Tinni fashion house

Tinni fashion house Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tinni fashion house, Khulna, Mongla.

30/12/2024

রোমান্টিক বুড়ো 😜 বর
৯ম পর্ব
Mitu jahan Mitu
,
,
আমি: দেখুন আমার মনে হয় আপনি আজ আপনার মধ্যে নেই,
তাই এসব বলছেন
চলুন আপনাকে খেতে দি
(এই বলে আমি যেই যেতে চাইলাম উনি আমার হাত চে*পে ধরলেন।)
,
আমি:কি করছেন কি ছাড়ুন আমাকে।
,
পারভেজ: প্লিজ তুলি আমি বাবা হতে চাই ,
,
আমি: পা*গল হয়ে গেছেন আপনি ,কি সব বলছেন।
,
পারভেজ:হে আমি পা*গল হয়ে গেছি,
প্লিজ তুলি ,
(এই বলে উনি আমাকে আরো জোরে চে*পে ধরলেন উনার বাহু দিয়ে)
,
আমি:কি করছেন টা কি, আমি ব্যথা পাচ্ছি তো।
(কিন্তু উনি আমার কোনো কথা বা বাঁধা মানছেন না ,
আরো কাছে আসছেন ,
তাই আমি উনাকে ধা*ক্কা দিয়ে ফে*লে দিয়ে----
আমি: দেখুন আপনি বলেছেন আমার ইচ্ছা ছাড়া কখনও আপনি আমার উপর কোনো প্রকার জোরা*জোরি করবেন না,
তাহলে , এখন কেনো এমন করছেন।
,
পারভেজ:হে বলেছি কিন্তূ তোমার কিসের এতো অ*হংকার,
আর আমি কোন দিক দিয়ে তোমাকে কম দিচ্ছি বলো,
আর যদি বলো আমার বয়স বেশি,
তাহলে বিয়ে কেনো করেছো ।
,
আমি: দেখুন আমি তা বলতে চাইনি
,
পারভেজ:থাক আর বলতে হবে না
আজকের পর থেকে তুমিই নিজে যদি আমাকে তোমার কাছে না ডাকো তাহলে আমি কখনোই আসবো না ।
তুমি কি মনে করো নিজেকে তা আমি জানি না ,
কিন্তু আজকের পর থেকে আমি আর নিজে থেকে তোমার কাছে নিজেকে ধরা দেবে না
(এই বলে উনি চলে গেলেন ।
আর আমি ভাবছি সত্যিই তো আমি কেনো এমন করলাম ,
আমি কি উনাকে একটুও ভালোবাসি নি এই কয়েকদিনে।
আর উনার অধিকার আছে আমার উপর ,
আচ্ছা উনিকি আমায় আর ভালোবাসবে না,
নাকি চলে যাবে ওই শুভা ডাইনির কাছে ।
নাহ আর আমি ভাবতে পারছি না )
,
,
,
,
ওই ঘটনার পর ,
ইদানিং পারভেজ আমার সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না ।
সব সময় আমাকে এড়িয়ে চলে।
বাসায় ঠিক সময়ে আসে না ,
আর বেলি ফুলের মালা ও আনে না,
বিভিন্ন অযুহাত দিয়ে খাবার ও ঠিক মতো খায় না।
সব সময় আমাকে এড়িয়ে চলার চেষ্টা করে ,
এভাবে আর কতদিন যাবে আমি ঠিক জানি না।
কিন্তু এই কয়দিনে এটা বুঝে গেছি আমার রোমান্টিক বুড়ো 😜 বর টাকে আমি অনেক ভালোবাসে ফেলেছি।
,
কিন্তু আমি বলি কি করে উনাকে ,
আমার ও একটা পুতুল চাই ।
,
কিন্তু খা*টাস টাকে কিভাবে বলি আমার ও উনার ভালোবাসা চাই ,
নাহ আজ বলেই ফেলবো ।
,
,
বিকেলে ঘর গোছাচ্ছি ,
আজ সন্ধ্যা হলে সেজে বসে থাকবো,
আমার দুষ্টু মিস্টি রোমান্টিক বুড়ো 😜 বর এর জন্য।
,
,
হঠাৎ কলিং বেল বেজে উঠলো ,
,
আমি:এই অ সময়ে কে আসলো আবার,
গিয়ে দরজা খুল

28/12/2024

~~আপনার Life এ এমন কেউ আছে 🥀

যে নিজের থেকেও আপনাকে বেশি ☞ভালোবাসে 😔💔

08/12/2024

কী ভাবছো তোমায় আমি ভুলে গেছি কখনোই না 🤣 .. ভুলতে পারবোনা..🥺

16/07/2024

আমি নিজের প্রতি বেশ আ'ত্নবিশ্বাসী।
নিজেই নিজেকে অনু'প্রেরণা দেয়।
সা'হস,মনোবল,আ'স্থা জোগায়।
আমি নিজেকে মোটি'ভেটেড করতে জানি।
খারাপ সময়ে সামলে নিতে পারি।

আমার কারো কাছে মন খারাপের ঝুড়ি নিয়ে বসতে হয় না।
কারো কাছে থেকে সা'ন্তনা নেওয়ার প্র'য়োজন পড়ে না।

আমি খুব পরিমাপ করে চলতে জানি।
যেখানে যতটুকু দেওয়ার প্র'য়োজন সেখানে ঠিক ততোটুকুই দিয়ে থাকি।
আবার যেখানে আমার যাওয়া সাজে না বেমানান,সেখান থেকে নিজেকে গুটিয়ে নেই।

আমি খুব আনন্দের সাথে একা চলতে পারি।
আমার আ'ত্নবিশ্বাস, সা'হস, মনোবল , আ'স্থা আমার সঙ্গী।
~ তিন্নি রহমান

আজ তার জন্মদিন গত বছর তাকে এই দিনে শুভেচ্ছা জানিয়েছিলাম ... আজ সে তার শহরে আমি আমার শহরে .. দুজন দুদিকে সব স্মৃতি হয়ে ...
29/11/2023

আজ তার জন্মদিন গত বছর তাকে এই দিনে শুভেচ্ছা জানিয়েছিলাম ... আজ সে তার শহরে আমি আমার শহরে .. দুজন দুদিকে সব স্মৃতি হয়ে গেছে অতীত ... আমি হয়ে গেছি তার কাছে অপরাধী ... কিন্তু আমি অপরাধি নয় এখনো সারাক্ষণ তার কথা মনে পড়ে ... আপনার সামনে গিয়ে বলার অধিকার বা সাহস আর নাই তাই দুর থেকে সরণ করে যায় ,,,শুভ হোক আপনার দিন গুলো ,,,, আল্লাহ যেন আপনাকে সব সময় সুস্থ রাখে সেই ফরিয়াদ জানাই

12/11/2023

29/11/2023
অগ্ৰিম শুভেচ্ছা রইল

𝐇𝐚𝐩𝐩𝐲 𝐁𝐢𝐫𝐭𝐡𝐝𝐚𝐲 🥀🥀
-𝐌𝐚𝐧𝐲 𝐌𝐚𝐧𝐲 𝐇𝐚𝐩𝐩𝐲 𝐑𝐞𝐭𝐮𝐫𝐧𝐬 𝐎𝐟 𝐓𝐡𝐞 𝐃𝐚𝐲.!🌹♥️🦋
_ তোমার জীবনের প্রতিটা ক্ষণ আনন্দময় হোক এই কামনা করি🤲🍒
_ আশা করি সারা জীবন এমনই থাকো
সবসময় ভালো থাকো, এই কামনাই করি'!❤️🍒
_আজকের এই দিনে ..29 /11/2023...🥀সবকিছু হউক নতুন করে,
সুখের স্মৃতি টুকু থাক কাছে,
দুঃখ গুলা যাক দূরে'!🌼🌻
-জন্মদিনের শুভেচ্ছা স্টাটাস দিয়ে হয় না.!🙂
-ভালোবাসাটা অন্তরেই আছে.!😘💙🍒
-তোমার জন্য অনেক অনেক ভালোবাসা 🥀♥️♥️♥️
𝗗𝗲𝗮𝗿.. ❤️NK
𝗛𝗮𝗽𝗽𝘆 𝗯𝗶𝗿𝘁𝗵𝗱𝗮𝘆 🎂🍰🍦
𝘄𝗶𝘀𝗵 𝘆𝗼𝘂 𝗺𝗮𝗻𝘆 𝗺𝗮𝗻𝘆 𝗵𝗮𝗽𝗽𝘆 𝗿𝗲𝘁𝘂𝗿𝗻'𝘀 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝗱𝗮𝘆...🍰🎂❤️❤️
𝗚𝗼𝗱 𝗯𝗹𝗲𝘀𝘀 𝘆𝗼𝘂 𝗮𝗹𝘄𝗮𝘆𝘀. 𝗧𝗵𝗲 𝗯𝗶𝗿𝘁𝗵𝗱𝗮𝘆 𝗰𝗮𝗽𝘁𝗶𝗼𝗻 𝗶𝘀 𝗲𝗻𝗱𝗹𝗲𝘀𝘀 𝗶 𝘄𝗮𝗻𝘁 𝘁𝗼 𝘄𝗶𝘀𝗵 𝘆𝗼𝘂 𝗵𝗮𝗽𝗽𝘆 𝗹𝗶𝗳𝗲 ❤️𝗮𝗹𝘄𝗮𝘆𝘀 𝗸𝗲𝗲𝗽 𝘀𝗺𝗶𝗹𝗲 𝗼𝗻 𝘆𝗼𝘂𝗿 𝗳𝗮𝗰𝗲 𝗮𝗻𝗱 𝗴𝗿𝗲𝗮𝘁 𝘀𝘂𝗰𝗰𝗲𝘀𝘀𝗳𝘂𝗹 𝗽𝗲𝗿𝘀𝗼𝗻
All 𝘄𝗶𝘀𝗵𝗲𝘀 𝗲𝘀𝗽𝗲𝗰𝗶𝗮𝗹𝗹𝘆 𝗳𝗼𝗿 𝘆𝗼𝘂.

আর শেষ একটাই চাওয়া আপনি আমাকে মাফ করে দিবেন আমার ভুল গুলোর জন্য,,,,,😢😢😢🥺🥺🥺😔😔😔🥀🥺🥺😭

তোমারে যদি ভুলে যেতে পারতাম, জীবনটা খুব সহজ হয়ে যেতো।যেভাবে ভুলে গেছি, কৈশোরের প্রেম সাদাকালো টিভিতে প্রচারিত সিনে দুপুর...
03/11/2023

তোমারে যদি ভুলে যেতে পারতাম, জীবনটা খুব সহজ হয়ে যেতো।যেভাবে ভুলে গেছি, কৈশোরের প্রেম সাদাকালো টিভিতে প্রচারিত সিনে দুপুরের বৃহস্পতিবার আর শুক্রবার। অংকের শিক্ষকের জোড়া বেতের বাড়ি,কিংবা ঘুড়ি কিনবো বলে টিফিনের জমানো টাকা হারিয়ে ফেলার শোক।।

তোমারে যদি ভুলে যেতে পারতাম, যেভাবে ভুলে গেছি,নিজের শৈশবের চেহারা নিজেই। কিংবা কৈশোরে শখ আহ্লাদ! তুমি যৌবনের কাঁটা হয়ে বিধে আছো! যে কাটার জ্বালা ঝেড়ে ফেলার কায়দা নেই। যেন মৃত্যুর সঙ্গী।জীবন আছে তাই ফুরাচ্ছে কিন্তু তুমি তো নেই তবুও ফুরাচ্ছো না কেন? এই যে তুমি আসলে আটকে আছো শুকনো ভাতের দলার মতো বুকে,,,🥀🥀🥀💔

তুমি শুধু আমার,শুধুই আমার, এই যে নৈশব্দ সাক্ষী কথার স্মৃতি।তোমাকে একটু দেখতে ইচ্ছে করছে এই যে মুখ ফিরে নেওয়া ইচ্ছের স্মৃ...
03/11/2023

তুমি শুধু আমার,শুধুই আমার,
এই যে নৈশব্দ সাক্ষী কথার স্মৃতি।
তোমাকে একটু দেখতে ইচ্ছে করছে
এই যে মুখ ফিরে নেওয়া ইচ্ছের স্মৃতি।
তোমাকে শুনতে ইচ্ছে করছে,
এই যে যোগাযোগহীনতার স্মৃতি।

মন খারাপে বলে উঠতে দ্বিধা ভুলে,
তোমার বুকে মাথা রাখি, রাখি না একটু।
এই যে বুক খালি, সুখ খালি, সুখের অসুখের স্মৃতি।
আঙুল চেপে স্বপ্ন ছোয়া,
জাপ্টে ধরে চুমু খাওয়া,
দিন শেষে একটা অসুখ থেকেই যায়!
তোমার রেখে যাওয়া স্মৃতি নামক অসুখ!

তোমার স্মৃতি কবরে দাঁড়িয়ে আমি কেমন আছি প্রশ্ন করতে করতে খুব ক্লান্ত জানো? ভীষণ ক্লান্ত! ভীষণ। তুমি কোথাও যেন আটকে আছো!মা...
03/11/2023

তোমার স্মৃতি কবরে দাঁড়িয়ে আমি কেমন আছি প্রশ্ন করতে করতে খুব ক্লান্ত জানো? ভীষণ ক্লান্ত! ভীষণ।
তুমি কোথাও যেন আটকে আছো!মাঝে মাঝে মনে হয় ভেঙে ফেলি, ভাঙতে যাই কিন্তু ভাঙা যায় না, ছিড়ে ফেলার কায়দা নেই। ভীষণ শক্ত এই মায়া।

এক দিন এর ভুলটাই মনে রাখবে, বাকি ৯৯ দিনের ভালোবাসা ভুলে 🥀🥀🥀🥀💔💔💔🚬
15/10/2023

এক দিন এর ভুলটাই মনে রাখবে, বাকি ৯৯ দিনের ভালোবাসা ভুলে 🥀🥀🥀🥀💔💔💔🚬

Address

Khulna
Mongla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tinni fashion house posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tinni fashion house:

Share