Reza Real academy

Reza Real academy I am a digital marketer and also I know how to make a website with CMS (content management system). I know how to email marketing with klaviyo and MailChimp.

SEO local SEO map citation Facebook ad Shopify Squarespace are available.

09/08/2025

আমার মূল আইডি ফলো করুন

08/08/2025

ডিজিটাল মার্কেটিং

ডিজিটাল মার্কেটিং ওয়েব মার্কেটিং, ডিজিটাল মাকেটিং বা ইন্টারনেট মার্কেটিং এরকম বিভিন্ন নামে অভিহিত করা হয়। তবে যে নামেই ডাকা হক না কেন , এর মূল কিন্তু একই।

সাধারনভাবে ট্র্যাডিশনাল মার্কেটিং এ যেভাবে আমরা আমাদের পণ্য বা সেবার জন্য ভোক্তার দৃষ্টি আকর্ষন করি ঠিক একইভাবে ডিজিটাল তথ্য ওয়েব বা অনলাইনে আপনার পণ্যকে অনলাইন বা ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে পৌছানো সকল পদ্ধতিই ডিজিটাল মার্কেটিং।

অবশ্যই ট্র্যাডিশনাল মার্কেটিং এর কিছু কমন পদ্ধতি রয়েছে যেমন-বিজ্ঞাপন, ক্যাম্পেইন প্রভৃতি এখানে প্রয়োজন।

এককথায় ডিজিটাল মার্কেটিং হচ্ছে ইন্টারনেটের সাধ্যমে তথ প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে পণ্য বা সেবাসমূহকে গ্রাহক পর্যাযে পৌছায়ে দেয়া।

ডিজিটাল মার্কেটিং সেই সব ধরনের মার্কেটিং বা প্রচারের প্রচেষ্টা বা মাধ্যমকে বোঝায়, যেগুলো বিশেষভাবে কোনো ইলেকট্রনিক ডিভাইস বা ইন্টারনেট ব্যবহার করে সম্ভব।

অনলাইন বা ডিজিটাল মাধ্যমটি পরোপুরি ইলেকট্রনিক। তাই এর মার্কেটিং এ সবধরনের ইলেট্রনিক মিডিয়ার সুবিধা গ্রহন করা হয়ে থাকে।
সেই সাথে এতে ব্যবহৃত সকল প্রযুক্তি যেমন ই-মেইল, ম্যাসেজিং, ওয়েবসাইট ই-কর্মাস প্রভৃতির মাধ্যমে এখানে মার্কেটিং করা হয়ে থাকে।

(আল্লাহ হাফেজ)

08/08/2025

Search console

08/08/2025

আলহামদুলিল্লাহ
আজ জুম্মা মোবারক

07/08/2025

পুতুলনাচের ইতিকথা
মানিক বন্দ্যোপাধ্যায়

বাংলা সাহিত্যের জীবনক্ষয়ী কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়র তৃতীয় উপন্যাস ’পুতুলনাচের ইতিকথা’ (1936)

তিনি পদ্মানদরি মাঝি উপন্যাসের লেখক হিসেবে পরিচিত হলেও পুতুল নাচের ইতিকথা তার শ্রেষ্ঠ উপন্যাস।
বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে এ উপন্যাসের কাহিনী বিশ্লেষিত। তবুও ভাববাদের মোহমুক্ত হতে পারেনি লেখক।

তাই কুসুমের বাবা বলেছেন- সংসারের মানুষ চায় এক হয় আর ,চিরকাল এমনি দেখে আসছি ডাক্টার বাবু। পুতুল বই নই আমরা, একজন আলাড়ে বসে খেলাচ্ছে।
এই উপন্যাস মানিকের পল্লীজীবনে বিশ্লেষণ হয়েছে নিপুণ এবং বাস্তব। পল্লীকে নিয়ে যারা লিখে খ্যাতি অর্জন করেছেন মানিক তার মধ্যে অন্যতম।

মানিকের বণর্নায় পল্লীজীবনের ভাব ও মাধুর্য প্রধান হয়ে ওঠে নি। দারিদ্র্য লাঞ্ছিত সাধারণ মানুষের বাস্তব জটিল জীবন অপূর্ব শিল্পরুপ লাভ করেছে।
মানিকের এ উপন্যাসে ধরা পড়েছে নতুন চেতনা, নতুন আঙ্গিক। মানুষ তার নিজের ইচ্ছা শক্তির নিয়ামক- এই বিশ্বাস মানিক ভেঙ্গে দিয়েছে। এই উপন্যাসেই মানিকের স্ব্চ্ছ দৃষ্টিভঙ্গি শিল্পশৈলী এবং আগামী দিনের সম্ভাবনার ইঙ্গিতের পরিচয় পাওয়া যায়।

আধুনিককালে ইশ্বরে বিশ্বাস পযর্ন্ত নেই, কিন্তু মৃত্যু অনস্বীকার্য। তাই উপন্যানের শুরু হয়েছে মৃত্যু দিয়ে, মৃত্যু দিয়ে শুরু করে মানিক জীবনের কথা বলেছেন।

07/08/2025

Use of Google search console

সাঁতারকুল থেকে নেয়া ছবি পেছনে বনশ্রী দেখা যাচ্ছে
07/08/2025

সাঁতারকুল থেকে নেয়া ছবি পেছনে বনশ্রী দেখা যাচ্ছে

07/08/2025

Aeroplane flying overhead
#

07/08/2025

E-commerce website developer project

07/08/2025

Md Robel Hossain

07/08/2025

ছোট বেলার বিখ্যাত কবিতা
কাজলা দিদি
(যতীন্দ্রমোহন বাগচী)

বাঁশ-বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,
মাগো আমার গোলক-বলা কাজলা দিদি কই?

পুকুর ধারে লেবুর তলে,থোকায় থোকায় জোনাক জ্বলে,
ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই,

মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই?
সেদিন হতে কেন মা আর দিদিরে না ডাকো?
খাবার খেতে আসি যখন
দিদি বলে ডাকি তখন,

ও-ঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো?
বল্ মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে?
কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে!

দিদিরি মত ফাঁকি দিয়ে,
আমিও যদি লুকায় গিয়ে,
তুমি তখন একলা ঘরে কেমন করে রবে?
আমিও নাই-- দিদিও নাই কেমন মজা হবে!

ভূঁই- চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল,
মাড়াস্ নে মা পুকুর থেকে আনবি যখন জল।

ডালিম গাছে ফাঁকে ফাঁকে,
বুলবুলিটা লুকিয়ে থাকে,
উড়িয়ে তুমি দিও না মা ছিঁড়তে গিছে ফল,
দিদি যখন শুনবে এসে, বলবি কি মা বল্।

বাঁশ-বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,
এমন সময় মাগো আমার কাজলা দিদি কই?

লেবুর তলে পুকুর পাড়ে,
ঝিঁঝিঁ ডাকে ঝোপে ঝাড়ে,

ফুলে গন্ধে ঘুম আসে না একলা জেগে রই,---
রাত্রি হলো মাগো, আমার কাজলা দিদি কই?

06/08/2025

Squarespace website design again.
How to make a website with apparel with men and women. আজ আবারও স্কয়ার স্পেস দিয়ে ক্যাপারেল ওয়েবসাইট কিভাবে তৈরি করা হয় বা কিভাবে তৈরি করা যায় তা দেখানোর চেষ্টা করলাম। আশা করি বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন।

Address

Mohakhali
Sirajganj

Alerts

Be the first to know and let us send you an email when Reza Real academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Reza Real academy:

Share