
07/08/2025
চাইলেই আমি বিষয়টা এড়িয়ে যেতে পারতাম কিন্তু আমি কোন ভাবেই পারিনি। দয়া করে সবাই একটু দোয়া করবেন প্লিজ, বাচ্চাটা যেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে দ্রুত ফিরতে পারে এবং আল্লাহ্ যেন কোন বোবা জানকে কখনো এমন পরিস্থিতিতে আর না ফেলেন সেই দোয়া করবেন।
゚ fans