Nipa's Store

Nipa's Store Official page▪️▪️

21/06/2025

📢 ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি __
✅আপুরা আপনাদের ভাইরাল সেই কম্বো
✅যাদের কোরিয়ান প্রোডাক্ট কাজ করে না
✅এবং যারা স্টুডেন্ট আপু আছো যারা কোরিয়ান প্রোডাক্ট কিনতে পারছো না,তারা চাইলে এটা জাস্ট
একবার ব্যবহার করে দেখো।
খুবই খুবই ভাল কাজ করে__
নিতে এখনি ইনবক্স করো___

যাদের ব্রনের সমস্যা তারা এখনি এই কম্বোটি নিয়ে নিন স্টক শেষ হওয়ার আগেই।।
20/06/2025

যাদের ব্রনের সমস্যা তারা এখনি এই কম্বোটি নিয়ে নিন স্টক শেষ হওয়ার আগেই।।

Discount :  (25%off)✅সফট ক্যানভাস কটন।✅ডিটিএফ প্রিন্ট। ✅প্রিমিয়াম প্রিন্টিং  কোয়ালিটি ✅প্রিন্ট কাস্টমাইজড (আপনার পছন্দ ম...
18/06/2025

Discount : (25%off)
✅সফট ক্যানভাস কটন।
✅ডিটিএফ প্রিন্ট।
✅প্রিমিয়াম প্রিন্টিং কোয়ালিটি
✅প্রিন্ট কাস্টমাইজড (আপনার পছন্দ মতো যেকোনো ছবি দিয়ে প্রিন্ট করে নিতে পারবেন)

➡️14/16 ইঞ্চি। হ্যান্ডেল 24 ইঞ্চি

🔵প্রিমিয়াম ক্যানভাস ব্যাগ, কলেজ,অফিস, দৈনন্দিন ব্যবহারের জন্য একদম পারফেক্ট
↔️ইনার চেইন ও চেইন পকেট
হাই কোয়ালিটির ইনার ফেব্রিক্স
ব্যাগে জিপার/চেইন হবে। ↔️ছোট ছোট জিনিসপত্র সাথে স্মার্ট ফোন রাখার জন্য ভিতরে মিনি পকেট আছে↔️।বাইরেও পকেট আছে,প্রয়োজনীও জিনিসপত্র রাখা যাবে।↔️ ফেব্রিক্স এবং প্রিন্ট কোয়ালিটি খুবই ভালো হবে।↔️ রাফ ইউজ করা যাবে। ↔️প্রিন্ট সহজে নষ্ট হবেনা ফেটেও যাবেনা। ↔️দীর্ঘদিন ব্যবহার করা যাবে। ↔️আর ওয়াশ করা যাবে, কোন ধরনের সমস্যা হবেনা।

29/05/2025
29/05/2025

বৃষ্টিতে ভোলাবাসীর অবস্তা খুব খারাপ। আপনারা সবাইন ভোলাবাসীর জন্য দোয়া করবেন।

আল্লাহ সবাইকে হজ্জ করার তৌফিক দিও।আমিন
28/05/2025

আল্লাহ সবাইকে হজ্জ করার তৌফিক দিও।আমিন

ভোট হয়ে যাক
28/05/2025

ভোট হয়ে যাক

03/09/2024

এই দৃশ্যটি আপনি এড়িয়ে যেতে পারেন না__❤️🤲

অধিকারের বাইরে গিয়ে কথা বলার জন্য আমি আগেই মাফ চেয়ে নিচ্ছি। কিন্তু বিষয় টা আমাকে ভাবতে বাধ্য করেছে। উনি মা তাই সন্তানের ...
02/09/2024

অধিকারের বাইরে গিয়ে কথা বলার জন্য আমি আগেই মাফ চেয়ে নিচ্ছি। কিন্তু বিষয় টা আমাকে ভাবতে বাধ্য করেছে।

উনি মা তাই সন্তানের ভালো টা আমাদের চেয়ে বেশী বুঝবেন সেটাই খুব স্বাভাবিক। কিন্তু ইদানীং উনার কয়েকটা ভিডিও দেখে আমি রীতিমতো চিন্তিত উনার বেবি টা নিয়ে। এই টুকু একটা বেবির সাথে উনি যা করেন সেটা আসলে সুস্থ কিছুর লক্ষন না। বেবিটা শান্ত কিন্তু এই চুপচাপ শুধুমাত্র তার শান্ত স্বভাবের জন্য না। বরং সে মানসিক ভাবে যথেষ্ট ভীত তার মায়ের জন্য।

এই ব্যাপার গুলা নিয়ে কি আমাদের কিছুই করার নেই? উনি ভিডিও গুলাতে বেবিটার সাথে যা যা করেন , প্রতিটা কাজ অনুচিত। এইটুকুন বাচ্চাকে ব্রাইডাল মেকআপ, ফেসিয়াল থেকে শুরু করে নান ,গ্রিল সহ নানা ধরনের ঝাল খাবার এবং বয়সের সাথে একদম মানানসই না এমন খাবার খাওয়ান। সাথে ধমকের উপর ধমক এবং ভয় দেখান। অকারণে বাচ্চা টা কে ধমক দিয়ে ভয় পাইয়ে দেন। বাচ্চাটার ফেসে উনার আতঙ্ক স্পষ্ট। এটার সমাধান কি হতে পারে?

আমি জাস্ট আপনাদের সাথে আলোচনা এবং গঠন মূলক সমালোচনা করতে চাচ্ছি একজন মা হিসেবে। আমার মনে হয় আমাদের চুপ থাকা উচিত নয়। ফেসবুকের পাওয়ার সম্পর্কে আমরা সবাই কম বেশী জানি। চাইলেই এটা পরিবর্তন করা সম্ভব। ভিউয়ের জন্য যা খুশি তা করা যাবে না। আমাদের উচিত সুস্থ আলোচনার মাধ্যমে একটা সমাধান খুঁজে বের করা। বাইরের দেশ গুলাতে এসব আচরণ কল্পনাও করা যায় না কিন্তু। তাই এটাকে স্বাভাবিক ভাবে দেখার কোন কারণ'ই নেই__!

Address

Motijheel

Telephone

+8801887218187

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nipa's Store posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nipa's Store:

Share