Gen Z of Mirsarai

Gen Z of Mirsarai মীরসরাইয়ের জেন জি 🔥
অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ ✊

16/06/2025

কট 😅
বনফুলের একটি মিষ্টির শোরুমের
পিছনের একটি রুমে কলেজ ফাঁকি দিয়ে শিক্ষার্থী তরুণ তরুণী প্রেমে লি'প্ত উশৃংখলভাবে।
এ সময় তাদেরকে আটক করে একই কলেজের শিক্ষার্থীরা

01/04/2025

মিরসরাই-বাসী ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে এগিয়ে আসুন ❌আছিয়া মারা গিয়েছে কিন্তু তার ধর্ষকের শাস্তি এখনো পর্যন্ত হয়নি
তাই মিরসরাইয়ের এই শিশুটির কিছু হওয়ার আগে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন সবাই। ✊

01/04/2025

মীরসরাই হঠাৎ অস্থিতিশীল হয়ে উঠেছে! খুন, মারামারি, ধর্ষণ বেড়ে গিয়েছে।

একটি সমাজ কখন ধ্বংস হয় জানেন?যখন অন্যায়কে মানুষ অন্যায় মনে করে না তখন। যখন পাপ করে মানুষ গর্ব করে তখন। তাদের কিন্তু ম...
15/02/2025

একটি সমাজ কখন ধ্বংস হয় জানেন?

যখন অন্যায়কে মানুষ অন্যায় মনে করে না তখন। যখন পাপ করে মানুষ গর্ব করে তখন। তাদের কিন্তু মুসলিম নাম, খোঁজ নিলে হয়তো দেখাও যাবে মা-বাবা নামাজী। কিন্তু সন্তান যে ইসলাম থেকেই বের হয়ে যাচ্ছে সেদিকে তার বা তার পরিবারের কারোরই খেয়াল নেই।
“তাদের রয়েছে অন্তর, তা দ্বারা তারা বুঝে না; তাদের রয়েছে চোখ, তা দ্বারা তারা দেখে না এবং তাদের রয়েছে কান, তা দ্বারা তারা শুনে না। তারা চতুষ্পদ জন্তুর মত; বরং তারা অধিক পথভ্রষ্ট। তারাই হচ্ছে গাফেল।” (সূরা আ'রাফ, আয়াত - ১৭৯)

কোনো হারামকে হালাল মনে করা কু’ফুরি। ঈমান ভঙ্গের একটি কারণ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে রোগীর স্বজনদের ক্ষোভ!চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতা...
08/02/2025

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে রোগীর স্বজনদের ক্ষোভ!

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা সেবার মান নিয়ে রোগীর স্বজনদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, রোগী ভর্তির পর চিকিৎসার সঠিক সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রিতা, ডাক্তারদের সাথে রোগীর স্বজনদের যোগাযোগের সীমাবদ্ধতা, এবং অতিরিক্ত রিপোর্ট করার চাপের কারণে রোগীর পরিবাররা চরম হয়রানির শিকার হচ্ছেন।

এক মাস ধরে ভর্তি, চিকিৎসার অগ্রগতি নেই!

এক রোগীর স্বজন জানান, তাঁর মা ২৫ নম্বর সার্জারি ওয়ার্ডে এক মাসেরও বেশি সময় ধরে ভর্তি আছেন। রোগীর ব্রেস্ট ইউএসজি (USG of Breast) করার পর গ্রেড ২ স্তরের ক্যান্সার ধরা পড়ে। এরপরও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত চিকিৎসা বা সার্জারির সিদ্ধান্ত জানানো হয়নি। প্রতিবার রিপোর্ট জমা দেওয়ার পর নতুন করে আরও পরীক্ষার পরামর্শ দেওয়া হচ্ছে।

"আমি এখন পর্যন্ত ৬০ হাজার টাকার রিপোর্ট করিয়েছি, কিন্তু চিকিৎসকরা শুধু বলছেন আরও রিপোর্ট দরকার। বড় ডাক্তারদের সাথে কথা বলার সুযোগও দেওয়া হয় না। জুনিয়র ডাক্তার এলে আমাদের বের করে দেওয়া হয়, আর রোগীরা তো সব কিছু খুলে বলতে পারে না।" – এমনটাই জানান রোগীর সন্তান।

ডাক্তারদের আচরণ ও রোগী সেবার অভাব

অভিযোগে আরও বলা হয়েছে, হাসপাতালে ভর্তি থাকার প্রথম দিকে কিছুটা যত্ন দেখানো হলেও কিছুদিন পর থেকে অবহেলা ও হয়রানি শুরু হয়। রোগী এবং স্বজনদের কোনো মতামত বা উদ্বেগ শুনতে চায় না কর্তব্যরত চিকিৎসকরা।

"আমাদের প্রশ্ন করলে তারা শুধু বলে রিপোর্ট আসুক, তারপর বলা হবে। এভাবে দিনের পর দিন চলে যাচ্ছে। কিন্তু রোগীর অবস্থা অপরিবর্তিত থেকে যাচ্ছে।"

প্রাইভেট হাসপাতালে যাওয়ার দ্বিধা

স্বজনরা জানিয়েছেন, যদি দ্রুত কোনো সিদ্ধান্ত না আসে, তাহলে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন। তবে অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে সেটি করা কঠিন।

"প্রাইভেট হাসপাতালে গেলে খরচ দ্বিগুণ হবে। কিন্তু চট্টগ্রাম মেডিকেলে থেকে এভাবে সময় নষ্ট করে কোনো লাভ দেখছি না।"

চিকিৎসা সেবার মান নিয়ে প্রশাসনের ভূমিকা কোথায়?

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল দক্ষিণ-পূর্বাঞ্চলের বৃহত্তম সরকারি হাসপাতাল হওয়া সত্ত্বেও এ ধরনের অভিযোগ নতুন নয়। রোগীর স্বজনদের দাবি, হাসপাতাল প্রশাসনকে দ্রুত এ ধরনের সমস্যার সমাধানে এগিয়ে আসা উচিত।

08/02/2025

আমরা ভালোবেসে বিয়ে করেছি আমাদের খোঁজাখুঁজি করে ডিস্টার্ব করবেন না! নিখোঁজ নাফিজা জান্নাত রাখি।

আগামী নির্বাচনে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে চুড়ান্ত মনোনীত হয়েছেন এড. সাইফুর রহ...
08/02/2025

আগামী নির্বাচনে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে চুড়ান্ত মনোনীত হয়েছেন এড. সাইফুর রহমান।

মিরসরাই উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যূরাল আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভে'ঙ্গে দিয়েছে বৈষম্য বিরোধী ছ...
06/02/2025

মিরসরাই উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যূরাল আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভে'ঙ্গে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র-জনতাসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কর্মীরা।

04/02/2025

ভিডিওটি ডারতের ভেবে ভুল করবেন না, এটা বাংলাদেশের ভিডিও।

স্থানঃ কান্দিরপার,কুমিল্লা (কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ মসজিদের সামনে)। শহরের মেইন রোডের মুখগুলো পিকআপ বসিয়ে, জোরে জোরে গান আর নাচ। এমনকি নামাজের সময়ও গান বন্ধ করা হয়নি।
সম্প্রীতি বজায় রাখার দায়িত্ব শুধুই মুসলিমদের তাইনা?

04/02/2025

২০১৯ সালে ঢাকা সাভারের ঘটনা।

পাত্রী : আমি এই বিয়েতে রাজি। আমার বিয়ে বন্ধ করবেননা।

ম্যাজিষ্ট্রেট : না। এ বয়সে বিয়ে নয়। বরং, তুমি প্রেম করবা। লাইলি-মজনু প্রেম করেছে। তুমিও করবা!

আজকের পিচ্চি প্রেমিকা সুবা’রা এমনি এমনি তৈরী হয়নি। রাষ্ট্রীয় উদ্যোগে তৈরী হয়েছে।

04/02/2025

মায়ের ক্যান্সার আর মেয়ে কিভাবে হাসছে!

নিজেদেরকে "অসাম্প্রদায়িক" প্রমাণ করার জন্যে ওরা একবার আসুক আমাদের কু’রব|নির ঈদে। দাঁড়িয়ে দেখুক, কিভাবে আমরা গরু কু’রব|নি...
03/02/2025

নিজেদেরকে "অসাম্প্রদায়িক" প্রমাণ করার জন্যে ওরা একবার আসুক আমাদের কু’রব|নির ঈদে। দাঁড়িয়ে দেখুক, কিভাবে আমরা গরু কু’রব|নি করি।
ওরা কি সেটা সহ্য করতে পারবে?

তাহলে শি’রকের মতো সবচেয়ে গর্হিত অপরাধ কী করে একজন মুসলমান সহ্য করবে?

"অসাম্প্রদায়িক" হওয়ার জন্যে যদি "তাওহিদ" এ ছাড় দিতে হয়, তবে ইসলামের আর বাকি থাকল কী?

– জাকারিয়া মাসুদ

Address

Mirsarai
4320

Alerts

Be the first to know and let us send you an email when Gen Z of Mirsarai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share