
21/07/2025
(পিতা মাতার পরেই শিক্ষকের স্থান)
আমি মেহেরিন ম্যাম বলছি, শুনো বাচ্চারা,
আমি চলে যাচ্ছি। তোমরা বেঁচে থাক, প্রিয় শিক্ষার্থীরা। কমল শিশুদের মতো নিজের আলোয় সাত রঙে রাঙিয়ে দিও এই পৃথিবীকে। আমি তোমাদের জন্য রেখে গেলাম আমার জ্ঞান, আমার শিক্ষা, আমার বিশ্বাস—যাতে ভবিষ্যতে তোমরা আরেক প্রজন্মকে শিখিয়ে দিতে পারো, দায়িত্ব নেওয়া মানেই দায়িত্ব পালন করা। এই শিক্ষক আর নেই এই পৃথিবীতে, কিন্তু আমি বিশ্বাস করি, আমি রয়ে যাব তোমাদের ভেতরে—তোমাদের সততায়, সাহসে, সিদ্ধান্তে। কারণ শিক্ষা শুধু শ্রেণিকক্ষে শেষ হয় না, তা বেঁচে থাকে মনন ও মূল্যবোধে। ভুলে যেও না, আলো কখনও নিভে যায় না—শুধু হাত বদলায়।