Voice of zaheer

Voice of zaheer Assalamualaikum- I’m Sajeeb Zaheer! Stay tuned & Enjoy entertaining content and get inspired for your own journey.

On this page, you’ll get a variety of exciting contents, daily vlogs, Travel Diaries, Life style ✅
I share genuine experiences and thoughts.

Beautiful Nature 🇧🇩❤️
08/10/2025

Beautiful Nature 🇧🇩❤️

04/10/2025

বহুদিন ভাব তরঙ্গে....

রক্তবীজ সিনেমা বনাম বাংলাদেশ ও মুসলমান 🫵YouTube এ রক্তবীজ সিনেমা ট্রেইলারে হাজার খানেক কমেন্ট এর ভীড়ে অল্প কিছু কমেন্ট প...
02/10/2025

রক্তবীজ সিনেমা বনাম বাংলাদেশ ও মুসলমান 🫵
YouTube এ রক্তবীজ সিনেমা ট্রেইলারে হাজার খানেক কমেন্ট এর ভীড়ে অল্প কিছু কমেন্ট পড়ে নেওয়ার সময় হয়েছিল আমার! সেখানে দেখলাম- এইবার পূজো বেশ জমবে ভালো,, বাংলা সিনেমা নাকি বদলাচ্ছে 🙄 নরমালি কলকাতার সিনেমার দম খুব একটা নাই, ব্যবসায় অসফল কলকাতার সিনেমা সেটা বলা বাহুল্য! তো কি আর করা? সিনেমা তো চালাইতে হবে বস! সামনে পূজো! তাই ভালোই মাল-মসলা মাখা যাবে এইবারের সিনেমায়! কারণ পূজোর সময়, মুসলমানদের ছোট করে উপস্থাপন করলেই হিন্দুপন্থীদের কাছে আলবদ সিনেমা হিট। বুঝেন নাই ব্যাপারটা? রক্তবীজ সিনেমার ট্রেইলার দেখুন রক্ত মাথায় উঠে যাবে ওদের কনচেপ্ট দেখলে! ভাবুন একবার- ব্রেইন টা খেলেছে কোন জায়গায়? পূজো আর জঙ্গি মুসলমান! এটাই কনচেপ্ট🙄 আর বলীর পাঠা কাকে বানানো যায়? ভাবতে একটুও কষ্ট হবেনা যে সেটা বাংলাদেশ! 😁 মানে বাংলাদেশকে ভালো মত পেয়ে বসেছে এই ভারত! এই যে ধরুন- সিনেমায় দেখানো হয় প্রেসিডেন্টের উপর বোমা হামলার মাস্টার প্লান হয়েছে বাংলাদেশ থেকেই! ভাবুন একবার কতটা গাঁজাখোরী কনচেপ্ট, যেখানে বাংলাদেশের হাতে সময়ই নেই ভারত নিয়া ভাবার - সেখানে কিনা বাংলাদেশ থেকে মাস্টার প্লান হয়েছে হামলার😁😁😁
মাই ফাইনাল অভজার্ভেশন- Bollywood দারুন ভাবে Pakistan রে নিয়া, আর Tollywood চলছে Bangladesh রে নিয়া!
অর্থাৎ দারুন ব্যবসা সফল সিনেমা!
মোরাল অব দ্য টপিক- মুসলমানদের ছোট করে উপস্থাপন করতে পারলেই ভারতের সিনেমা হিট 😁 LoL😂😂😂

02/10/2025

পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সাহসী মানুষগুলো গাজার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তাদের একটাই লক্ষ্য—অসহায়, নিরস্ত্র এবং অবরুদ্ধ ফিলিস্তিনি ভাই-বোনদের পাশে দাঁড়ানো।

“ফ্লোটিলা” নামে এই যাত্রা মানবতার প্রতীক। অস্ত্র বা শক্তি নয়, তারা বহন করছেন ওষুধ, খাদ্য, চিকিৎসা সামগ্রী আর ভালোবাসা।
দীর্ঘদিন ধরে গাজার মানুষ ক্ষুধা, অবরোধ ও নির্যাতনের মধ্যে জীবন কাটাচ্ছেন। এই অমানবিক পরিস্থিতির বিরুদ্ধে দাঁড়িয়ে পৃথিবীর বিবেকবান মানুষ দেখিয়ে দিচ্ছেন—মানবতা কখনো পরাজিত হয় না।
আমরা যারা দূরে আছি, অন্তত প্রার্থনা ও সমর্থনের মাধ্যমে পাশে থাকতে পারি। 🙏

25/09/2025

ইসলামকে ক্ষমতায় আনার বিষয়টি নিয়ে ভিন্নমত বা ব্যঙ্গ করা আসলেই দুঃখজনক। আল্লাহ কুরআনে পরিষ্কারভাবে বলেছেন— “তারা কি কিতাবের একটি অংশে ঈমান আনে আর একটি অংশ অস্বীকার করে?” (সূরা বাকারা: ৮৫)। ঈমান মানে কেবল নামধারী হওয়া নয়, বরং আল্লাহ ও তাঁর রাসূল ﷺ এর নির্দেশ মানা। শেষ জামানার ফিতনা ঠিকই দেখা দিচ্ছে— সকালের মুমিন বিকেলের কাফের, বিকেলের মুমিন সকালের কাফের হয়ে যাচ্ছে। তাই আমাদের সবার আগে নিজের ঈমান রক্ষা করা জরুরি। কটাক্ষ নয়, বরং সত্যকে সমর্থন করা মুমিনের বৈশিষ্ট্য।"

18/09/2025

Golden moments by the shore 🌅
📍 Banshbaria Sea Beach,
Sitakunda, Bangladesh

"সবকিছু মেনে নেওয়া যায়… কিন্তু তোমাকে হারানোর কষ্টটা আজও মেনে নিতে পারিনি।হয়তো তুমি আমার ছিলে না কোনোদিনই,তবুও মনে হয়েছি...
12/09/2025

"সবকিছু মেনে নেওয়া যায়… কিন্তু তোমাকে হারানোর কষ্টটা আজও মেনে নিতে পারিনি।
হয়তো তুমি আমার ছিলে না কোনোদিনই,
তবুও মনে হয়েছিলো – তুমি-ই আমার সবকিছু।

আজও মাঝে মাঝে মনে হয়—
যদি সময়টাকে ফিরিয়ে নিতে পারতাম!
যদি একবার বলতে পারতাম, কতটা প্রয়োজন তুমি আমার জীবনে!

কিন্তু আফসোস…
ভালোবাসা থাকলেও, মানুষ সবসময় ভালোবাসা পায় না।
শুধু আক্ষেপ থেকে যায়—
তোমাকে কাছে না পাওয়ার আক্ষেপ।"

11/09/2025

আচ্ছা- মৃত্যুর পর কি ভাই এর সাথে ভাই এর দেখা হয়?
আমার মেজো ভাইয়াকে খুব দেখতে ইচ্ছে করছে 🥺

10 seconds back to back 🫶🫰
11/09/2025

10 seconds back to back 🫶🫰

চলছে গাড়ি, সিছিমপুরে 😂
11/09/2025

চলছে গাড়ি, সিছিমপুরে 😂

10/09/2025

আজকের ভ্লগে আমরা ঘুরতে গিয়েছিলাম চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে 🌊।
এটি একটি জনপ্রিয় ভ্রমণ স্থান যেখানে রয়েছে লম্বা জেটি, অপরূপ সূর্যাস্তের দৃশ্য এবং শান্ত সমুদ্রের সৌন্দর্য।
চট্টগ্রাম ভ্রমণকারীদের জন্য বাঁশবাড়িয়া বিচ অবশ্যই ঘুরে দেখার মতো একটি জায়গা।

যদি ভ্লগটি ভালো লাগে তবে Like, Comment & Subscribe করতে ভুলবেন না।
আরও ভ্রমণ ভ্লগ দেখতে চ্যানেলটি ফলো করুন। ✈️

📍 Location: Banshbaria Sea Beach, Sitakunda, Chattogram, Bangladesh
🎥 Travel Vlog 2025
#বাঁশবাড়িয়া

ঝাল মুড়ি খাইতেছি এটা নিয়েও হিংসা করতে হবে? ভাই রে ভাই মানুষ কেমনে পারে এসব?"আরে ভাই, আমি বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে গিয়েছিল...
10/09/2025

ঝাল মুড়ি খাইতেছি এটা নিয়েও হিংসা করতে হবে? ভাই রে ভাই মানুষ কেমনে পারে এসব?
"আরে ভাই, আমি বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে গিয়েছিলাম ভ্লগ বানাতে। যাওয়ার পর হঠাৎ ঝাল মুড়ির দোকান চোখে পড়লো, তো খেলাম। এখন এইটুকু দেখে কি আবার হিংসা করার কিছু আছে? মানে ঝাল মুড়ি খাওয়ার মধ্যেও হিংসা! 😅

কথা হচ্ছে, আমি যা করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি কারণ এটা আমার ভালোবাসা। আমি চাই আপনারাও আমার সাথে ভ্রমণ, অভিজ্ঞতা আর মজার মুহূর্তগুলো উপভোগ করুন।

তাই বলছি— হিংসা না করে পাশে থাকুন। আমার ভ্লগ, আমার কথা, আমার গল্পগুলো শোনার জন্য জুড়ে যান আমার পেজে 👉 Voice of zaheer.....
কারণ এখানে শুধু ভ্রমণ নয়, আছে জীবনের ছোট ছোট গল্প🙂🙂🙂

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Voice of zaheer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice of zaheer:

Share