Tikana

09/07/2025

Special Tea – স্পেশাল চা পাতা
আপনি জানেন কি? লাল চায়ে এমন কিছু উপাদান রয়েছে, যা শরীরে ক্লান্তি দূর করার পাশপাশি আপনার হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রসঙ্গত, লাল চায়ে (চিনি ছাড়া) থিয়োফিলাইন নামে একটি উপাদান থাকে। এটি শরীরকে সার্বিকবাবে চাঙ্গা করতে দারুন কাজে দেয়। এখানেই শেষ নয়। এই চায়ের আরও কিছু উপকারিতা আছে।

১. ক্যান্সার প্রতিরোধ করে: প্রতিদিন কয়েক কাপ লাল চা আপনাকে এই মারণ রোগের হাত থেকে বাঁচাতে পারে। আসলে এই পানীয়তে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট প্রপার্টিজ সহ এমন কিছু উপাদান, যা লাং, প্রস্টেট, কলোরেকটাল, ব্লাডার, ওরাল এবং ওভারিয়ান ক্যান্সারকে দূরে রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, লাল চা শরীরের যে কোনও অংশে ম্যালিগনেন্ট টিউমারের বৃদ্ধি আটকাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

২. রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে: নানাবিধ অসুস্থতার প্রকোপ থেকে বাঁচতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটা একান্ত প্রয়োজন। আর এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে লাল চা। এখানেই শেষ নয়, এই পানীয়তে টেনিস নামে একটি উপাদান রয়েছে, যা নানা ধরনের ক্ষতিকর ভাইরাসের হাত থেকে শরীরকে রক্ষা করে। ফলে সহজে কোনও রোগ ছুঁতে পারে না।

৩. মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করে: লাল চায়ে ক্যাফিনের পরিমাণ কম থাকায় এই পানীয়টি মস্তিষ্কে রক্তচলাচলের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে ব্রেনের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। সেই সঙ্গে স্ট্রেস কমে। প্রসঙ্গত, একটি গবেষণায় দেখা গেছে এক মাস টানা যদি লাল চা খাওয়া যায়, তাহলে পারকিনস রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক কমে যায়।

৪. ওজন হ্রাস করে: লাল চা হজম ক্ষমতার উন্নতি ঘটায়। ফলে শরীরে অতিরিক্ত মেদ জমার সুযোগই পায় না। তাই আপনি যদি ওজন কমাতে বদ্ধপরিকর হন, তাহলে আজ থেকেই খাওয়া শুরু করুন এই পানীয়।

৫. হার্ট চাঙ্গা হয়ে ওঠে: হার্টের স্বাস্থ্যের উন্নতিতে লাল চায়ের কোনও বিকল্প হয় না বললেই চলে। আসলে এই পানীয়তে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট প্রপাটিজ হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা একেবারে কমিয়ে দেয়। প্রসঙ্গত, স্ট্রোকের সম্ভাবনা কমাতেও লাল চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

৬. হাড়কে শক্তপোক্ত করে: লাল চায়ে উপস্থিত ফাইটোকেমিকালস হাড়কে শক্ত করে। ফলে আর্থ্রাইটিসের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে।

৭. হজম ক্ষমতার উন্নতি ঘটায়: প্রতিদিন লাল চা খেলে হজম ক্ষমতা ভাল হতে শুরু করে। আসলে এতে রয়েছে টেনিস নামে একটি উপাদান, যা হজম ক্ষমতার উন্নতি ঘটানোর পাশপাশি গ্য়াস্ট্রিক এবং নানা ধরনের ইন্টেস্টিনাল রোগ সরাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

৮. স্ট্রেস কমায়: লাল চায়ে রয়েছে অ্যামাইনো অ্যাসিড, যা স্ট্রেস কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই সঙ্গে মনকে চনমনে করে তুলতেও বিশেষ ভূমিকা নেয়।

শ্রীমঙ্গলের অরিজিনাল চা পাতা পেতে যোগাযোগ করুন
09/07/2025

শ্রীমঙ্গলের অরিজিনাল চা পাতা পেতে যোগাযোগ করুন

🍃✨ শ্রীমঙ্গলের স্বাদ এখন আপনার হাতে!🥇 Tikana Shop নিয়ে এসেছে বিখ্যাত Special Golden Tea —প্রাকৃতিক উপাদানে ভরপুর এক কাপ...
26/06/2025

🍃✨ শ্রীমঙ্গলের স্বাদ এখন আপনার হাতে!
🥇 Tikana Shop নিয়ে এসেছে বিখ্যাত Special Golden Tea —
প্রাকৃতিক উপাদানে ভরপুর এক কাপ স্বাস্থ্যকর তাজা চা! 🍵

💚 আরাম করুন, সতেজ থাকুন
💚 শুরু করুন দিনটিকে রিফ্রেশিং এক চুমুকে
💚 আপনার প্রতিদিনের শক্তি বৃদ্ধির জন্য দারুণ এক সঙ্গী

🌱 এক কাপ প্রেমের চা…
যা শরীর ও মনের ক্লান্তি দূর করে,
আনবে প্রশান্তি ও শক্তির এক নতুন জোয়ার!

📦 অর্ডার করতে ভিজিট করুন:
👉 www.tikana.net

📞 কল করুন: 01616700061

#স্বাস্থ্যকর_চা #বাংলারচা

23/06/2025

আস্থার আরেক নাম Tikana

নেত্রকোনার বিখ্যাত বাশপাতা/ফাইস্যা চ্যাপা (লবণ ছাড়া) শুটকি। বিদেশে রপ্তানিকৃত বাশপাতা চ্যাপা শুটকি। যুগ বদলায়, বদলায়না ঐ...
30/10/2024

নেত্রকোনার বিখ্যাত বাশপাতা/ফাইস্যা চ্যাপা (লবণ ছাড়া) শুটকি।

বিদেশে রপ্তানিকৃত বাশপাতা চ্যাপা শুটকি।

যুগ বদলায়, বদলায়না ঐতিহ্য, বদলায় কালচার, বদলায় খাদ্যাভ্যাস। কিন্তু ঐতিহ্য সহজে বদলায় না।

ভর্তা খাওয়ার জন্য সবচেয়ে ভালো ফাইস্যা মাছের চ্যাপা। স্বাদ ও ঘ্রাণের জন্য এই চ্যাপার কদর অনেক বেশি। পুঁটি মাছের চ্যাপার মতন ফাইস্যার চ্যাপা অনেক জনপ্রিয়।

🔵আমাদের ফাইস্যা চ্যাপার মাছগুলো মাংসাল ও পরিপুষ্ট। মাটির হাড়িতে অর্ধ গাঁজন প্রক্রিয়ায় তৈরি করা। এই চ্যাপা লবণ ছাড়া, ভেজা ও সুঘ্রাণযুক্ত।

➡মাছের পেটের ময়লা পরিষ্কার করা ও আঁশটে ছাড়া। এই চ্যাপা খেতে তিতা লাগবেনা। চ্যাপার মাছগুলো মোলায়েম থাকে।

👌এই চ্যাপার ভর্তা ও ভুনার স্বাদ অসাধারণ। একবার টেস্ট করলে আপনি নিজেই বুঝতে পারবেন কেন এই চ্যাপাই বেস্ট।

🚚মাটির হাড়িতে ভরে অর্ধ-গাঁজন করা পরিপূর্ণ চ্যাপা/সিদল সারাদেশে নিয়মিত হোম ডেলিভারি করছি।
🤝সাইজে, রঙে, ঘ্রাণে ও স্বাদে এই চ্যাপা বেস্ট। গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের চ্যাপা একবার খেলে আপনি আবার খেতে চাইবেন।

✅অনেক অঞ্চলে এই চ্যাপাকে ফাইস্যা সিদল/ হিদল নামে ডাকে। আমাদের ফাইস্যা সিদলের বিশেষত্ব হলো-

১. দেশি ফাইস্যা মাছের লবণ ছাড়া চ্যাপা;

২. মাটির হাঁড়িতে ভরে দীর্ঘদিন অর্ধ-গাঁজন করা;

৩. বাছাই করা ডাসা সাইজের (প্রতিটি চ্যাপা ৪.৫ ইঞ্চি থেকে ৬ ইঞ্চি লম্বা);

৪. চ্যাপার মাছগুলো মাংসল ও পরিপুষ্ট;

৫. অনুজ্জ্বল রঙ, ভেজা এবং মোলায়েম;

৬. অরিজিনাল চ্যাপার ঘ্রাণ ও স্বাদ;

৭. রান্নার সময় মশলার সাথে কাঁটা মিলিয়ে যায়;

৮. পর্যাপ্ত প্রোটিন, ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ;

৯. ভর্তা, ভুনা বা তরকারির জন্য বেস্ট চ্যাপা শুঁটকি।

👌আশা করি এই চ্যাপা খেয়ে চ্যাপা খাওয়ার পরিপূর্ণ স্বাদ-ঘ্রাণ ও তৃপ্তি পাবেন ইনশাআল্লাহ।

🚚ডাসা সাইজের আস্ত ফাইস্যা মাছের লবণ ছাড়া চ্যাপা অর্ডার করার ৪৮-৭২ ঘন্টার মধ্যে সারাদেশে পাবেন ক্যাশ অন হোম ডেলিভারি।

✅ফাইস্যা চ্যাপা মিনিমাম ২৫০ গ্রাম অর্ডার করতে পারবেন। লবণ ছাড়া তাই ওজনে হালকা বড় সাইজের এই চ্যাপা ২৫০ গ্রামে ২২-২৫ পিস হবে।

✅ফাইস্যা / বাশপাতা চ্যাপা– ২৫০গ্রাম ২৯০ টাকা, ৫০০গ্রাম ৫৮০ টাকা ও ১কেজি ১১৬০টাকা।

🚚হোম ডেলিভারি চার্জ ঢাকা সিটিতে ৬০ টাকা ও সারাদেশে ১২০ টাকা।

🔵শুঁটকি সংরক্ষণ করার নিয়ম-

চ্যাপা শুঁটকি বাটিতে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে। এতে শুঁটকি প্রায় বছরখানেক ভালো থাকবে। বাটিতে ভরে ফ্রিজে রাখলে চ্যাপার স্বাদ ও ঘ্রাণ অটুট থাকবে।

🚚অর্ডার করার ৪৮-৭২ ঘণ্টার মধ্যে পৌঁছে দেওয়া হবে আপনার ঠিকানায়।

👉অর্ডার করতে “Buy Now” বাটনে ক্লিক করুন।

📲যেকোনো প্রয়োজনে আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন অথবা ফোন করুনঃ 01996080153
(Mobile + WhatsApp: সকাল ৯:৩০ থেকে রাত ১০:৩০ পর্যন্ত)

✅শুঁটকির প্রয়োজনে পাশে আছি আমরা।

✅আমাদের পণ্য ও সেবা সম্পর্কে সম্মানিত ক্রেতাদের অভিজ্ঞতা ও মন্তব্য জানতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুনঃ https://tikana.net/step/baashpata-chapa



#চ্যাপা ゚

🎉 স্পেশাল ডিসকাউন্ট অফার 🎉সকল সার্ভিসের উপর 😱😱😱আপনাদের জন্য নিয়ে আসলাম ৩০ টির ও অধিক ভিডিও, সাথে থাকবে সকল প্রকার ডকুমেন...
20/09/2024

🎉 স্পেশাল ডিসকাউন্ট অফার 🎉
সকল সার্ভিসের উপর 😱😱😱
আপনাদের জন্য নিয়ে আসলাম ৩০ টির ও অধিক ভিডিও, সাথে থাকবে সকল প্রকার ডকুমেন্ট এবং সেরা ভিসা এক্সপার্টদের সমন্বয়ে - "এয়ার টিকেটিং এবং ভিসা প্রসেসিং কোর্স" এর উপর বিশাল ডিসকাউন্ট অফার।

✨ সকল দেশের ভিসা প্রসেসিং করতে পারবেন! ✨
📍 ঠিকানা: 🏠 মনিপুরপাড়া, ফার্মগেট,ঢাকা।
📞 কল করুন: 01996080153

🎉 স্পেশাল ডিসকাউন্ট অফারটি মিস করবেন না!🎉
✨ আজই অর্ডার করুন! 💅
বিস্তারিত জানতে বাহ অর্ডার করতে...
https://punyait.tikana.net/step/air-ticketing-and-visa-processing-course/

❤ধন্যবাদ ❤

🎉স্পেশাল ডিসকাউন্ট অফার 🎉 সকল সার্ভিসের উপর 😱😱😱ট্রাভেল এজেন্সি ব্যবসায়ী ভিসা এক্সপার্ট হিসেবে ক্যারিয়ার গড়তে চান?তাহলে আ...
19/09/2024

🎉স্পেশাল ডিসকাউন্ট অফার 🎉 সকল সার্ভিসের উপর 😱😱😱

ট্রাভেল এজেন্সি ব্যবসায়ী ভিসা এক্সপার্ট হিসেবে ক্যারিয়ার গড়তে চান?

তাহলে আপনার জন্যই আমাদের এয়ার টিকেটিং এবং ভিসা প্রসেসিং কোর্স 💥

🎈এই কোর্সটি সম্পন্ন করার পর যা যা করতে পারবেন।

👌 কোর্সটি করে আপনি একজন ভিসা এক্সপার্ট হিসেবে ক্যারিয়ার গড়তে পারবেন।
👌 একজন উদ্যোক্তা হিসেবে ঝুঁকি নেয়ার সক্ষমতা হবে। সর্বোপরি একজন উদ্যোক্তা হিসেবে নিজের ব্যবসা পরিচালনা করতে পারবেন।
👌একজন অভিজ্ঞ কনসালটেন্ট হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে পারবেন।
👌 নিজের ভিসা সংক্রান্ত কার্যক্রম নিজেই করতে পারবেন।
👌 অন্য কোন প্রতিষ্ঠানের মাধ্যমেও যদি নিজের বা পরিবারের কোন কাজ করাতে চান। তবে নিশ্চিত কেউ আপনাকে ঠকাতে পারবে না, পারবে না কোন প্রতারণা করতে।
👌 অল্প পুঁজিতে এমনকি কোন রকম পুঁজি ছাড়াই এই ব্যবসা শুরু করতে পারবেন।
👌ছাত্রাবস্থায় ও আপনি ভালো আয়ের সুযোগ পাবেন।
👌 চাকুরী না পাবার হতাশা থেকে মুক্তি পাবেন
👌 সমাজে নিজের অবস্থানকে শক্তিশালী করতে পারবেন
👌অন্য ব্যবসার সাথে/ পার্টটাইম / অপশনাল হিসেবে কাজ করে ও হ্যান্ডসাম মানি আয় করা সম্ভব।

✅এই সবগুলা সমস্যার সমাধানে প্রপার গাইডলাইন হিসেবে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম ৩০ টির ও অধিক ভিডিও এবং সেরা ভিসা এক্সপার্টদের সমন্বয়ে - "ভিসা এক্সপার্ট" কোর্স ।

🎉 স্পেশাল ডিসকাউন্ট অফারটি মিস করবেন না!🎉
✨ আজই বুকিং করুন! 💅

বিস্তারিত জানতে বাহ অর্ডার করতে...

কল করুনঃ
☎ 01996080153

অথবা বিজিট করুন নিচের লিংকেঃ

https://punyait.tikana.net/step/air-ticketing-and-visa-processing-course/

❤ধন্যবাদ ❤





বাংলাদেশের সেরা অনলাইন মুদির দোকান। স্থানীয় দোকানে আপনি যা চান তা আমরা আপনার দরজায় পৌঁছে দিই!Tikana Shopঅর্ডার করুন 01...
25/08/2024

বাংলাদেশের সেরা অনলাইন মুদির দোকান। স্থানীয় দোকানে আপনি যা চান তা আমরা আপনার দরজায় পৌঁছে দিই!
Tikana Shop
অর্ডার করুন
01996-080153, 01728-802075
Order Via Website:
https://tikana.net/

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Tikana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tikana:

Share