22/08/2025
সম্মানিত একজন উস্তায সবসময় বলেন, নিষিদ্ধ জিনিসগুলো নিয়ে কখনও হাসবা না। এমনভাবে থাকবা যেনো, বন্ধুরা তোমার সামনে নিষিদ্ধ জিনিস উচ্চারণ করতেও ভয় পায় কিংবা সবাই মিলে হাসাহাসি করার সময় যদি তুমি সেখানে উপস্থিত হও, তবে বিব্রত হয়ে চুপ করে যায়।
সমকামিতা এমন এক জিনিস, যিনার চেয়েও মারাত্মক। ব্যাপারটা শুধু এমন নয় যে, ওরা কেবল সমলিঙ্গের প্রতি আকর্ষণ বোধ করছে। বরং এজন্য ওরা খু@-ন পর্যন্ত করে ফেলে, কিন্তু সেজে থাকে ভিক্টিম।
এই যে, মেয়েলী টাইপ পুরুষ দেখলে লোকে হিজল্যা বলে মজা নেয়, হাসে আর হাসতে হাসতেই এগুলো সমাজে নর্মালাইজ হয়। এই ধরণের শব্দগুলো উচ্চারণ করবা না আর যদি করতেই হয়, তখন চোখেমুখে ক্রোধ এনে কাঠিন্যতার সাথে বলবা, হেসে হেসে নয়।
Cltd