
21/11/2024
- আহা, খোলা চুলে বেরিয়োনা এই সময়!
- কালো টিপ কেন পরেছো ?
- এই সময় শনি মঙ্গলবার ছাদে যাবেনা।
এই সময় মানে গর্ভাবস্থায়।
কমবেশি সবাই শুনি আমাদের সমাজে এসব মানা হয়।
আপনি ঐ ভদ্রমহিলাকে চেনেন?
আলিশিয়া মোন্টানো, গর্ভবতী অবস্থায় প্রতিযোগিতায় অংশগ্রহন করেন, তাও দুইবার। এর আগেও তিনি একইভাবে অংশগ্রহন করেছেন এবং জিতেছে।
খুব সাধারনভাবে যা আমরা ভাবতেও পারিনা, ওরা ঠিক করে দেখিয়ে দেয়। নারী শরীর, অথচ কি অসম্ভব কঠিন কিন্তু মাতৃরুপী লাবন্য আছে।
গায়ের চামড়ার রঙটা দেখে নাক সিঁটকেছেন নিশ্চয়ই?
উনি আপনার আমার টাইমলাইনেও এলেন না, প্রচারটাই পেলেননা।
দরকারও নেই! যে জীবনের কাছে জিতে বসে আছে, আপনার আমার শেয়ারে তার কি এসে যায়। তবু চোখ পড়তে ফেরাতে পারলামনা। জীবনে একজন সফল "মা" হওয়া প্রয়োজন। সন্তান যাকে শিক্ষা বলে মানবে। একটু শক্ত হতে হবে, কঠিন হতে হবে, প্রত্যেকটা যুদ্ধ একাই জিততে হবে। ঐ জিতে যাওয়ার হাসির কাছে সমস্ত প্রসাধনী মিথ্যে।
কুর্নিশ মা!❤️
লেখা: Atreyee Bhowmick