30/12/2024
রোমান্টিক বুড়ো 😜 বর
৯ম পর্ব
Mitu jahan Mitu
,
,
আমি: দেখুন আমার মনে হয় আপনি আজ আপনার মধ্যে নেই,
তাই এসব বলছেন
চলুন আপনাকে খেতে দি
(এই বলে আমি যেই যেতে চাইলাম উনি আমার হাত চে*পে ধরলেন।)
,
আমি:কি করছেন কি ছাড়ুন আমাকে।
,
পারভেজ: প্লিজ তুলি আমি বাবা হতে চাই ,
,
আমি: পা*গল হয়ে গেছেন আপনি ,কি সব বলছেন।
,
পারভেজ:হে আমি পা*গল হয়ে গেছি,
প্লিজ তুলি ,
(এই বলে উনি আমাকে আরো জোরে চে*পে ধরলেন উনার বাহু দিয়ে)
,
আমি:কি করছেন টা কি, আমি ব্যথা পাচ্ছি তো।
(কিন্তু উনি আমার কোনো কথা বা বাঁধা মানছেন না ,
আরো কাছে আসছেন ,
তাই আমি উনাকে ধা*ক্কা দিয়ে ফে*লে দিয়ে----
আমি: দেখুন আপনি বলেছেন আমার ইচ্ছা ছাড়া কখনও আপনি আমার উপর কোনো প্রকার জোরা*জোরি করবেন না,
তাহলে , এখন কেনো এমন করছেন।
,
পারভেজ:হে বলেছি কিন্তূ তোমার কিসের এতো অ*হংকার,
আর আমি কোন দিক দিয়ে তোমাকে কম দিচ্ছি বলো,
আর যদি বলো আমার বয়স বেশি,
তাহলে বিয়ে কেনো করেছো ।
,
আমি: দেখুন আমি তা বলতে চাইনি
,
পারভেজ:থাক আর বলতে হবে না
আজকের পর থেকে তুমিই নিজে যদি আমাকে তোমার কাছে না ডাকো তাহলে আমি কখনোই আসবো না ।
তুমি কি মনে করো নিজেকে তা আমি জানি না ,
কিন্তু আজকের পর থেকে আমি আর নিজে থেকে তোমার কাছে নিজেকে ধরা দেবে না
(এই বলে উনি চলে গেলেন ।
আর আমি ভাবছি সত্যিই তো আমি কেনো এমন করলাম ,
আমি কি উনাকে একটুও ভালোবাসি নি এই কয়েকদিনে।
আর উনার অধিকার আছে আমার উপর ,
আচ্ছা উনিকি আমায় আর ভালোবাসবে না,
নাকি চলে যাবে ওই শুভা ডাইনির কাছে ।
নাহ আর আমি ভাবতে পারছি না )
,
,
,
,
ওই ঘটনার পর ,
ইদানিং পারভেজ আমার সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না ।
সব সময় আমাকে এড়িয়ে চলে।
বাসায় ঠিক সময়ে আসে না ,
আর বেলি ফুলের মালা ও আনে না,
বিভিন্ন অযুহাত দিয়ে খাবার ও ঠিক মতো খায় না।
সব সময় আমাকে এড়িয়ে চলার চেষ্টা করে ,
এভাবে আর কতদিন যাবে আমি ঠিক জানি না।
কিন্তু এই কয়দিনে এটা বুঝে গেছি আমার রোমান্টিক বুড়ো 😜 বর টাকে আমি অনেক ভালোবাসে ফেলেছি।
,
কিন্তু আমি বলি কি করে উনাকে ,
আমার ও একটা পুতুল চাই ।
,
কিন্তু খা*টাস টাকে কিভাবে বলি আমার ও উনার ভালোবাসা চাই ,
নাহ আজ বলেই ফেলবো ।
,
,
বিকেলে ঘর গোছাচ্ছি ,
আজ সন্ধ্যা হলে সেজে বসে থাকবো,
আমার দুষ্টু মিস্টি রোমান্টিক বুড়ো 😜 বর এর জন্য।
,
,
হঠাৎ কলিং বেল বেজে উঠলো ,
,
আমি:এই অ সময়ে কে আসলো আবার,
গিয়ে দরজা খুল