29/07/2025
নিজের দিক'টা বুঝিয়ে বলতে না পারার ব্যর্থতা খুব'ই নির্দয় ভাবে চিবিয়ে ধরে মানুষকে। এখানে চিৎকার করার সুযোগ নেই কারণ ব্যর্থতা'টা নিজের। তাই ব্যথা'টা সহ্য করে যেতে হয়।
ভেতর থেকে আমি কি অনুভব করছি; তা মুখ পর্যন্ত আনা'টা আমার জন্য ঘুমের মধ্যে বোবা ধরার পর চিৎকার দেয়ার চেষ্টা করা সমতুল্য। যা শত চেষ্টার পরেও সম্ভব হয়ে উঠেনা।
নিজের অবস্থান কাউকে বোঝাতে না পারার যন্ত্রণা ভাষায় প্রকাশ করা কষ্টসাধ্য।🥺