06/10/2024
ক্ষতি সব সময় তারই যে একটু বেশি ভালোবেসে ফেলেছে, যে একটু বেশি মানিয়ে নিল' যে একটু গুরুত্ব দিয়ে ফেলল,, এক ডাকে খুব তাড়াতাড়ি সাড়া দিয়ে ফেলল.!!
যে একটু মিষ্টি ব্যবহারে গলে গেল, যার রাগ ভাঙ্গিয়ে দেওয়ার দারুণ সহজ ব্যাপার, যে বারবার ক্ষমা করে দিল, যে সহজ সরল মনে আবারও বিশ্বাস করল, যে অপলক তাকিয়ে রইল তার মুখ পানে, যে পা বাড়িয়ে সামনে এগিয়ে যাওয়াটা শিখলো না, যে চুপচাপ অপেক্ষা করে রইল, যে দূর থেকে মঙ্গল কামনা করে রইল!
সেই মানুষটা যে মানুষটার জন্য তার সব কিছু এলোমেলো হয়ে গেছে, সত্যি ক্ষতি সব সময় তার যে হিসেব করে ভালবাসতে পারল না.!!