাংলার ঐতিহ্য ও সমৃদ্ধির স্মারকবাহী
উন্নয়ন সম্ভাবনার মুখপত্র।
কৃষিই জীবন উন্নতির সোপান
নদী মোর বাংলাদেশের প্রাণ। কৃষিই জীবন উন্নতির সোপান
(1)

22/12/2025

রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রদর্শনীভুক্ত কৃষকদের কৃষি উপকরণ বিতরণ ।

আক্কাস আলী
রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ী বালিয়াকান্দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে প্রদর্শনীভুক্ত কৃষকের মাঝে উপকরণ বিতরণ করা হয়।
রবিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি বিভাগের আয়োজন কৃষি উপকরণ বিতরণী কার্যক্রমে উদ্ধোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো শাখাওয়াত হোসেন গালিব, থানা অফিসার ইনচার্জ রব তালুকদার সহ অন্যান কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এসময় কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ জানান ক্লাইমেট স্মার্ট প্রকল্পের আওতায় বিষমুক্ত সবজি উৎপাদন এর লক্ষ্যে কৃষকদের ফেরোমন ফাদ, জৌব,ইউরিয়া, ডিওপি,এমওপি, বরো সার,জিংক ও নেট রশি বিতরণ করা হয়। এছারা বিষমুক্ত ফসল উৎপাদনে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেয়া হয়।

22/12/2025

রংপুর ৫নং ওয়ার্ডের মহানগর যুবদল মিছিল

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যার্বতন উপলক্ষে রংপুর মহানগর যুবদলের উদ্যোগে আজ
রংপুর ৫নং ওয়ার্ডের
আনন্দমুখর ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়। ৫ নং ওয়ার্ড হারাটি থেকে ৫ নং ওয়ার্ডের বুড়াইল বাজার মিছিল-টি শেষ হয়
সবারই মুখে হাসি ও লিডার আাচ্ছে

12/12/2025

রংপুর আজ বিভাগীয় ইস্তেমা ২য় দিন
কুকরুল গলাকাটা মোর আমাশু স্কুলের সামনে।

11/12/2025

চাঁদপুর -২ জামায়াতে ইসলামী এর উদ্যোগে নির্বাচন তফসিলের দিনই গণ সংযোগ
ছেংগারচর বাজার থেকে সরাসরি >>>

https://krishanmajhee.com/news/8654
05/12/2025

https://krishanmajhee.com/news/8654

শেরপুর শহরে মীরগঞ্জ এলাকার বাসিন্দা নুরুজ্জামান ও তার বাগিনারা জুয়ার বোর্ড পরিচালনা করে আসছে।নুরুজ্জামান ওরফে ...

05/12/2025

আমার সবচেয়ে নতুন সেরা ফ্যানদের অনেক ধন্যবাদ! Rs Footwear, Abir Ahesan Arfan, Jamir Uddin, Jamir Uddin, মোঃ মনোয়ারুল ইসলাম আপন, Saiful Islam

https://krishanmajhee.com/news/8644
05/12/2025

https://krishanmajhee.com/news/8644

মানুষের মুখোশ:ক্ষুধার আগুন মোঃ মিলন হক আমি তোমাদের সম্মুখে ঘুরি, পেটের ক্ষুধা নয় — আত্মার ক্ষুধা নিয়ে। তোমরা এত....

05/12/2025
04/12/2025

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনায় ভেড়ামারা উপজেলার ১২ মাইল স্থানীয় বিএনপির উদ্যোগে আজ বুধবার বিকেলে দাখিল মাদ্রাসা সংলগ্ন স্থানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
কুষ্টিয়া ২ (ভেড়ামারা মিরপুর) আসনের
সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম।
দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র এ্যাড. তৌহিদুল ইসলাম আলম। এসময় উপস্থিত ছিলেন ভেড়ামারা পৌর শাখা বিএনপির সভাপতি আবু দাউদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জানবার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বিশু, ইছাহক,
বাহিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুর রহমান লাভলু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক,বিএনপি নেতা সাইফুল ইসলাম রোকন,মতিউর রহমান দুলাল সহ বিএনপি নেতৃবৃন্দ।
দোয়া পরিচালনা করেন
ফুরফুরা কেন্দ্রীয় মুবালীগ মাওলানা খান মোঃ গোলাম মোস্তফা চাঁদ।
পাকশী মাদ্রাসার মুহাদ্দিস মুফতি নুরুজ্জামান।

03/12/2025

১,১১,২০২৫,ইং
বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দল।
বাসন মেট্রো থানার পক্ষ থেকে, বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল।
(আয়োজনে) :
মোঃ লিটন মিয়া
সভাপতি
বাসন মেট্রো থানা বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দল গাজীপুর মহানগর শাখা 🌾🌾

03/12/2025

গুরুদাসপুরে মাদক সম্রাট ভম্বু দম্পতি পুলিশের অভিযানে গ্রেপ্তার

গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি, গুরুদাসপুরে মাদক সম্রাট নামে পরিচিত শহিদুল ইসলাম ভম্বু (৪৫) ও তার স্ত্রী তানিয়া আক্তার সূর্য (৪০) মাদকদ্রব্যসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। রোববার (৩০ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার যোগীন্দ্রনগর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল হোসেনের নেতৃত্বে একটি বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। এসময় তাদের সহযোগী একই গ্রামের রুবেল আলী (২৯)কেও গ্রেপ্তার করে পুলিশ। ১ ডিসেম্বর দুপুর বারটার দিকে আদালতের মাধ্যমে জেলে হাজতে প্রেরণ করা হয়েছে।

অভিযানে মোট ১০৭ পিস ইয়াবা, ২৪৫ পুরিয়া হেরোইন ও মাদক বিক্রির নগদ ৫৬ হাজার ৫৭০ টাকা জব্দ করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার শহিদুল ইসলাম ভম্বুর বিরুদ্ধে হত্যা, চুরি, ডাকাতিসহ মোট ২১টি মামলা রয়েছে। তার স্ত্রী তানিয়া আক্তারের বিরুদ্ধেও রয়েছে ৯টি মাদক মামলা। একই গ্রামের রুবেল দীর্ঘদিন ধরে তাদের মাদক কারবারে সহযোগিতা করে আসছিল।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, ভম্বু ও তার পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চুরি ও নানা অপকর্মে জড়িত। মাঝে মাঝে গ্রেপ্তার হলেও অল্পদিনের মধ্যেই বের হয়ে আবার একই অপরাধে লিপ্ত হয় বলেও অভিযোগ করেন তারা। সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে মাদক বিক্রি করছিল বলেও জানান এলাকাবাসী। মাদক সম্রাটকে গ্রেপ্তার করে এলাকায় এলাকায় শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তারা।

গুরুদাসপুর থানার ওসি মো. দুলাল হোসেন বলেন, “গুরুদাসপুরকে মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। মাদক ব্যবসায়ীদের শেকড় উপড়ে ফেলতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।”

গ্রেপ্তারের ঘটনায় এলাকায় স্বস্তির পাশাপাশি পুলিশের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয়রা

03/12/2025

১,১১,২০২৫,ইং
বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দল।
কাউলতিয়া মেট্রো থানার পক্ষ থেকে, বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল।
(আয়োজনে) : নাজমুল ইসলাম
সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দল, গাজীপুর মহানগর।
সভাপতি, কাউলতিয়া মেট্রোথানা বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দল🌾🌾

Address

Taltola 80/4, Agargaon

1216

Alerts

Be the first to know and let us send you an email when Krishan Majhee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Krishan Majhee:

  • Want your business to be the top-listed Media Company?

Share