M Azhar Islam

M Azhar Islam সবাই ইসলামিক পেইজ টাকে ফলো করবেন।

Panjabi Combo Packageসাটন স্লাব কটন পাঞ্জাবিবুকে হাতায় এমব্রয়ডারি সিকুয়েন্সের কাজ করাপ্রিমিয়াম কোয়ালিটি স্নাপ বাটনস...
02/02/2025

Panjabi Combo Package

সাটন স্লাব কটন পাঞ্জাবি
বুকে হাতায় এমব্রয়ডারি সিকুয়েন্সের কাজ করা
প্রিমিয়াম কোয়ালিটি স্নাপ বাটন
সেম টু সেম প্রোডাক্ট পাবেন
সাইজ
Size M/L/XL

দাম মাত্র ১৪০০ টাকা
ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ১৩০ টাকা।

19/01/2025

জাতির জন্য অসাধারণ নসিহত।।
তাফসির মাহফিল লালমনিরহাট ২০২৫.
ড. মিজানুর রহমান আজহারী সাহেব

01/01/2025

এই প্রজন্ম জ্ঞান-বিজ্ঞানে বিশ্বকে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ।

''আল-হাইসাম সায়েন্স ফেস্ট ২০২৪''



18/11/2024

পরীক্ষা জীবনের অবিচ্ছেদ্য অংশ। মিজানুর রহমান আজহারি।

নৌকার মালিক ২০৪১ সালের গ্যারান্টি দিয়েছিল, ২০২৪ সালেই নৌকাটি শেষ।
15/08/2024

নৌকার মালিক ২০৪১ সালের গ্যারান্টি দিয়েছিল,

২০২৪ সালেই নৌকাটি শেষ।

17/07/2024

আজকে যারা আন্দোলনে যোগদান করবেন তারা একটু সাবধানে থাকবেন।
ছাত্র ছেলেদের উদ্দেশ্যে বলছি... আজকের মিছিলে কেও ফাঁকা হাত নিয়ে আসিয়েন না। যার কাছে যা আছে নিয়ে আসেন। এক্সট্রা থাকলে সব নিয়ে আসেন। সম্ভব হলে 3,4 টা করে বাশ নিয়ে আসেন। সবচেয়ে বেটার হয় পতাকা বেধে আনলে।প্রশাসন কিছু বলতে পারবে না তাইলে।
আর বোনদের জন্য নির্দেশনা... মরিচ গুড়া নিয়ে আসুন। পানি আর মরিচ একসাথে মিশিয়ে বোতলে ভোরে নিয়ে আসবেন। সম্ভব হলে হ্যান্ড স্প্রেয়ার লাগিয়ে আনবেন।

গ্রুপটাকে কাজে লাগান ✊🙏🙏
* আপুরা মাথায় হিজাব/ওড়না পেঁচিয়ে রাখবেন।

* স্কুল কাঁধ ব্যাগ বুকের সামনে নিয়ে রাখবেন এতে সামনের দিকে আঘাত কম লাগবে। যদি কেউ ইট ছুড়ে মারে তাহলে ব্যাগের উপর যাবে আপনার বুকে জখম হওয়ার সম্ভাবনা কম থাকবে

* মোটা কাপড় পরিধান করতে পারেন

* ভাইয়ারা মাথায় ক্যাপ রাখবেন বা রুমাল/গামছা পেঁচিয়ে রাখবেন।

*ব্যাগে ইটের ছোটো টুকরো / পাথর রাখবেন। হাতে লাঠি রাখবেন মাস্ট

* চোখে চশমা এবং মাস্ক ইউজ করবেন এতে টিয়ারগ্যাসের বিষাক্ততা তুলনামূলক কম হবে।তখন নিশ্বাস অফ রাখবেন এবং চোখ বন্ধ করে রাখবেন যথাসম্ভব।

* কেউ কোথাও একা থাকবেন না, দলবদ্ধ হয়ে থাকার চেষ্টা করবেন

* মিনারেল ওয়াটার সাথে রাখবেন।গ্যাস ছুড়লে বা আঘাত পেলে কাজে দিবে

* মরিচ স্প্রে কিংবা যেকোনো ঝাঁঝালো স্প্রে সাথে রাখবেন লীগের চামারগুলারে দেখলে মেরে দিবেন

আসুন প্রতিবাদ গড়ে তুলি, ন্যায়ের পক্ষে থাকি।
📌সতর্কবার্তা 🚫

ঢাকা যারা অন্যদের সাহায্য করা পানি পান করবেন, সবাই ভেরিফাই করে তারপর পান করবেন। একদল পানি বিতরণের নাম করে পানিতে কিছু মিশিয়ে দিয়ে নিয়ে আসছে। সে পানি কেউ পান করলে ১-২ ঘণ্টা পর ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাবে

কেউ তারাতাড়ি এটা ছড়িয়ে দিন,

from a Warrior Student.

16/07/2024

স্লোগানে মুখরিত হোক,
তুমি কে? আমি কে?
"রাজাকার, রাজাকার"
"পা চাটলে সঙ্গী, না চাটলে জ'ঙ্গি"
যদি চাও অধিকার, হয়ে যাবে রাজাকার।
তিনি কে, তারা কে?
"স্বৈরাচার স্বৈরাচার"
"কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক"
"লাখো শহিদের র'ক্তে কেনা, দেশটা কারোর বাপের না"

06/06/2024

মাদ্রাসার কিছু স্টুডেন্ট রাত ১২ টার পর ধরা খাইছে গেইট ম্যান এর কাছে।

গেট ম্যান বললো এত রাত বাহিরে থেকে আসার কোনো পারমিশন নেই।
, নাম বলো আর ভিতরে আসো🤭

একজন বললো লিখেন আমাদের নাম...
১. নাহুমির ইবনে সরফ , চিটাগাং
২.হেদায়তুন্নাহ ইবনে কুদুরি , মুন্সিগঞ্জ
৩.হেদায়া ইবনে মিফতাহ, কুমিল্লা
৪. জালালাইন ইবনে কাছির , ফেনী।
৫.মিশকাত ইবনে সিরাজি, বরিশাল
৬.মুসলিম ইবনে মাজাহ , সিলেট।

🤭পরের দিন গেইট ম্যান মুহতামিমের কাছে লিস্ট দিলো নিয়ে
মুহতামিম নাম দেখে মুচকি হেসে বলেন আরে এগুলা সব ফেরেশতা ছিলো এরকম আর যদি পাও নাম না লেখে সুজা আমার কাছে নিয়ে আসবে🤣🤣

©

04/06/2024

আজ জোসনা রাতে।

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when M Azhar Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share