HYper ShawoN

HYper ShawoN Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from HYper ShawoN, Digital creator, Mohammadpur, Mohammadpur.

04/06/2025

বোরকা পইরা, মুখে মাক্স লাগাইয়া, ফিল্টার মাইরা,হাতে ইয়া বড় বড় তসবি লাগায়া, ট্রেন্ডি গান দিয়ে টিকটক/ইন্সটা করা মাইয়ারা আজকাল নাকি ধার্মিক বউ🤣

29/05/2025

বন্ধুর সাথে যদি ব্যাবসা করেন। তাহলে বন্ধু আর টাকা দুইটাই হারাবেন।
99.99% এর ক্ষেত্রে এটা প্রযোজ্য
বাকি % টা লাকি ✔️

29/05/2025

যখনই ঘোষণা হল চু’রি করলে চাকরি ন’ট। এই ঘোষণার বি’রু'দ্ধে আন্দো’লনে নেমে তারা প্রমাণ করলো, আসলেই তারা চো’র।

28/05/2025

ছেলেরা তোমরা এই সুযোগে বিয়ে করে নিতে পারো সর্বকালের শ্রেষ্ঠ অফার বিয়ের জন্য
🤣🤣অনির্দিষ্টকালের জন্য দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা ❌❌

23/05/2025

আমি ভাবতেছি হাতে টাকা আসলে কিছু একটা করতে হবে
আর ওইদিকে টাকা মহাশয় ভাবতেছে, আমি কিছু একটা করলেই সে আসবে।
তাহলে কোন দিকে যাওয়া যায়??

খাইসলত বলে একটা জিনিস আছে যেটা আপনি কোন ভাবেই ঠিক করতে পারবেন না।।এ কথা টা কেন বললাম বলতেছি দাড়ান।।আমের সিজন আসছে, আমরা ...
23/05/2025

খাইসলত বলে একটা জিনিস আছে যেটা আপনি কোন ভাবেই ঠিক করতে পারবেন না।।
এ কথা টা কেন বললাম বলতেছি দাড়ান।।
আমের সিজন আসছে, আমরা যারা ঢাকা থাকি তারা আম কিনে খাই সাধারনত।।
গত কয়েক বছর ধরে দেখছিলাম আমাদের দেশের অনেক যুবক এ সময় অনলাইনে,আম এর বিজনেস করে ।।।
এদের কে নিয়ে অনেকে হাস্যরস করলেও আমি এগুলা কে সাভাবিক ভাবেই দেখেছি, ব্যবসা ই তো করছে।।
তবে এবার এদের নিয়ে চুড়ান্ত রকম বিরক্ত আমি।।।
ভাই আপ্নারা যারা অনলাইনে আম বিক্রি করেন, কোন এংগেলে কি আপনাদের আমাদের ভোদাই মনে হয়???
আচ্ছা ঘরের বাজার এর হুজুর এর কথা না হয় বাদ দিলাম, তার আম গাছের গোড়ায়, হয়তো সে সোনার পানি ঢালে তাই ১৫০ টাকা কেজি বেচে সে। আপনাদের আম ক্যাম্নে ১১০-১২০ টাকা করে হয়?? আপ্নারাও কি সোনার পানি ঢালা শুরু করছেন??
আমরা ঢাকা শহরে ভ্যান থেকে ৭০-৮০ করে খুচরা ১ কেজি আম কিনি। একটু কষ্ট করে আড়ত এ গেলে ক্যারেট ধরে যেটা ৬০ টাকা করে কেনা যায় । সেখানে আপ্নারা আমের এলাকার লোক হয়ে ২০-২৫ কেজির ক্যারেট এ আম ১২০ করে চান??
তাইলে যে ব্যাডায় আপনার এলাকা থেকে আম কিনে ট্রাক ভাড়া করে ঢাকা এনে গোডাউন ভাড়া দিয়ে, ভ্যান ওয়ালাদের কাছে লাভে বিক্রি করছে, ভ্যান ওয়ালা আবার আমাদের কাছে লাভে আম বিক্রি করছে এরা কি চোরাই আম বেচে???
এখন বলবেন না ভাই আমাদের আম প্রিমিয়াম, প্রিমিয়াম আম তোর ইয়ের ভেতর ভরে রাখ।।।
আমের আবার প্রিমিয়াম কি রে??
এক ই এলাকার একই মাটির, একই গাছের আম এ আবার প্রিমিয়াম সোদাও।।।
এরা মিষ্টি মধুর স্টাটাস, ভিডিও আর কথার জাদুতে আপনার আমার কষ্টের টাকা লুট করছে।।।।
যদি বেশি পরিমান আম কিনতে চান, তাহলে মিরপুর ১ নাম্বার, কারওয়ান বাজার অথবা আপ্নার বাসার আসেপাশের আড়ত এ যান।।
আর কম পরিমান কিনলে যে কোন ভ্যান থেকে দেখে কিনে ফেলুন।। এই অনলাইন লুটেরা দের থেকে দূরে থাকুন।।।

22/05/2025

❌দেশের মনে হয় হোগ**** মা***
সারা❌

বিজনেস ক্লাস Tesla 🫵🫨way to cox from dhaka
11/05/2025

বিজনেস ক্লাস Tesla 🫵🫨
way to cox from dhaka

“শুধু মা নয়, মূলত বাবার সংস্পর্শেই নির্ধারিত হয় শিশুর ক্যারিয়ার কেমন হবে..."আমাদের সমাজে আজও অনেকেই ভাবেন, সন্তানের মানস...
08/05/2025

“শুধু মা নয়, মূলত বাবার সংস্পর্শেই নির্ধারিত হয় শিশুর ক্যারিয়ার কেমন হবে..."

আমাদের সমাজে আজও অনেকেই ভাবেন, সন্তানের মানসিক বিকাশের দায় শুধু মায়ের।
কিন্তু আধুনিক গবেষণা বলছে—বাবার সক্রিয় অংশগ্রহণ, সময় দেওয়া, খেলার সঙ্গী হওয়া এবং আবেগী সংযোগ তৈরি করার বিষয়গুলোই সন্তানের বুদ্ধি, আত্মবিশ্বাস এবং সামাজিক আচরণে অধিক ভূমিকা রাখে।

হার্ভার্ড ইউনিভার্সিটি ও ইউনিসেফসহ একাধিক প্রতিষ্ঠানের রিসার্চে দেখা গেছে....
যেসব শিশু বাবার কাছ থেকে নিয়মিত সময়, আদর আর মনোযোগ পায়→
তারা অনেক বেশি আত্মবিশ্বাসী, যুক্তিবাদী এবং আবেগ নিয়ন্ত্রণে দক্ষ হয়ে ওঠে।

বিশেষ করে, শিশুর জীবনের প্রথম পাঁচ বছর সময়টায় বাবার সক্রিয় উপস্থিতি শিশুর ব্রেইনের নিউরাল কানেকশন গঠনে সাহায্য করে।
এই কানেকশনই ভবিষ্যতে শেখার দক্ষতা, সমস্যা সমাধানের ক্ষমতা আর সামাজিক সম্পর্ক গঠনের ভিত্তি তৈরি করে।

আরো মজার ব্যাপার হলো→
শুধু বাবার কণ্ঠস্বর শুনলেও শিশুর ব্রেইনে যে উত্তেজনা তৈরি হয়, তা মায়ের কণ্ঠের থেকেও ‍উত্তেজনামূলক (আনন্দদায়ক অর্থে) - যা তার কগনিটিভ গ্রোথে সহায়ক।

সুতরাং বলা যায় বাবা মানে শুধু আর্থিক নিরাপত্তা প্রদানকারী নয়, বাবা মানে
একটা ছোট জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা ❤️

12/04/2025

❌পুরুষ মানুষকে আপনি অপরূপ সৌন্দর্য, টাকা-পয়সা শারীরিক লালসা, এসবের কোন কিছু দিয়ে স্থায়ীভাবে আটকাতে পারবেন না❌
〽️পুরুষ শুধুমাত্র আটকায় মায়ায়, শিশুসুলভ পাগলামির মতো ভালোবাসায়, সম্মানে, আর মারাত্মক যত্নে।
বাণিতে HYper ShawoN

12/04/2025

একজন পুরুষ সে হতে পারে রিকসাচালক , চাকরিজীবি বা ধনী, তার স্ত্রীর কাছে সে একমাত্র একটি জিনিস ই চায়, - সম্মান। ঘরের বাইরে সে যে ই হোক, ঘরে এসে সে কতৃত্ব চায়, রাজার মতো করে থাকতে চায়। একজন পৌরষজাত পুরুষ সব মেনে নিবে, কিন্তু স্ত্রীর বেয়াদবী, গলা বড় করে কথা বলা, তর্ক করা কিংবা অসম্মান কোনদিন ই মন থেকে মেনে নিতে পারে না।

মহিলাদের আল্লাহ মায়া দিয়ে বানিয়েছেন সফট্ হয়ে মায়া ছড়ানোর জন্য। পুরুষকে শারীরিক শক্তি আর মানসিক দৃঢ়তা দিয়েছেন, পরিশ্রম করা আর মানসিক চাপ নিয়ে পরিবারের ভরন পোষন করার জন্য।

নারীরা অসহায় ধরে নিয়েই নারীবাদের নামে তাদের অধিকারের কথা বলা হয় কিন্তু একজন পুরুষের অধিকার কি? সে শারীরিক শত কষ্ট, মানসিক চাপ সহজে মেনে নিবে কিন্তু স্ত্রীর কাছ হতে অসম্মান নয়।

একজন বাবা যখন সন্তানদের শাসন করে, মায়ের উচিত তাকে সাপোর্ট করা। তা না করে, সন্তানদের সামনেই যখন স্বামীকে শাসায় বা সন্তানদের পক্ষে গিয়ে স্বামীকে সন্তানদের সামনে ছোট করে, তখন সে ভাবে, কেন ,কার জন্য কষ্ট করবো?

একজন ভাল স্ত্রী মানে অনুগত স্ত্রী, আত্ন সমর্পন করা স্ত্রী। যে সকল নারী উদ্যত , অহংকারী, তাদের সকল অহংকার ধুলোয় মিশে যায়, যখন তার যা ছিল , তা হারায়। স্বামী হারানোর পরে যখন সে বাস্তবতা টের পায়।

মুড সুইংসের অজুহাতে নারীদের খারাপ আচরণ মেনে নেওয়া বন্ধ করুন। অনেক সময় সমাজ থেকে এমন বার্তা আসে যে, নারীদের রাগ, রুক্ষতা, বা অসম্মানজনক আচরণ সহ্য করা উচিত, কারণ এটি তাদের "মুড খারাপ" বা "খারাপ সময়" কাটানোর ফল। কিন্তু বাস্তবতা হলো, এটি শৃঙ্খলার অভাব এবং অপরিপক্কতার প্রতিফলন।

একজন পরিণত এবং সুশৃঙ্খল মানুষ তার আবেগকে নিয়ন্ত্রণ করতে জানে। জীবনের চাপ, হতাশা, বা আবেগের ভার নারী-পুরুষ সবার জীবনেই আসে, কিন্তু তা অন্যের প্রতি রুক্ষ আচরণের অজুহাত হতে পারে না। যদি কেউ বারবার "মুড খারাপ" বলে রাগ ঝাড়ে, অসম্মান করে, কিংবা আপনাকে তার হতাশার শিকার বানায়, তবে বুঝতে হবে এটি তার গভীর সমস্যা।

এ ধরনের আচরণ শুধু সাময়িক বিষয় নয়, বরং অপরিপক্কতার লক্ষণ। এটি বোঝায় যে, সেই ব্যক্তি তার দায়িত্ব অন্যের ওপর চাপিয়ে দেয় এবং নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে অক্ষম।

আপনার দায়িত্ব হলো নিজের আত্মসম্মান রক্ষা করা। খারাপ আচরণ কখনোই গ্রহণযোগ্য নয়। সম্পর্ক পারস্পরিক সম্মান ও সমঝোতার জায়গা, যেখানে রাগ বা হতাশার ভার চাপিয়ে দেওয়া যায় না।

সমাধান কী হতে পারে?
১. পরিষ্কার করে সীমা নির্ধারণ করুন এবং তাকে জানান যে, এই ধরনের আচরণ মেনে নেওয়া সম্ভব নয়।
২. তাকে সময় দিন নিজেকে শুধরানোর। তবে যদি সে পরিবর্তন করতে না চায়, আপনাকে নিজেকে রক্ষা করতে হবে।

মনে রাখবেন, বারবার খারাপ আচরণ শুধু সম্পর্ক নয়, পুরো পরিবারকেও ধ্বংস করে। আজকের "মুড খারাপ" ভবিষ্যতের অন্তহীন ঝগড়া এবং মানসিক অশান্তি ডেকে আনতে পারে।

নিজের মানসিক শান্তি এবং জীবনের ভারসাম্য বজায় রাখা জরুরি। জীবন খুব ছোট, এটি এমন কারও সঙ্গে কাটান, যিনি আপনার সম্মান ও মানসিক শান্তিকে গুরুত্ব দেন। একজন দায়িত্বশীল নারী জানেন সম্পর্কের মূল ভিত্তি হলো পারস্পরিক সম্মান। খারাপ আচরণ মেনে নেওয়া মানে নিজের প্রতি অবিচার করা। তাই সচেতন হন, নিজের জন্য সেরা জীবন বেছে নিন।

12/04/2025

যে নিজে থেকে শোধরায় না তাকে তুমি হাজার'টা সুযোগ দিলেও সে কখনোই তোমার জন্য শোধরাবে না
বাণিতে: HYper ShawoN

Address

Mohammadpur
Mohammadpur
1207

Alerts

Be the first to know and let us send you an email when HYper ShawoN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share