Arafat Akash

Arafat Akash This is the official page of singer Arafat Akash.He is the upcoming youngest singer.All fan of Arafat akash like this page and get touch..

I am Arafat Akash
From Bangladesh.... I LOVE ALLAH... I LOVE ALLAH.... I LOVE ALLAH.. I LOVE MUSIC....MY SELF WORKING IS MY LOVE

22/07/2025

ঘটনাস্থলের পাশের দোকানগুলো গতকাল ২ লিটার পানি ৬০০ টাকা বিক্রি করেছে, কারণ পোড়া স্থানে ঠান্ডা পানি আরাম লাগে। অথচ তারাও এদেশের মানুষ

21/07/2025

আজকের পর থেকে রিকশা, সিএনজি
ড্রাইভারদের প্রতি সহানুভূতি বন্ধ করুন সবাই..!

01/07/2025

ফোন চিবিয়ে খা,😒
ফোনের মধ্যে ঢুকে যা, 😩
ফোনটা গলাই ঝুলিয়ে রাখ,
বক্তা কে, 🙄?

25/06/2025

বড্ড অবেলায় এলে তুমি 😶

25/06/2025

আমি বাদ যাব কেন? 🫣

25/06/2025

মানুষের কথা শুনে মনে হয়
হয়তো পৃথিবীতে আমি একাই সুখী মানুষ 😙

নিজের জন্য এমন ডিজাইন বানাতে চাইলে কমেন্ট চেক করুন  😇
02/05/2025

নিজের জন্য এমন ডিজাইন বানাতে চাইলে কমেন্ট চেক করুন 😇

25/03/2025

হারাম কামাই

05/03/2025

একটু চেষ্টা! ☺️

পূর্বে ঢাকার বয়স ৪০০ বছর ভাবা হলেও নতুন গবেষণা অনুযায়ী খ্রিষ্টপূর্ব পঞ্চম থেকে দ্বিতীয় শতকের মধ্যে ঢাকা শহরের সৃষ্টি। অর...
02/03/2025

পূর্বে ঢাকার বয়স ৪০০ বছর ভাবা হলেও নতুন গবেষণা অনুযায়ী খ্রিষ্টপূর্ব পঞ্চম থেকে দ্বিতীয় শতকের মধ্যে ঢাকা শহরের সৃষ্টি। অর্থাৎ ঢাকা নগরীতে মানববসতির শুরু যিশুখ্রিষ্টের জন্মেরও আগে। বা আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে!

সুফি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল প্রত্নতত্ত্ব গবেষক ও শিক্ষার্থী ২০১৭-১৮ সালে পুরোনো কেন্দ্রীয় কারাগারে প্রত্নতাত্ত্বিক খননকাজ করেন। তাঁরা কারাগারের প্রধান ফটকের সামনের অংশ, রজনীগন্ধা ভবনের আঙিনা, কারা হাসপাতালের সামনের অংশ, দশ সেল ও যমুনা ভবনের পশ্চিম এলাকা-এই পাঁচ স্থানে ১১টি খননকাজ করেন। এতে একটি প্রাচীন দুর্গের দেয়াল, কক্ষ, নর্দমা, কূপের সন্ধান পান। এ ছাড়া এখানে কড়ি, মোগল আমলের ধাতব মুদ্রা, বিভিন্ন ধরনের মৃৎপাত্র, পোড়ামাটির ভাস্কর্যসহ অনেক রকম প্রত্ননিদর্শন পেয়েছেন।

বাবাকে বুঝতে একটা জীবন লেগে যায়!৪ বছর বয়সে: আমার বাবা সেরা!৬ বছর বয়সে: বাবা সবাইকে চেনে।১০ বছর বয়সে: বাবা ভালো, কিন্তু এ...
02/03/2025

বাবাকে বুঝতে একটা জীবন লেগে যায়!

৪ বছর বয়সে: আমার বাবা সেরা!
৬ বছর বয়সে: বাবা সবাইকে চেনে।
১০ বছর বয়সে: বাবা ভালো, কিন্তু একটু কঠোর।
১২ বছর বয়সে: বাবা ছোটবেলায় অনেক ভালো ছিলেন।
১৪ বছর বয়সে: বাবা কেমন জানি বদলে যাচ্ছেন।
১৬ বছর বয়সে বাবা কিছুই বোঝে না।
১৮ বছর বয়সে: বাবা দিন দিন আরও কঠোর হচ্ছেন।
২০ বছর বয়সে: বাবার ব্যবহার সহ্য করা কঠিন! মা কিভাবে সহ্য করতেন?
২৫ বছর বয়সে: বাবা সবকিছুতেই মতের বিবোধ করেন।
৩০ বছর বয়সে: বাবার সাথে একমত হওয়া খুব কঠিন। দাদাও কি বাবাকে এভাবেই দেখতেন?
৩৫ বছর বয়সে: বাবা আমাকে নিয়মের মধ্যে বড় করেছেন, আমাকেও আমার সন্তানদের তাই শেখাতে হবে।
৪০ বছর বয়সে; বাবা এত কষ্ট করে আমাদের বড় করেছেন,

আমি বুঝতে পারছি!

৪৫ বছর বয়সে: আমার সন্তানদের সামলানো কঠিন, বাবা কত কষ্ট করেছেন আমাদের ঠিক পথে রাখতে!

৫০ বছর বয়সে: বাবা সবকিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতেন, তিনি ছিলেন দয়ালু ও বিশেষ একজন মানুষ। সত্যিই, আমার বাবা সেরা। এই পুরো চক্রটি শেষ হতে ৫০ বছর লেগেছে, কিন্তু শেষ পর্যন্ত আমরা আবার প্রথম জায়গায় ফিরে যাই- 'আমার বাবা সেরা! "যাদের বাবা বেঁচে আছেন, তাদের সম্মান করুন, ভালোবাসুন। আর যাদের বাবা নেই, আল্লাহর কাছে দু'আ করুন যেন তিনি তাদের ক্ষমা করেন ও শান্তি দেন।আমরা চাই, আমাদের সন্তানরা যেন আমাদের আরও ভালোবাসে ও সম্মান করে, যেমনটা আমরা আমাদের বাবাকে করেছি বা করতে পারিনি।

বই: মা-বাবার সঙ্গে সদাচারের গল্প।

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Arafat Akash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arafat Akash:

Share