Daily Bhabodaho

Daily Bhabodaho It is an on line newspaper

গোধূলি লগ্নে
23/05/2024

গোধূলি লগ্নে

শেষ বিকেলে
23/05/2024

শেষ বিকেলে

আজ জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ-এর মৃত্যু দিবস ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্...
19/07/2023

আজ জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ-এর মৃত্যু দিবস

ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা, শিক্ষকসহ বহু গুণে গুণান্বিত হুমায়ুন আহমেদ।
বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় লেখক বলে গণ্য করা হয়। বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপপ্রধান নতুন শৈলীর জনক। অন্য দিকে তিনি আধুনিক বাংলা বৈজ্ঞানিক কল্পকাহিনীর পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি সমাদৃত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবনে নন্দিত নরকে নাতিদীর্ঘ উপন্যাস রচনার মধ্য দিয়ে হুমায়ূন আহমেদের সাহিত্য জীবনের শুরু। সত্তর দশকের সময় থেকে শুরু করে মৃত্যু অবধি তিনি ছিলেন বাংলা গল্প-উপন্যাসের অপ্রতিদ্বন্দ্বী কারিগর। এই কালপর্বে তার গল্প-উপন্যাসের জনপ্রিয়তা ছিল তুঙ্গে । তার অভূতপূর্ব সৃষ্টি হিমু এবং মিসির আলি ও শুভ্র চরিত্রগুলি বাংলাদেশের যুবক শ্রেণীকে গভীরভাবে উদ্বেলিত করেছে। বিজ্ঞান ভিত্তিক কল্পকাহিনীও তার সৃষ্টিকর্মের অন্তর্গত। তার রচিত প্রথম বিজ্ঞান কল্পকাহিনী তোমাদের জন্য ভালোবাসা। তার টেলিভিশন নাটকসমূহ জনপ্রিয়তা অর্জন করেছিল। সংখ্যায় বেশি না হলেও তার রচিত গানগুলোও জনপ্রিয়তা লাভ করে। তার রচিত অন্যতম উপন্যাসসমূহ হলো মধ্যাহ্ন, জোছনা ও জননীর গল্প, মাতাল হাওয়া, লীলাবতী, কবি, বাদশাহ নামদার ইত্যাদি।

হুমায়ুন আহমেদ তার অসংখ্য বহুমাত্রিক সৃষ্টির জন্য নানা পুরস্কারে ভূষিত হন। বাংলা কথাসাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৭৩ সালে লেখক শিবির পুরস্কার লাভ করেন। বাংলা উপন্যাসে অসামান্য অবদানের জন্য তিনি ১৯৮১ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি বাংলাদেশ শিশু একাডেমি পুরস্কার লাভ করেন। ১৯৮৭ সালে তিনি মাইকেল মধুসুদন পদক লাভ করেন। ১৯৯০ সালে তিনি হুমায়ূন কাদির স্মৃতি পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি জয়নুল আবেদীন স্বর্ণপদক লাভ করেন।

১৯৯২ সালের শঙ্খনীল কারাগার চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ কাহিনীকার বিভাগে তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।বাংলা ভাষা ও সাহিত্যে অনন্য অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ১৯৯৪ সালে দেশের দ্বিতীয় বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।একই বছরের আগুনের পরশমণি চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ কাহিনীকার ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা বিভাগে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।শ্রাবণ মেঘের দিন (১৯৯৯) চলচ্চিত্রের জন্য তিনি

আজ  নায়িকা কবরী'র জন্মদিন বাংলা চলচ্চিত্রের স্বর্ণ যুগ ষাট ও সত্তরের দশকের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্রের নায়িক...
19/07/2023

আজ নায়িকা কবরী'র জন্মদিন

বাংলা চলচ্চিত্রের স্বর্ণ যুগ ষাট ও সত্তরের দশকের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্রের নায়িকা কবরী ১৯৫০ সালের ১৯শে জুলাই চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলাতে জন্মগ্রহণ করেন।

কবরীর চলচ্চিত্রে অভিষেক ঘটে নাট্যধর্মী সুতরাং (১৯৬৪) চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। এরপর উর্দু ভাষার বাহানা ও সোয়ে নদীয়া জাগে পানি এবং লোককাহিনী-নির্ভর সাত ভাই চম্পা (১৯৬৮) দিয়ে সফলতা অর্জন করেন।
আবির্ভাব (১৯৬৮) চলচ্চিত্র দিয়ে রাজ্জাকের সাথে তার জুটি গড়ে ওঠে। এই জুটির জনপ্রিয় ও সফল চলচ্চিত্রগুলো হলো ময়নামতি(১৯৬৯), নীল আকাশের নীচে (১৯৬৯), ক খ গ ঘ ঙ (১৯৭০), দর্প চূর্ণ (১৯৭০), কাঁচ কাটা হীরে (১৯৭০), দীপ নেভে নাই (১৯৭০), স্মৃতিটুকু থাক (১৯৭১), রংবাজ (১৯৭৩)।

তিনি লালন ফকির (১৯৭২) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার অর্জন করেন। সাহিত্য নির্ভর তিতাস একটি নদীর নাম (১৯৭৩)-এর রাজার ঝি এবং সারেং বৌ (১৯৭৮)-এর নবিতুন তার অন্যতম সমাদৃত দুটি কাজ। দ্বিতীয়োক্ত কাজের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি সুজন সখী (১৯৭৫) ও দুই জীবন (১৯৮৮) চলচ্চিত্রে অভিনয়ের জন্য আরও দুটি বাচসাস পুরস্কার অর্জন করেন। তার অভিনীত তিতাস একটি নদীর নাম ও সাত ভাই চম্পা চলচ্চিত্র দুটি ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট-এর সেরা দশ বাংলাদেশি চলচ্চিত্র তালিকায় যথাক্রমে প্রথম ও দশম স্থান লাভ করে।
২০০৫ সালে তার পরিচালিত আয়না ছবি মুক্তি পায়।

জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র প্রতিষ্ঠাতা উপদেষ্টা কবরী। তিনি বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র শিশুদের অনুষ্ঠানে উপস্থিত থেকে শিশুদের সাংস্কৃতিক কার্যক্রমে উৎসাহিত করতেন।তিনি ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ হিসেবে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০১৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক ও রাজনীতিবিদ এই ত্রিগুণের সমন্বয়ে বাংলাদেশী হিসাবে আপন মহিমায় মহিমান্বিত কবরী সরোয়ারের জন্মদিনে জানাই বিনম্র শ্রদ্ধা.....

শুভ সকাল
18/07/2023

শুভ সকাল

18/07/2023

সাতক্ষীরার কালিগঞ্জে শিক্ষকের মারপিটে ছাত্রের মৃত্যু,৪ শিক্ষক কারাগারে এবং স্কুল বন্ধ আছে।

18/07/2023
ভারতীয় সঙ্গীত শিল্পী আরতী মুখোপাধ্যায়ের জন্মদিনে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন!
18/07/2023

ভারতীয় সঙ্গীত শিল্পী আরতী মুখোপাধ্যায়ের জন্মদিনে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন!

যশোর জেলার কেশবপুর উপজেলায় ধর্ষক গ্রেফতার!
18/07/2023

যশোর জেলার কেশবপুর উপজেলায় ধর্ষক গ্রেফতার!

18/07/2023

লক্ষ্মীপুরে পুলিশ ও বিএনপির সংঘর্ষে নিহত ২,আহত অর্ধশত!

বেনাপোল সীমান্তে তিন কোটি টাকা মূল্যের স্বর্ণ জব্দবর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর জেলার বেনাপোল পোর্ট থানার দৌলতপুর ...
18/07/2023

বেনাপোল সীমান্তে তিন কোটি টাকা মূল্যের স্বর্ণ জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর জেলার বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে সাড়ে তিন কেজি ওজনের ৩০ পিচ স্বর্ণের বার জব্দ করে যার বাজার মূল্য আনুমানিক তিন কোটি টাকা।
আজ মঙ্গলবার (১৮ জুলাই) বেনাপোল সীমান্তের দৌলতপুর গ্রামের চারা বটতলা নামক স্থান থেকে ভারতে পাচারের সময় পাচারকারীদের ফেলে যাওয়া এ স্বর্ণের বার গুলো জব্দ করা হয়।

খুলনা বিজিবি ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিজিবি সদস্যরা
বেনাপোলের দৌলতপুর সীমান্তের চারা বটতলা এলাকায় অভিযান চালায় । এ সময় সন্দেহভাজন দুইজন স্বর্ণ পাচারকারীকে ধাওয়া দিলে একটি মোটরসাইকেল ফেলে কৌশলে পালিয়ে যায় । পরে খোঁজাখুজি করে মোটরসাইকেলে থেকে ফেলে যাওয়া গামছায় মুড়ানো একটি পুটলি উদ্ধার করা হয় এবং গামছায় মোড়ানো অবস্থায় সাড়ে তিন কেজি ওজনের ৩০ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা।
তিনি আরও বলেন, জব্দকৃত স্বর্ণের বারগুলো বেনাপোল পোর্ট থানার মাধ্যমে যশোর কাস্টমসের ট্রেজারিতে হস্তান্তর করা হয়েছে।

খুলনায় ক্লুলেস অটোচালক মিরাজ হত্যা মামলার প্রধান পলাতক আসামী সোহেলকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।
18/07/2023

খুলনায় ক্লুলেস অটোচালক মিরাজ হত্যা মামলার প্রধান পলাতক আসামী সোহেলকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

Address

Monirampur

Alerts

Be the first to know and let us send you an email when Daily Bhabodaho posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share