
03/06/2025
যারা ২০ টাকার নোটে মন্দির আছে বলে খুব কষ্ট পাচ্ছেন তাদের কাছে জিজ্ঞাসা যে, ভাই এইটা কি ইসলামি রাষ্ট্র? খেলাফত ব্যবস্থা চলতেছে? এই দেশের মালিক মুসলিম যেমন, ঠিক তেমনই হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান সহ নানান নৃগোষ্ঠীরা।
টাকার নোটে মসজিদ থাকায় বাহবা দিলে মন্দিরটাও মেনে নেন। মন্দিরের ছবিতে ইসলামের কিছুই হয়নি। এটায় ইসলাম গেল ইসলাম গেল ভাব আইনেন না। ধর্মীয় জ্ঞানের চেয়ে ধর্মীয় আবেগ বেশি হইলে সমস্যা।