আমাদের খুলনা - Amader Khulna

আমাদের খুলনা - Amader Khulna Largest Media Page on Khulna Division of Bangladesh.
(364)

খুলনা (ইংরেজী: KHULNA) ঢাকা এবং চট্টগ্রামের পরে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর। খুলনা জেলা এবং খুলনা বিভাগের সদর দপ্তর এই খুলনা শহরে অবস্থিত। খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে রূপসা এবং ভৈরব নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের প্রাচীনতম নদী বন্দরগুলোর মধ্যে খুলনা অন্যতম। খুলনা বাংলাদেশের অন্যতম শিল্প ও বাণিজ্যিক এলাকা হওয়ায় খুলনাকে শিল্প নগরী হিসেবে ডাকা হয়। খুলনা শহর থেকে ৪৮ কি.মি. দূরে বাংলাদেশের

দ্বিতীয় সমুদ্র বন্দর মংলা সমুদ্র বন্দর অবস্থিত। পৃথিবী বিখ্যাত উপকূলীয় বন সুন্দরবন খুলনা জেলার দক্ষিণাংশে অবস্থিত। খুলনাকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়। রাজধানী ঢাকা থেকে খুলনা শহরের দূরত্ব সড়কপথে ৩৩৩কি.মি.।

18/08/2025

নগরীর রয়েলের মোড়ের লাজ ফার্মাকে নকল ওষুধ বিক্রির দায়ে ৫ লক্ষ টাকা জরিমানা।
এ দেশে বিশ্বাস বলে আর কিছু বাকি নেই!

05/08/2025

নগরীর শেখপাড়া সঙ্গীতা হলের সামনে অজ্ঞাত যুবক গুলিবিদ্ধ।

ফ্ল্যাট নাকি শপিংমল?
23/07/2025

ফ্ল্যাট নাকি শপিংমল?

23/07/2025
22/07/2025

পোস্ট ডিলেট দাও,
নাহলে পরে সমস্যা হবে!

নগরীর নিরালায় ছু'রি"কা'ঘা'তে যুবক নি'হ'ত। নি-হ-ত জাকির হোসেন (৪০) নিরালা আবাসিকের ৬নং রোডের ৩০৬ নং প্লটের আবদুস সবুরের র...
21/07/2025

নগরীর নিরালায় ছু'রি"কা'ঘা'তে যুবক নি'হ'ত।

নি-হ-ত জাকির হোসেন (৪০) নিরালা আবাসিকের ৬নং রোডের ৩০৬ নং প্লটের আবদুস সবুরের রওশন ম্যানশনের তৃতীয় তলার ভাড়াটিয়া। তুলসী পাতা মশার কয়েলের ব্যবসা করেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

তার গ্রামের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ।

ধ্বজভঙ্গ প্রশিক্ষণ বিমান ঢাকার উপরে কেন?প্রশিক্ষণ বিমান চলবে খালবিল, নদীনালা, জনশূন্য এলাকার উপর দিয়ে। ঢাকার মতো ঘন জনবস...
21/07/2025

ধ্বজভঙ্গ প্রশিক্ষণ বিমান ঢাকার উপরে কেন?
প্রশিক্ষণ বিমান চলবে খালবিল, নদীনালা, জনশূন্য এলাকার উপর দিয়ে। ঢাকার মতো ঘন জনবসতি এলাকায় কেন এই প্রশিক্ষণ?
বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য শোক।
শোক, মায়ের কোলে ফিরতে না পারা শিশুদের জন্য!

©Mita Mehedi

নগরীর বয়রা এলাকায় অতিরিক্ত ম'দ পানে ৫ জনের মৃত্যু।বিস্তারিত কমেন্টে....
19/07/2025

নগরীর বয়রা এলাকায় অতিরিক্ত ম'দ পানে ৫ জনের মৃত্যু।
বিস্তারিত কমেন্টে....

16/07/2025

গোপালগঞ্জ থেকে নিরাপদে খুলনায় পৌঁছেছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
খুলনা নগরীর সিটি ইন হোটেলে অবস্থান করছেন তারা।

14/07/2025

আফিলগেট এলাকায় ট্রেন, ট্রাকের সংঘর্ষ।
নিহত ১, আহত অনেকে।
খুলনা থেকে রেল যোগাযোগ বিচ্ছিন্ন।
বিস্তারিত কমেন্টে....

মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ🙏যশোরের ভ্যান চালকের মেয়ে মীমের ভর্তি নেয়নি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বি...
13/07/2025

মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ🙏
যশোরের ভ্যান চালকের মেয়ে মীমের ভর্তি নেয়নি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়!!!

মীম আখতার শিখা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চান্স পায়। ভ্যানচালক পিতার মেধাবী কন্যা মিম চান্স পেয়ে পিতার স্বপ্নকে পূরণ করতে খুব চড়াই উৎরাই পেরিয়ে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান। রেজাল্টের পর অনলাইনের মাধ্যমে ভর্তির টাকাও পরিশোধ করেন। টাকা পরিশোধ করার পরে কাগজপত্র জমা দেয়ার সময়সীমা ১/৭/২৫ইং উল্লেখ ছিল কিন্তু মিম ও তার পরিবার ভুলক্রমে বোঝে যে জুলাইয়ের ৭ তারিখে কাগজপত্র জমা দেয়ার নির্ধারিত তারিখ। এই ভেবে গত ৭ তারিখে টাকা ধার দেনা করে ও ভ্যান চালিয়ে পাওয়া টাকা নিয়ে যশোর থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন এবং বিশ্ববিদ্যালয়ে কাগজপত্র জমা দিতে চান কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিমের কাগজপত্র জমা নেননি। এবং মিমের সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যোগাযোগও করেননি। এ অবস্থায় হতাশ হয়ে যশোরে ফিরে আসেন মীম ও তার ভ্যানচালক পিতা। সামান্য এই ভুলের জন্য মীমের বিশ্ববিদ্যালয় ভর্তির সুযোগ কি বঞ্চিত হবে? মীমের স্বপ্ন পূরণ হবে না?

মীম বিশ্ববিদ্যালয় ভর্তির বিষয়ে সহযোগিতা চান।
অসহায় মেয়েটির পাশে দাঁড়ানোর জন্য সবাই একটু শেয়ার দিন ,যাতে প্রধান উপদেষ্টার নজরে আসে বিষয়টি!!

Address

Khulna
9100

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের খুলনা - Amader Khulna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমাদের খুলনা - Amader Khulna:

Share