11/03/2024
একটা গার্লফ্রেন্ড লাগবে।
প্রেমের শর্ত -
ছেলে বন্ধু রাখা যাবে না
ছেলে বন্ধুর সাথে ফোনে কথা বলা যাবে না,
কাজিন দের সাথে ঘেঁষাঘেঁষি করা যাবে না,
যখন তখন দেখা করতে চাওয়া যাবে না
মাঝরাতে আমাকে অনলাইনে দেখলেই নক দেয়া যাবে না
চূড়ান্ত আমার যখন কথা বলতে মন চাইবে কথা বলবো,কিছু শেয়ার করতে মন চাইলে করবো মন দিয়ে শুনবে। নিজের অপিনিয়ন দেয়া যাবে না।
অনলাইনে শাড়ি,হিজাব ,হাত ঘড়ি দেখে পছন্দ হলে তারে গিফট দিবো
রেস্টুরেন্টে হুট করে একা খেতে যেতে আনইজি লাগলে তারে ডাকবো দূরত্ব বজায় রেখে বসে কথা বলা যাবে না।
মাঝেমধ্যে সেলফি তুলে পোস্ট করবো
রাগ হলে আমি যা ইচ্ছা তাই বলি,ওটা মনে পুষে বসে থাকা যাবে না।
আমি না চাইলে বে"হা"য়ার মতো আমাকে নক দিতে হবে।
যখনই আমার কথা বলতে মন চাইবে সব ব্যস্ততা দূরে সরিয়ে আমাকে টাইম দিতে হবে। কিন্তু যখন আমি কথা বলতে চাইবো না ফ্রি বসে থাকলেও আমাকে বিরক্ত করতে পারবে না।
যখন আমার মনে হবে এখন আমার রাগ কমেছে সরি বলবার আগেই নিজে থেকে বুঝে নক দিতে হবে
এবং সবশেষে,আমাকে নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। চি'ট করা যাবে না।
আগ্রহীরা ইনবক্স 🙂