02/08/2025
ঝুম বৃষ্টি নামছে টানা।
চারপাশ ধোঁয়াটে হয়ে গেছে, গাছেরা নুইয়ে পড়েছে জলের ভারে।
রাস্তাঘাট ফাঁকা, কেবল ছাতার নিচে কেউ কেউ হেঁটে যাচ্ছে চুপচাপ।
এই বৃষ্টিতে কথা কমে যায়, অনুভব বাড়ে।..
゚viralシfypシ゚viralシ