
15/09/2025
বর্তমান যুগে এখনো গ্রামের অনেক ডাক্তার, হাসপাতাল বা ক্লিনিক প্রচারের জন্য পুরাতন পদ্ধতি যেমন মাইকিং বা ব্যানারের উপর নির্ভর করেন। কিন্তু সমস্যাটা হলো—মাইকিং এর আওয়াজ অনেক সময় সবাই শুনতে পায় না, আবার অনেকে ঠিকভাবে বুঝতেও পারে না।
👉 অথচ আজকের দিনে ফেসবুকের মাধ্যমে প্রচার করা অনেক সহজ ও কার্যকর।
✔ ফেসবুকে একটি পেজ খুলে নিয়মিত পোস্ট করলে বিনা খরচেই ধীরে ধীরে মানুষের সামনে পৌঁছানো যায়।
✔ কারণ এখন প্রায় প্রতিটি বাড়িতে ফেসবুক ব্যবহার করা হয়।
✔ খুব অল্প বাজেটে ভিডিও বিজ্ঞাপন বুস্ট করলে হাজার হাজার মানুষের কাছে সহজেই পৌঁছানো যায়।
💡 সেরা আইডিয়া হলো—
যে ডাক্তার রোগী দেখতে আসবেন তার একটি ১-২ মিনিটের ছোট ভিডিও বার্তা রেকর্ড করুন। তারপর ফেসবুকে শুধু আপনার গ্রাম বা উপজেলায় বসবাসকারী মানুষদের টার্গেট করে বুস্ট করুন। এতে খুব অল্প খরচে আপনার হাসপাতাল বা ক্লিনিকের খবর প্রত্যেক মানুষের কাছে পৌঁছে যাবে।
👉 পুরাতন পদ্ধতি বাদ দিয়ে এখনই ফেসবুককে ব্যবহার করুন, কারণ এটাই আধুনিক ও সবচেয়ে কার্যকর প্রচারের উপায়।
---
Even today, in many rural areas, doctors, hospitals, and clinics still rely on old methods like miking or banners for promotion. But the problem is—people often don’t hear the announcements properly, and many can’t even understand them clearly.
👉 In today’s world, Facebook promotion is much easier and more effective.
✔ By opening a page and posting regularly, you can reach people completely free of cost.
✔ Almost every household uses Facebook now.
✔ With a small budget, boosting a video ad can reach thousands of people in your area.
💡 The best idea is—
Record a 1–2 minute short video message from the doctor who will be visiting patients. Then, run a targeted Facebook boost campaign only for people in your village or sub-district. This way, your hospital or clinic will be promoted to the right audience at a very low cost.
👉 Forget the outdated methods—start using Facebook now, because it’s the most modern and effective way of promotion.
✍️
GM Rayhan Uddin
Social Media Marketing Expert & Digital Business Growth Consultant