অতঃপর মৃত্যু

অতঃপর মৃত্যু "গ্রামের প্রকৃতি, মানুষ আর জীবনের সরলতা – Village Vibes এ আপনাকে স্বাগত!"
Experience the beauty and simplicity of rural life – only on Village Vibes."
(2)

22/08/2025

সম্মানিত একজন উস্তায সবসময় বলেন, নিষিদ্ধ জিনিসগুলো নিয়ে কখনও হাসবা না। এমনভাবে থাকবা যেনো, বন্ধুরা তোমার সামনে নিষিদ্ধ জিনিস উচ্চারণ করতেও ভয় পায় কিংবা সবাই মিলে হাসাহাসি করার সময় যদি তুমি সেখানে উপস্থিত হও, তবে বিব্রত হয়ে চুপ করে যায়।

সমকামিতা এমন এক জিনিস, যিনার চেয়েও মারাত্মক। ব্যাপারটা শুধু এমন নয় যে, ওরা কেবল সমলিঙ্গের প্রতি আকর্ষণ বোধ করছে। বরং এজন্য ওরা খু@-ন পর্যন্ত করে ফেলে, কিন্তু সেজে থাকে ভিক্টিম।

এই যে, মেয়েলী টাইপ পুরুষ দেখলে লোকে হিজল্যা বলে মজা নেয়, হাসে আর হাসতে হাসতেই এগুলো সমাজে নর্মালাইজ হয়। এই ধরণের শব্দগুলো উচ্চারণ করবা না আর যদি করতেই হয়, তখন চোখেমুখে ক্রোধ এনে কাঠিন্যতার সাথে বলবা, হেসে হেসে নয়।

Cltd

22/08/2025

এইতো আর অল্প কিছু পথ বাকী,

"অতঃপর মৃত্যু "

19/07/2025

অতীতে কিছু মুসলিম প্রজন্ম পার হয়েছে, যারা বিজয় ছাড়া আর কিছু দেখতো না, ভাবতো না।
মুসলমানদের এখন এমন কিছু প্রজন্ম পার হচ্ছে, যারা পরাজয় আর পরাজয় ছাড়া কিছু দেখেও না, ভাবেও না।

দুই সময়ের মধ্যে আপনি একটি মাত্র পার্থক্য খুঁজে পাবেন, আর তা হল—
বিজয়ী প্রজন্ম মুহাম্মদ সা: ছাড়া আর কাউকে চিনত না, বুঝত না।
মুহাম্মদ সা: ছিলেন তাদের কাছে গ্রহণ ও বর্জনের একমাত্র মানদণ্ড ও নীতিমালা।

পরাজিত প্রজন্ম পশ্চিমাদের ছাড়া আর কাউকে চিনে না, বুঝে না।
পশ্চিমারাই তাদের একমাত্র মানদণ্ড।
এমনকি মুসলমানদের পরাজিত প্রজন্ম মহান স্রষ্টার দ্বীনও পশ্চিমাদের কথায় গ্রহণ ও বর্জন করে।

আর এই জায়গাতেই পশ্চিমারা সফল।
তারা আমাদের অন্তর থেকে মুহাম্মদ ﷺ-এর ভালোবাসা মুছে দিয়ে জিতে গেছে।

এটাই আমাদের প্রকৃত পরাজয়।
এটাই সেই চরম বিপদ, যা চোখে দেখা যায় না, কিন্তু হৃদয় ছিন্নভিন্ন করে দেয়।

ফিরে যেতে হবে—
যে পথে ছিল সাহাবিদের বিজয়, তাবেঈনের ঈমান,
যে পথে মুহাম্মদ ﷺ ছিলেন সর্বোচ্চ নেতা,
যে পথে আবার গড়ে উঠবে এক বিজয়ী প্রজন্ম—
যারা বলবে:
“আমার আদর্শ মুহাম্মদ ﷺ—তাঁর কথাই শেষ কথা।”

মাওলানা আব্দুল মজীদ

17/07/2025

দ্বীন আসলে এক টুকরো কাপড়ের মতো—
গুনাহের ক্ষত ছিঁড়ে ফেলতে পারে সেই কাপড়ের অংশটুকু,
কিন্তু ইস্তিগফার আর তওবার সুতো দিয়ে আবার তা সেলাই করা যায়।মুমিনের ঈমান আর আমলের কাপড় মাঝেমধ্যে ঢিলা হবে, ছিঁড়েও যাবে,
কিন্তু রাসূল ﷺ শিখিয়েছেন—ইস্তিগফার, তওবা আর ফিরে আসা—এটাই নতুন করে সেলাই করার উপায়।

গুনাহ দ্বীনদারীর কাপড় ছিঁড়ে দেয়,
আর ইস্তিগফার সেই ছেঁড়া অংশকে সেলাই করে নতুন করে পরার যোগ্য করে।

কুরআনে মহান আল্লাহ বারবার বলেছেন,

“হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ! আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন।”
(সূরা যুমার, ৩৯:৫৩)

Cltd

06/07/2025

দুনিয়ার ইমারত নির্মাণে যারা ব্যস্ত, তারা হয়তো কংক্রিট আর ইটের কারিগর।
তাদের হাতের স্পর্শে দালান দাঁড়ায়, অট্টালিকা গড়ে ওঠে, নগরী চেনা যায় নতুন রূপে।
কিন্তু এই দালান ভেঙে যাবে, অট্টালিকার সৌন্দর্য একদিন ধুলিসাৎ হবে—
সবই থাকবে এই দুনিয়ার মাটির বুকে, মাটির নিয়মেই ক্ষয় হবে।

কিন্তু যারা উম্মতের হৃদয় গড়ে, চরিত্র গড়ে, ঈমান জাগিয়ে তোলে,
যারা তাওহিদের বার্তা মানুষের হৃদয়ে বুনে দেয়,
যারা অন্ধকারে আলো জ্বালিয়ে দেয়—
তাদের নির্মাণ অমর, তাদের দাওয়াতই ভবিষ্যৎ প্রজন্মের নাজাতের সোপান।

এই দাওয়াতের কারিগররাই আল্লাহর মনোনীত দা’ঈ।
যারা দুনিয়া নয়, আখিরাত গড়ার জন্য নিজেদের জীবন উজাড় করে দেয়—
তারাই সত্যিকারের সফল মানুষ।

— মুফতি যুবায়ের আহমাদ

27/06/2025

"কা'বা''❤️
নতুন গিলাফে সাজছে কাবা

27/06/2025

اَسْتَغْفِرُ اللّٰهَ وَاَتُوْبُ اِلَيْهِ

আমি আল্লাহ্‌র কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তাঁর নিকটই তাওবা করছি।

"আস্তাগফিরুল্লাহ ওয়া আতূবু ইলাইহি"

প্রতিদিন ১০০বার।

25/06/2025

বিশ্বাস করুন, সময় এখনই!
আপনি জানেন না, আগামীকাল আপনার রূহ এই দেহের ভেতর থাকবে কিনা! তাই দেরি না করে শয়তানকে পরাজিত করুন, কুরআন পড়ুন, নামাজ পড়ুন, অহেতুক স্ক্রলিং বন্ধ করুন, এবং নেক আমলের পথে দৃঢ় হন!

বই: রাইটিং থেরাপি
🖋️শারিন সফি অদ্রিতা
প্রকাশনায়: ইফফাহ পাবলিকেশন্স

21/06/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! MD Kamal Kamal, Sohag Mia

17/06/2025

اَللّٰهُمَّ اِنِّيْٓ اَسْاَلُكَ عِلْمًا نَّافِعًا، وَرِزْقًا طَيِّبًا، وَعَمَلًا مُّتَقَبَّلًا

হে আল্লাহ! আমি আপনার নিকট উপকারী জ্ঞান, পবিত্র রিযিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করি।

তুম সাবলোক ওহাসে দুর হোযাও 👀
15/06/2025

তুম সাবলোক ওহাসে দুর হোযাও 👀

14/06/2025

ভালো কিছু দেখলে মন যেমন হালকা হয়ে যায়, ঠিক তেমন অনুভূতি!
দেখুন আর চক্ষু শীতল করুন

Address

Mohanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when অতঃপর মৃত্যু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category