22/08/2025
আমি বলি ইয়া আল্লাহ! কেন আমি এতো কষ্ট পাচ্ছি -আল্লাহ বলেন- কারণ আমি তোমাকে ভালোবাসি তুমি হয়তো জানো না আমি যাকে ভালোবাসি তাকে-ই দুনিয়ার মিথ্যে মানুষ, মিথ্যে ভালোবাসা থেকে দূরে সরিয়ে নিই!কেঁদে নাও আমার সিজদায় মন ইচ্ছা মতো চিন্তা করো না অচিরেই তোমার সকল দুঃখ কষ্ট আনন্দে পরিণত হবে!!
ইনশাআল্লাহ 🤍🌸