26/08/2025
ভূতের গল্প পার্ট 1
রাহুল একা বাড়িতে টিভি দেখছিল। হঠাৎ ব্যাটারির লাইট নেভার মতো হয়ে গেল। সে উঠল লাইট জ্বালাতে, কিন্তু যখন রান্নাঘরে গেল, দেখল মাটিতে কালি দিয়ে লেখা—“তুমি আমার দেখছ না?”
রাহুল পিছন ফিরল—কেউ নেই। হঠাৎ বাথরুমের দরজা নিজে থেকে খুলল, আর ভেতর থেকে কেমন হালকা ফিসফিস আওয়াজ হলো। সে দৌড়ে বাইরে বেরোতে চাইল, কিন্তু দরজার চাবি কাজ করল না। আর সে বুঝতে পারল, যে আজ রাতটা আর সে একা কাটাতে পারবে এরকম গল্প চাইলে আমাকে কমেন্ট করেন