Naughty sweety BILLU

Naughty sweety BILLU Naughty sweety BILLU is a Digital video creator page. we create videos for entertainment.

ইহাকে বলে ইস্তাইলিস ঘুম😁 #লিও              ゚
27/04/2025

ইহাকে বলে ইস্তাইলিস ঘুম😁
#লিও ゚

টাইটানিক জাহাজের মর্মান্তিক দুর্ঘটনার কথা প্রায় সবাই জানে, কিন্তু জেনি নামের একটি বিড়ালের গল্প খুব কম মানুষই শুনেছে, য...
24/04/2025

টাইটানিক জাহাজের মর্মান্তিক দুর্ঘটনার কথা প্রায় সবাই জানে, কিন্তু জেনি নামের একটি বিড়ালের গল্প খুব কম মানুষই শুনেছে, যে ছিল জাহাজটির স্থায়ী বাসিন্দা, এবং সম্ভবত একমাত্র প্রাণী যে ভবিষ্যতের অশুভ কিছু আগেই টের পেয়েছিল।
জেনি ছিল টাইটানিকের অফিশিয়াল মাউসার—অর্থাৎ জাহাজের ইঁদুর নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত। জাহাজটির যাত্রা শুরুর আগে ডকে থাকাকালীন সে অনেকগুলো ছানা প্রসব করেছিল, আর তাদের যত্ন নিতেন এক জাহাজকর্মী, জিম মালহল্যান্ড।
জিম রান্নাঘরের কাছে, জাহাজের বয়লার এলাকার জেনি ও তার বাচ্চাদের জন্য উষ্ণতার পাশে একটা আরামদায়ক বাসা বানিয়ে দিয়েছিলেন। তিনি নিজের কাজের বিরতির সময় জেনিকে রান্নাঘরের খাবারও দিতেন। এই ছোট ছোট মুহূর্তগুলোতে তাদের বন্ধুত্ব গড়ে উঠেছিল, যা ছিল জাহাজ প্রস্তুতির ব্যস্ততার মাঝেও একধরনের শান্তির আশ্রয়। কিন্তু তারপর একটা অদ্ভুত ঘটনা ঘটল।

জাহাজটি সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কে যাত্রা শুরু করার কয়েক দিন আগেই জেনির আচরণ বদলে গেল। সে উদ্বিগ্ন হয়ে পড়ে। একটা একটা করে নিজের ছানাগুলোকে ঘাড়ের পশমে কামড় দিয়ে তুলে নিতে শুরু করে... এবং একে একে সবাইকে জাহাজ থেকে নামিয়ে ডকের একটি নিরাপদ স্থানে নিয়ে যায়।
জিম চুপচাপ দাঁড়িয়ে দেখছিলেন। আর তখনই যেন তার মধ্যে কিছু একটা বাজল, "জেনি কিছু একটা জানে... যা আমরা জানি না। তার ভেতরের অনুভূতি হয়তো বা জেনির অনুভূতিকে বিশ্বাস করেছিল। জিম নিজের জিনিসপত্র গুছিয়ে চুপচাপ জাহাজ ছেড়ে চলে যান। জিমকে ছাড়াই টাইটানিক তার প্রথম যাত্রায় যাত্রীসহ রওনা দিল।

আমরা সবাই জানি এরপর কী ঘটেছিল।
দুর্ঘটনার অনেক বছর পর, বৃদ্ধ জিম এক সাংবাদিককে এই কাহিনি বলেছিলেন। নিজের জীবন বাঁচানোর জন্য তিনি জেনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেনির অন্তর্নিহিত, নীরব, এবং অটল সতর্কতা হয়তো ছিল একমাত্র পূর্বাভাস, যা কেউ বুঝতে না পারলেও জিম বুঝতে পেরেছিলেন।

20/09/2024

মাশায়াল্লাহ আমার ৪ টা লক্ষী বাচ্চা
শেরু, টুনটুন, গপু আর টুপলা।
টুনটুন আর টুপলাকে রেসকিউ করেছি। একদম ছোট্ট টুপলাটা একটু একটু করে বড় হয়ে যাচ্ছে মাশায়াল্লাহ।

Address

Mohammadpur
Mohammadpur
1207

Telephone

+8801892780098

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naughty sweety BILLU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share