30/11/2025
আব্বু আম্মুর মধ্যে ভীষণ ঝগড়া। প্রায় ২৪ ঘন্টা কথা বন্ধ। হঠাৎ দেখি আম্মু ফেসবুকে পোস্ট করছে, ‘আমি ভালো আছি, তুমি কেমন আছো?’
আমি গিয়ে সেই পোস্টে কমেন্ট করছি, ‘আমি ভালো আছি আম্মু, তুমি কেমন আছো?’
আম্মু রিপ্লাই দিছে, ‘তোরে বলি নাই।’
ফোনটা রেখে আম্মুর রুমে গিয়ে বললাম, ‘পাব্লিকলি পোস্ট করছো আবার বলো তোরে বলি নাই।’
আম্মু বললো, ‘তুই চুপ থাক, যে বোঝার সে বুঝছে।’
বললাম, ‘যে বোঝার সে তো তোমার পোস্টে রিএক্ট করে নাই, কমেন্টও করে নাই।’
আম্মু কতক্ষণ কী যেন ভাবলো। কিছুক্ষণ পর দেখি আগের পোস্টটা ডিলিট করে নতুন আরেকটা পোস্ট করছে, ‘আমি কারো রিএক্টের ধার ধারি না।’
আব্বু গিয়ে সেখানে কমেন্ট করছে, ‘আমি ভালো আছি, তুমি কেমন আছো?’
আম্মু আমার ছোটবোনকে মেনশন দিয়ে রিপ্লাই দিছে, ‘বলে দে, এক পোস্টের কমেন্ট যেন আরেক পোস্টে না করে।’
আমার ছোট বোন আমাকে মেনশন দিয়ে রিপ্লাই দিছে, ‘দে আরও ফেসবুক আইডি খুলে দে।’ 😕