Sopno choya

Sopno choya I am a simple girl living my own dreams.
(1)

মানুষ কতটা অমা*নুষ হলে এই কাজ করতে পারে...?আজ ঈদগাঁও মডেল হাসপাতালে একজন মহিলা ছোট একটি বাচ্চা নিয়ে হাজির। মহিলার বাড়ি খ...
25/09/2025

মানুষ কতটা অমা*নুষ হলে এই কাজ করতে পারে...?
আজ ঈদগাঁও মডেল হাসপাতালে একজন মহিলা ছোট একটি বাচ্চা নিয়ে হাজির। মহিলার বাড়ি খুটাখালি, বাড়ির পাশে জ*ঙ্গলে ময়লা ফেলতে গিয়ে পলি*থিনে মুড়ানো এক বাচ্চাকে দেখতে পাই, এবং ঐ পলি*থিনের মধ্যে বাচ্চাটি নড়াচড়া করছে, মহিলাটি পলি*থিন খুলে দেখে একটি ছোট্ট বাচ্চা, যার হাতে পায়ে এবং শরীরে অনেজ কা*টা দা*গ।
মহিলাটি সাথে সাথে বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে আসে।

মানুষ নামের এই ন*রপ*শু গুলো কত টা জা*লেম হলে ছোট বাচ্চাটি ফেলে দেয়। তার মাঝে বাচ্চা টি কে কিভাবে আঘাত করা চি'হ্ন পট পাওয়া যায় বুকে, মাথায় ,পায়ে পু'রো শরীর জুড়ে 😭😭😭
সংগ্রহীত,

নিজের স্ত্রী কে সম্মান করুন একটু যত্ন নিন দেখবেন আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না.. নারী শক্তি শ্রেষ্ট তাদের আনন্দে পুরু...
25/09/2025

নিজের স্ত্রী কে সম্মান করুন একটু যত্ন নিন দেখবেন আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না.. নারী শক্তি শ্রেষ্ট তাদের আনন্দে পুরুষের ভাগ্য বৃদ্ধি হয়..❤️❤️❤️
এই বিষয় টা শুধু মাত্র বোকা পুরুষেরাই বুঝে না 💔

25/09/2025
জীবনের প্রথমবার কেউ এত যত্ন ❤️করে আমার nails কেটে দিচ্ছেন.বলেন তো কি হচ্ছে?
25/09/2025

জীবনের প্রথমবার কেউ এত যত্ন ❤️করে আমার nails কেটে দিচ্ছেন.
বলেন তো কি হচ্ছে?

যত বয়স হবে, ততই বুঝতে শিখবে।। ✅
24/09/2025

যত বয়স হবে,
ততই বুঝতে শিখবে।। ✅

24/09/2025

কাউকে অভ্যাস বানাতে নেই,
কথা বলা বন্ধ করে দিলে দম বন্ধ হয়ে আসে।।🖤🥺

23/09/2025

অভিমানী স্ত্রীর অভিমান ভাঙাবেন যেভাবে 😊❤️

🌸 নারীর মন এক রহস্যময় জগত। বিশেষ করে স্ত্রী যদি হন একটু অভিমানী প্রকৃতির, তাহলে তো কথাই নেই। তিনি হয়তো ছোটখাটো ব্যাপারেও কষ্ট পেয়ে মুখ গোমড়া করে বসে থাকেন। তবে এ অভিমান মানে কিন্তু ভালোবাসারই রূপ। তাই অভিমান ভাঙাতে চাই ভালোবাসা, সহানুভূতি আর একটু কৌশল। 😌💑

💡 স্ত্রীর অভিমান ভাঙানোর কৌশল
📞 আগে ফোন দিন, না পেলে মেসেজ পাঠান:
যদি স্ত্রী দূরে থাকেন বা কথা বলতে না চান, তাহলে প্রথমে একটি সুন্দর ও আন্তরিক মেসেজ পাঠান। ভালোবাসায় ভরা কিছু কথা অনেক সময় যাদুর মতো কাজ করে।

🌹 সরি বলুন, ইগো নয়:
সরি বলা মানে ছোট হয়ে যাওয়া নয়, বরং বড় হৃদয়ের পরিচয়। ভুলটা আপনার না হলেও যদি স্ত্রী কষ্ট পেয়ে থাকেন, একটা আন্তরিক "সরি" অনেক অভিমান গলিয়ে দিতে পারে।

🍫 পছন্দের খাবার বা উপহার দিন:
ছোট্ট একটা চকোলেট, একটা গোলাপ, বা পছন্দের ড্রেস—এসবেই নারীর মন গলে যায়। সে অনুভব করে, আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন।

🎶 পুরনো মিষ্টি স্মৃতি মনে করিয়ে দিন:
আপনারা একসাথে কাটানো কোনো সুন্দর মুহূর্ত বা প্রথম দেখা হওয়ার গল্পটা মজা করে মনে করিয়ে দিন। মন বদলাতে বাধ্য!

🫂 জড়িয়ে ধরুন আর চোখে চোখ রেখে বলুন ভালোবাসি:
নীরব অভিমানের সবচেয়ে ভালো ওষুধ হতে পারে একটুখানি আদর। বলুন, "তোমার ছাড়া আমার দিন চলে না।"

🎨 সৃজনশীল হন:
হয়তো একটি ছোট্ট চিরকুটে "তোমার অভিমান মানে আমার ভালোবাসার পরীক্ষা" লিখে বালিশের নিচে রেখে দিন। অথবা একটা মজার ভিডিও বানিয়ে পাঠান।

😄 ধৈর্য ধরুন:
অভিমানী স্ত্রীরা হয়তো কিছু সময় নেন, তাই আপনি যেন রেগে না যান বা খোঁচা না দেন। সময় দিন, পাশে থাকুন।

❤️
স্ত্রীর অভিমান মানেই ভালোবাসার স্পন্দন। অভিমান ভাঙানোর মাধ্যমে সম্পর্ক হয় আরও গভীর ও মজবুত। তাই রাগ নয়, কৌশল আর ভালোবাসা দিয়েই জয় করুন তার হৃদয়। মনে রাখবেন—একটা হাসি, একটা আলতো ছোঁয়া, আর একটা "আমি আছি তোমার জন্য"—এই তিনটাই যথেষ্ট এক অভিমানী স্ত্রীর মন জয় করতে। 🌺💖

“ভালোবাসা মানেই কখনো অভিমান, আবার কখনো মিষ্টি করে ভাঙানো।” 😍✨
Collected
# #পরিবার #স্বামীস্ত্রী #সুখেরসংসার #সুখীপরিবার #জীবন #জীবনেরস্বাদ #জীবনযাপন #লাইফস্টাইল #জীবনভাবনা

23/09/2025
23/09/2025
22/09/2025

Address

Moheshpur
67890

Telephone

+8801614824874

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sopno choya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sopno choya:

Share