পাইকারি ঘর মংলা

পাইকারি ঘর মংলা Alhumdulillha for everything
(2)

22/08/2025

আমি বলি ইয়া আল্লাহ! কেন আমি এতো কষ্ট পাচ্ছি -আল্লাহ বলেন- কারণ আমি তোমাকে ভালোবাসি তুমি হয়তো জানো না আমি যাকে ভালোবাসি তাকে-ই দুনিয়ার মিথ্যে মানুষ, মিথ্যে ভালোবাসা থেকে দূরে সরিয়ে নিই!কেঁদে নাও আমার সিজদায় মন ইচ্ছা মতো চিন্তা করো না অচিরেই তোমার সকল দুঃখ কষ্ট আনন্দে পরিণত হবে!!
ইনশাআল্লাহ 🤍🌸

22/08/2025

ধরেন, Revenge of nature এর কথাটা বাদই দিলাম। অভিশাপ না দিলেও রুহ এর হাই বলে একটা কথা আছে যাকে কুরআন শরীফের ভাষায় বলে কিফারাহ। কারোর ক্ষতি করে ভুলে গেলেও প্রকৃতি তা ভুলে না, প্রকৃতি ক্ষমা করে না। কষ্ট থেকে আসা এক একটা দীর্ঘশ্বাস এর হাই আপনাকে কখনোই ছাড়বে না। আল্লাহ কখনো কাউকে ঠকায় না, Mind it

22/08/2025

কেউ যখন কাউকে কষ্ট দিয়ে কান্না করায় তখন ফেরেশতাকে আল্লাহ জিজ্ঞেস করে ,,ও ফেরেশতারা আমার বান্দাকে কাঁদালো কে?
আমার বান্দার চোখে পানি আনলো কে?
ফেরেশতারা বলে আল্লাহ, ওমুক, ওমুক, ওমুক এভাবে তাঁকে কষ্ট দিয়েছে! আল্লাহ তায়ালা বলেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকিও ! আমার এই বান্দার চোখ থেকে ঝড়া প্রত্যেকটা, পানির বদলা আমি হাশরের ময়দানে হিসাব নিবো।যারা আমার বান্দাকে কাঁদিয়েছে, প্রত্যেকটা পানির বদলা হিসাব আমি নেবো।কারন বান্দাটা আমার ভালোবাসার সৃষ্টি। প্রেমের সৃষ্টি মহাব্বাতের সৃষ্টি!

আমি ফুল হতে চেয়েছিলাম, টিকে থাকার প্রয়োজনে আমাকে পাথর হতে হলো 😊💗
22/08/2025

আমি ফুল হতে চেয়েছিলাম, টিকে থাকার প্রয়োজনে আমাকে পাথর হতে হলো 😊💗

22/08/2025

বিনা কারণে যারা আমার জীবনে দুঃখের গল্প তৈরি করেছে,তাদেরকে আমি অভিশাপ দিবো না,কিন্তু আমার প্রতিটা দীর্ঘশ্বাসের কাছে তারা কখনোই ক্ষমা পাবে না.!

22/08/2025

নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়,তাদের সাথে তর্কে কখনোই জেতা যায় না,কারণ তারা প্রতিটি যুক্তি আগে থেকেই সাজিয়ে ফেলে...!

22/08/2025

আগের দিন নানি দাদিরা বলতো "গাঙে গাঙে দেখা হয়"
কিন্তু বইনে বইনে দেখা হয় না
"Now i can feel This" 🥹😅

22/08/2025

আমি চেষ্টা করেছি, সত্যি চেষ্টা করেছি, সবার জন্য ভালো কিছু হতে কিন্তু আজ পর্যন্ত কারো জীবনে আমার উপস্থিত সুখের কারণ হতে পারেনি,, " বরং আমার কারনে কষ্ট বেড়েছ, ব্যথা বেড়েছে । কখনো ইচ্ছে ছিলো না কাউকে কাঁদাতে, কখনো চাইনি কারো জীবন কঠিন হয়ে যাক আমার কারনে! তবুও বাস্তবতা বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, আমি কারো জন্য সৌভাগ্য নয়, একরকম দুর্ভাগ্যই হয়ে উঠেছি....! 😅❤️‍🩹🥺

:সবকিছু শেষে আমি যা বুঝলাম, আমি যেমন আছি তেমন যথেষ্ট।❤️‍🩹আমার প্রতিটা ভাঁজ, প্রতিটা ক্ষত, প্রতিটা অপূর্ণতা, এই সবই আমার ...
22/08/2025

:সবকিছু শেষে আমি যা বুঝলাম, আমি যেমন আছি তেমন যথেষ্ট।❤️‍🩹
আমার প্রতিটা ভাঁজ, প্রতিটা ক্ষত, প্রতিটা অপূর্ণতা, এই সবই আমার গল্পের অংশ Perfection বলে আসলে কিছু হয় না!
I'am enough just the way i'am"!.😊🫀

আমার জীবনের সেরা শিক্ষা! কখনো কাউকে নিয়ে over confidence দেখানো উচিৎ না,সেটা যে কোনো সম্পর্কই হতে পারে কারন মানুষ প্রথম ...
22/08/2025

আমার জীবনের সেরা শিক্ষা! কখনো কাউকে নিয়ে over confidence দেখানো উচিৎ না,সেটা যে কোনো সম্পর্কই হতে পারে কারন মানুষ প্রথম যা দেখায় পরে তা থাকে না....!!😔🖤

22/08/2025

একটা মানুষ কখন তার জিদ করে চাওয়া জিনিসটা আর চায় না.?
যখন সে সব বুঝে যায়,যার কাছ থেকে চেয়েছিল তার কাছে সেই চাওয়ার কোনো দাম নেই। বারবার বলা সত্বেও বোঝানো সত্বেও, প্রতিটা অপেক্ষা, প্রতিটা আশা সবই শেষমেষ খালি হাতে উপহাসে পরিণত হয়।
তখন আর জিদ থাকেনা,অভিমান থাক না,থাকে কেবল একরাশ
ব্যর্থতা..!😅❤️‍🩹

21/08/2025

কখনো কেউ আমাকে অসম্ভব রকম ভালোবাসেনি'
আমি কারো পছন্দের তালিকায় কখনোই ছিলাম না। কারো চোখে সবচেয়ে সুন্দর মানুষ আমি কখনো হয়ে উঠিনি। কেউ বলেনি তোমাকে ছাড়া চলবে নী কিংবা আমার জন্য কেঁদে বুক ভাসায়নি। আমি কারো প্রায়েরিটি লিস্টে কখনো প্রথম হতে পারিনি বন্ধুত্ব কিংবা অন্য কিছুতে।
যখনই ভেবেছি কেউ বুঝি আমাকে ভালোবাসে, ঠিক তখনই তারা ভুল প্রমাণ করেছে। কেউ কথা রাখেনি কেউ পাশে থাকেনি। কেউ মাথায় হাত রেখে বলেনি ভয় পেয়ো না আমি আছি তো।
অনেকেই এসেছে জীবনে আবার কুয়াশার মতো মিলিয়ে গেছে। কিন্তু কেউ আমাকে নিজের করে রাখেনি। আমি কারো কাছে বিশেষ কেউ হতে পারিনি।
আমার চোখের জল নিঃশব্দ অভিমান সবটাই ছিল উপেক্ষিত আমার অনুভূতির কোনো মূল্য ছিল না। ভালোবাসা আগলে রাখা এসব শুধু গল্পেই সুন্দর লাগে!!😊

Address

Mongla

Alerts

Be the first to know and let us send you an email when পাইকারি ঘর মংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share