HYper ShawoN

HYper ShawoN Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from HYper ShawoN, Digital creator, Mohammadpur, Mohammadpur.

20/09/2025

আজকের আপডেট⤵️⤵️

শবনম ফারিয়া আবারো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।
হানিয়া আমির বাংলাদেশে এসে বাংলা কথা ঠিক মত বলতে না পারা রাফসান the ছোট ভাই এর সাথে ফুচকা খেয়েছে।
আর আমি সারাদিন কি করেছি তা জানতে আমাকে ফলো করতে পারেন।

18/09/2025

👉 বাংলাদেশে “বংশের ইজ্জত” আর “মানুষ কী বলবে”–এর চাপে আমরা নিজের সুখ-শান্তি পর্যন্ত হারিয়ে ফেলি।
কিন্তু একদিন যখন বুঝবে, মৃত্যুর পর মানুষ কতো দ্রুত ভুলে যায়—তখন আর কারো মন জয়ের জন্য দৌড়ঝাঁপ করতে ইচ্ছে করবে না।

মৃত্যুর পর কেউ তোমার নামও নেয় না, শুধু বলে—
“লাশটা গোসল করাও, খাটিয়ায় তোল, কবর দাও।”
এরপর? জানাজা শেষে বিরিয়ানি ভাগাভাগি নিয়ে ঝগড়া, আর হাসাহাসি!

তাহলে কিসের জন্য এত ভান, এত দৌড়ঝাঁপ?
মানুষকে খুশি করার জন্য নয়—
👉 নিজের মনের শান্তি, ঘরের শান্তি আর ঈমানের জন্য বাঁচো।

বৃষ্টির সঙ্গে চায়ের একটা মধুর সম্পর্ক রয়েছে" — কথাটা কি সত্যি? 🤔​আমার জন্য তো ১০০% সত্যি! এক কাপ চা হাতে না থাকলে বৃষ্...
18/09/2025

বৃষ্টির সঙ্গে চায়ের একটা মধুর সম্পর্ক রয়েছে" — কথাটা কি সত্যি? 🤔
​আমার জন্য তো ১০০% সত্যি! এক কাপ চা হাতে না থাকলে বৃষ্টির দিনটাই বৃথা মনে হয়।
​আপনারা জানান, বৃষ্টির দিনে চায়ের সাথে আপনার আর কী চাই?
১. ভাজা পোড়া (যেমন: পিয়াজু, সিঙ্গারা) 🥟
২. খিচুড়ি 🍲
৩. প্রিয় মানুষ 👩‍❤️‍👨
৪. বই 📖
​আপনার পছন্দের নম্বরটি কমেন্ট করুন অথবা অন্য কিছু হলে সেটাও লিখুন! 👇

16/09/2025

সাইয়ারা দেখে শেষ করলাম। চোখের পানি আসে নি......
এখন আমি কি করাম ফেরেন্ড🤔

16/09/2025

Payment Method হিসেবে কক্সবাজার ব্যবহার করার সময় চলছে কিন্তু। বাজার আগুন।
কমলা সুন্দরি

কেউ একজন আমাকে জিজ্ঞেস করেছিলো,এই দুনিয়ায় কে আপন আর কে পর???আমি তাকে বলেছিলাম,  সময় ভাল হলে সবাই আপন, আর খারাপ হলে সবাই ...
03/09/2025

কেউ একজন আমাকে জিজ্ঞেস করেছিলো,
এই দুনিয়ায় কে আপন আর কে পর???
আমি তাকে বলেছিলাম, সময় ভাল হলে সবাই আপন, আর খারাপ হলে সবাই পর।
এটাই দুনিয়ার নিয়ম। তাই একমাত্র আল্লাহ ই আপন। তার জন্যেই দুনিয়ায় যা করা দরকার, তাই করুন। আমিন।

তুমি সেল্ফি তুলো পার্কেআর আমি তুলি সি.এন.জি. তে উইথ 🤨🤨🤨তাই তুমি এখনো ছেলে মানুষ আর আমি পুরুষ মানুষ🤚
26/08/2025

তুমি সেল্ফি তুলো পার্কে
আর আমি তুলি সি.এন.জি. তে উইথ 🤨🤨🤨
তাই তুমি এখনো ছেলে মানুষ আর আমি পুরুষ মানুষ🤚

আপনি সকালে ঘুম থেকে ওঠার পর থেকে এখন পর্যন্ত কয়টা ফোন কল রিসিভ করেছেন কয়টা মেসেজের রিপ্লাই দিয়েছেন কয়টা হোয়াটসঅ্যাপ...
26/08/2025

আপনি সকালে ঘুম থেকে ওঠার পর থেকে এখন পর্যন্ত কয়টা ফোন কল রিসিভ করেছেন কয়টা মেসেজের রিপ্লাই দিয়েছেন কয়টা হোয়াটসঅ্যাপে রিপ্লাই করেছেন, কতজন মানুষের সাথে ডিরেক্টলি-ইন্ডিরেক্টলি কথা বলেছেন, কয়টা টপিক নিয়ে ভেবেছেন, কতগুলো বিষয় নিয়ে আপনার মাথায় চিন্তা করেছেন??
যদি এই অবস্থায় উত্তর আমার কাছে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো: সকাল থেকে বেলা ১ টা পর্যন্ত মিনিমাম ৬০০ + হোয়াটসঅ্যাপ রিপ্লাই, ১০০ প্লাস ফোন কল, ২০০০+ চিন্তাভাবনা/টপিক, আমার ওপর দিয়ে অলরেডি চলে গেছে।
✅এই হচ্ছে আপনার লাইভ আর আমার লাইফ ✅
❌❌SO WE ARE NOT SAME ❌❌

নিজের যত্ন নাও❤️❌তুমি ছাড়া তোমার আর কেউ নেই❌নিজের রাজ্যের রাজা হও 👑অন্যের মনে কখনোই রাজা হওয়া যায় না❌
17/08/2025

নিজের যত্ন নাও❤️
❌তুমি ছাড়া তোমার আর কেউ নেই❌
নিজের রাজ্যের রাজা হও 👑
অন্যের মনে কখনোই রাজা হওয়া যায় না❌

01/08/2025

আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় থাকবে না।’ (শুআবুল ঈমান, হাদিস : ২৩৯৫)

আয়াতুল কুরসি (আরবি) :

اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

উচ্চারণ : আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কায়্যূম, লা তা’খুযুহু সিনাতুওঁ ওয়ালা নাউম। লাহু মা ফিস্ সামাওয়াতি ওয়ামা ফিল্ আরদি, মান জাল্লাজি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বি ইজিনহি। ইয়া’লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খলফাহুম, ওয়ালা ইউহিতুনা বিশাইয়িম্ মিন ইলিমহি ইল্লা বিমা শা-আ। ওয়াসিআ কুরসিয়্যুহুস্ সামাওয়াতি ওয়াল আরদা, ওয়ালা ইয়াঊদুহু হিফজুহুমা,ওয়াহুওয়াল আলিয়্যুল আজিম। (সুরা বাকারা, আয়াত : ২৫৫)

এ আয়াতটি পড়তে বেশি হলে এক মিনিট সময় লাগতে পারে। পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচ মিনিট। দৈনিক ২৪ ঘণ্টা সময় থেকে পাঁচ মিনিট সময় ব্যয় করলে এ মহাপুরস্কার লাভ করা সম্ভব।

21/07/2025

বিধ্বস্ত হওয়া বিমানটি ১৯৬৬ সালের চাইনিজ রেপ্লিকা। বিভিন্ন দেশ ২০-৩০ বছর আগে এগুলো ব্যবহার বন্ধ করেছে।
বাংলাদেশের সামরিক অবস্থাও ঠিক এতোটাই ভংঙ্গুর ,এই ভাঙ্গারি বিমানের মতোই!!
এতোদিন একদল অত্যাধুনিক সামরিক অবস্থার যে গাল-গল্প শোনানো হয়েছে সেগুলোযে কত বেশি ফেইক, সেটা এই দুর্ঘটনাই প্রমান!
এজন্যই চোর-বাটপার দুর্নীতিবাজগুলো নিজেদের সন্তানদেরও এই আন-সেইফ দেশে রাখেনা, পড়াশোনা করায় ভিন্ন দেশে!
যদি কোনোদিন এসব বাটপাররা নিজেদের সন্তান-পরিবার হারায়, এসব অব্যবস্থাপনায়! তখন হয়তো টনক নড়বে!
নতুবা, আম-জনতা মরলে কার কি যায় আসে? এসব মানুষের দাম আছে নাকি? মরলেই কি, বাঁচলেই বা কি?

21/07/2025

প্রশিক্ষণ বিমান! ওটা চালানোর জায়গা কি ঢাকার মতো একটা জনবহুল শহর ⁉️

এর উত্তর কে দিবে❓

Address

Mohammadpur
Mohammadpur
1207

Alerts

Be the first to know and let us send you an email when HYper ShawoN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share