27/09/2025
সব মা চায় তারা জিবনে যেই কষ্ট করছে, তার মেয়েকে যেন সেই কষ্ট করতে না হয়। আর সব শাশুড়ী চায় তারা জিবনে যেই কষ্ট করছে সেই কষ্ট যেন ছেলের বউরা ও করে।তাদের সাথে শশুর বাড়িতে যেমন ব্যবহার করা হয়েছে যেই গুলো ছেলের বউয়ের সাথেও করতে চায়।আর না করতে পারলেই প্রেসার বেড়ে যায়,ঘুম হয়না, মনে শান্তি লাগে না।