
19/04/2024
আমাদের এবারের ভ্রমণগল্পের শুরু হয় কেরালা থেকে আর শেষ হয় কাশ্মীরে। দেশের বাইরে জীবনে প্রথমবারের মত ঈদ উদযাপনের অভিজ্ঞতা, সেই সাথে ভালো খারাপ হাজারো স্মৃতি নিয়ে শেষ হল এ বছরের প্রথম ঘুরাঘুররি। আশা করি সবাই আমাদের গল্প উপভোগ করবেন। আজকে অল্প কিছু মুহূর্তের ভিডিও আপলোড দিলাম ইউটিউবে। ধীরে ধীরে পুরো গল্প আসবে। সবাইকে দেখার আমন্ত্রন রইল ❤️❤️❤️ ভিডিও লিংক প্রথম কমেন্টে।