পাইকারি ঘর মংলা

পাইকারি ঘর মংলা Alhumdulillha for everything
(2)

09/10/2025

বিছানায় বসে বসে খাওয়ার আবদার শুধু মায়ের কাছে সাজে।

09/10/2025

ব্রেস্ট ফিডিং করা নারীদের শরীরে ক‍্যালসিয়ামের ঘাটতি বেশি হয়। হাত-পা ঝিঝি ধরা, পায়ের পেশিতে টান লাগা, স্কিন রুক্ষ হয়ে যায় , চেহারার লাবন্যনতা কমে যায়, সব সময় ক্লান্তি ও হতাশা দেখা দেয়।

কিন্তু এই কথাগুলো বুঝার মতো কেউ নাই । আপনার সবচেয়ে কাছের মানুষ টিও এই কথাগুলো বুঝবে না, কেয়ার করা তো দূরের কথা।

এই সময়গুলোতে কাছের মানুষের একটু যত্ন একটু ভালোবাসা খুব বেশি প্রয়োজন।

06/10/2025

এতো কেক খাইয়া ডায়াবেটিস হইলে
আমি একটা ইনসুলিন এর দোকান দিমু🌚

06/10/2025

প্রিয় পুরুষ,

বিয়ের শুরুতে আপনার স্ত্রীর দেহটি কত সুন্দর, মসৃণ এবং দাগহীন ছিল তা মনে রাখবেন।
আপনি তাকে ভালোবাসলে সে আপনার সন্তানের মা হবার পরও সেই একই রকম সুন্দরী ভাববেন। কারন তিনি আপনার সন্তানদের জন্ম দিয়েছেন।
এর জন্য সে নিজের শরীরের ক্ষতি হবে সেটা ভাবেন নি, তার সৌন্দর্য নষ্ট হবে সেটাও ভাবেন নি।

সে মোটা হয়ে যাওয়ায় তার সম্পর্কে অভিযোগ করবেন না।
সন্তানের প্রতি অগাধ ভালোবাসা তাকে নিজের প্রতি তুচ্ছ করে তোলেছে। তার একমাত্র চিন্তা তার সন্তান এবং আপনাকে নিয়ে। তার একমাত্র সুখ- ই আপনারা।
মনে রাখবেন, আপনার স্ত্রীর এই পেটটি একসময় মসৃন, মেদহীন ছিল। আপনার সন্তানদের ৯ মাস ধরে নিজের মধ্যে আলিঙ্গন করে রেখেছে। তারাও ভালোবাসা, যত্ন, স্নেহ প্রাপ্য।

সকল মায়েদের জন্য প্রান ভরা ভালোবাসা❤️
Copy ~

04/10/2025

আমার স্বামী আমার শেষ পরিচয় হোক
আমার সুন্দর একটা সংসার হোক
সেই সংসারে দীর্ঘদিন থাকার মতো হেদায়েত আমার হোক

আর সেই সংসারে থাকা অবস্থাতেই তার মৃত্যুর আগে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হোক

আমি চায় আমার শেষ পরিচয় হোক আমি তার স্ত্রী.

04/10/2025

প্রতিটা সংসার অশান্তির কারণ ছেলের বউ, তাহলে কি দরকার। ছেলেকে বিয়ে করানোর। আয়োজন করে অশান্তিকে না আনলেও তো হয়।

04/10/2025

আমার জামাই সাবানা চাইছিলো কিন্তু আমার বাবা আর মা তার হাতে রিনা খান ধরাইয়া দিছে...🙂

04/10/2025

হক কেড়ে নেওয়া যায়! ভাগ্য না, আমার ভাগ্যে যা আছে তা পাহাড়ের চূড়ায় থাকলেও আমার আমি পাব আমার আল্লাহ একদিন আমাকে পরিপূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ.

04/10/2025

সেদিন রাগ হয়েছিল মায়ের
কথাশুনে।
মন বলেছিলো মা বুঝতে
পারছে না আমাকে।
কিন্তু আজ বহুপথ হেঁটে
বুঝলাম-
মা-ই একমাত্র মানুষ,যিনি
সময়ের আগে!
ভবিষ্যতের ভয়গুলো বুঝতে
পারে।❤️‍🩹

04/10/2025

তৃতীয় ব্যাক্তি একা কখনো সম্পর্ক নষ্ট করে না চুলকানি যদি নিজের সঙ্গীর হয় তাইলে অন্যদের এলার্জি আছে কি না খুঁজে লাভ আছে কি।

04/10/2025

নিজের স্ত্রীকে ক্যামেরার সামনে, দাঁড় করিয়ে অন্য পুরুষকে মনোরঞ্জন করা স্বামীগুলো, বিকলাঙ্গ, প্রতিবন্ধী ,নির্বোধ ,নির্লজ্জ কাপুরুষ ।

03/10/2025

এক মিনিটের ভেতরে আমার মন খারাপ ভালো করার ক্ষমতা নিয়ে জন্ম নেওয়া আমার জামাই! যাকে আমি আমার জীবনের থেকে ও বেশি ভালোবাসি :)🥹

Address

Mongla

Alerts

Be the first to know and let us send you an email when পাইকারি ঘর মংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share