
18/01/2023
গত ১৫-১৬ তারিখ আমাদের Goal Setup Meeting হয়েছিল। Goal Setup এ আমাদের কিভাবে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে online platform এ নিজের career নির্ধারণ করা সেটা সম্পর্কে একটি সুস্পষ্ট ধারনা দেওয়া হয়। এখন সবার দক্ষতা যাচাই করার জন্য একটি Skill test নেওয়া হবে। পারিপার্শ্বিক সব কিছু সামলে অনলাইনে ঠিকে যদিও একটু কঠিন। কিন্তু আমি হাল ছাড়ব না। সবাই আমার জন্য pray করবেন।