
19/07/2025
শুভরাত্রির কবিতা (জামাল ভাইয়ের জন্য)
রাতের গভীরতা যখন বাড়ে,
তারাগুলো ফোটে আকাশের পারে।
জামাল ভাই, এবার ঘুমানোর পালা,
সকালের ফজর নামাজে উঠার তাড়া।
শান্তি নেমে আসুক জামাল ভাইয়ের চোখে,
স্বপ্ন আসুক নীরবে, সুখে।
ক্লান্তিরা সব যাক দূরে চলে,
নতুন দিনের আলো উঠুক ভোরে।
মন ভরে উঠুক আল্লাহর ধ্যানে,
ঘুম হোক আপনার শান্তি ভরা।
শুভরাত্রি, ভালো থাকুন জামাল ভাই কালকে,
ফজরের নামাজ হোক আপনার সার্থক।