Poem with Saju

Poem with Saju ভালোবাসি একটি কবিতার ছন্দ�

আমি পারি না আর পারিনা😃
26/05/2024

আমি পারি না আর পারিনা😃

24/05/2024

"দেশের জাতীয় খেতাবপ্রাপ্ত জিনিস-vs- বাস্তবতার মূল্যায়ন"

যদি এরকম একটা শিরোনামে আমার চিন্তা ভাবনা প্রকাশ করি তাহলে কেমন হয়?

11/03/2024

গভীর নিশি!
তন্দ্রাভর কাটানো রজনী—
ঘুম সে তো দিয়েছে আড়ি;
রাতের সাথে!

এক অজানা কাশি
অর্ধেক যামিনীর সঙ্গী।
পরিপক্ব রাত পীড়া দেয়
অজানা দেওয়ালে।
অথচ! আমি অসমাপ্ত কবিতায়—
পাড় করেছি পুরোটা জিন্দেগী।

খড়কুটোর মতো বেকায়দায় জীবন—
জীর্ণ শীর্ণ মতবাদে জলধারা!
এই যে হঠাৎ করেই পাশ বদল হয়;
জানে কি তা হৃদয়?
উপলব্ধি করেছে কি এই অন্তঃকরণ?

একাকিত্ব নিশি!
বক্ষে আজ সুখের মতো ব্যথা—
অভিনয়ে হাসি!
হৃৎপিণ্ডে জমেছে হাজারো জং অযথা।

পাশ বদল করে আবারও নির্ঘুমতায়—
চিন্তিত মস্তিষ্ক!
সায় দিয়েছে শূন্যতা—
ভবে বেমালুম আনাগোনা!

এভাবেই কাটে রোজ—
অজানা মেয়ের নাম বেহরোজ!
অথচ! তাতেও অবয়ব চিত্তে বাচা—
ভাবনায় ধরেছে অদ্ভুত মরিচা!

এক নির্ঘুম নিশি
✍️ Sajjad Saju
১১ মার্চ ২৪

🥀
23/02/2024

🥀

13/02/2024

পাক কালেমা🙏

Mujahid Bulbul
Mujahidul Islam Bulbul

যে নারী বই পড়তে ভালোবাসে, সে নারী তোমার স'ঙ্গী হওয়ার যোগ্য। কারণ যে নারী ধৈ'র্য ধরে বই পড়তে পারে,সে নারী তোমাকেও স'হ্...
04/10/2023

যে নারী বই পড়তে ভালোবাসে,
সে নারী তোমার স'ঙ্গী হওয়ার যোগ্য।
কারণ যে নারী ধৈ'র্য ধরে বই পড়তে পারে,
সে নারী তোমাকেও স'হ্য করতে পারবে।

-সৌরভ মজুমদার

লেখাটা ভীষণ ভালো লাগছে 💝

29/08/2023

আজকাল নিজের ঢোল নিজেই পিটাতে হয়🤭 অন্যরা বাজাবে না😄

এপিট-ওপিঠসাজ্জাদ সাজুআমার ভালোলাগা ফুল কৃষ্ণচূড়া তবে বরাবরেরি মতো পছন্দের ফুল হাসনাহেনা।যাকে অনেকেই চিনে না;অনেকেই জানেন...
09/08/2023

এপিট-ওপিঠ
সাজ্জাদ সাজু

আমার ভালোলাগা ফুল কৃষ্ণচূড়া
তবে বরাবরেরি মতো পছন্দের ফুল হাসনাহেনা।
যাকে অনেকেই চিনে না;
অনেকেই জানেনা;
হয়তো শুনেনি নাম।
আমার ভালোলাগা গুলো এরকমই,
কেউ ভাবতেও পারে না, কল্পনা ও করেনা,
অদৃশ্যে পড়ে থাকে ধুলোমলিন কাদায়।

আমার হাসিটুকু আপেক্ষিক!
দুঃখের সময়ও যে হাসি,
তবু দুঃখ আপন; তাকে অবশ্য--ভালোবাসি।

লুকিয়ে রাখা অভিমান
ধৈর্য ধরা অপমান!
অপরিকল্পিত সম্মান
আমার জন্য বেমানান।

আমি আমাকে কখনোই বাসিনি ভালো।
ভালো তো বাসতে হয় আলোকে,
অন্ধকারাচ্ছন্নতায় ভরা হৃদয় আমার;
আমি কখনোই বাসিনি ভালো নিজেকে।
যদি ভালোবাসতামই- তাহলে, নফসের গোলামী করে
জাহান্নাম ক্রয় করে নিতাম না।
জাহান্নাম ক্রয় করতাম না।

Poem with Saju

হিরো আলম বই লিখেছে। আপনার কি হাসি আসছে❓হাসি আসলে, একবার ভাবুন। সে যেমনই হোক-সে একজন মানুষ! আমার আপনার চেয়ে সফল একজন মানু...
31/07/2023

হিরো আলম বই লিখেছে। আপনার কি হাসি আসছে❓
হাসি আসলে, একবার ভাবুন। সে যেমনই হোক-সে একজন মানুষ! আমার আপনার চেয়ে সফল একজন মানুষ! তার বইয়ের ১০ টি পয়েন্টস পড়ে দেখুন।
বইয়ে হিরো আলমের ছোটবেলার কথা আছে। তার চানাচুর, সিডি, মিউজিক ভিডিওর ব্যাবসার নানান গল্প আছে। আছে তার জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ঘটনা। ক্লাস সেভেন পাশ এবং দেখতে অসুন্দর এই মানুষটির অদম্য জেদ আছে, সাহস আছে। যা আমাদের অধিকাংশের ই নেই।
হিরো আলমের বইয়ের ১০টা চুম্বক লাইন-
১। "আপনারা শিক্ষিত কাগজে কলমে, মনুষ্যত্বের শিক্ষা শিক্ষিত লোকের মাঝে তেমন একটা নাই।
২। আমি অশিক্ষিত হয়ে লাত্থি উস্টা খেয়েও বেচে আছি, আপনারা শিক্ষিতরা কেন আত্মহত্যা করেন?
৩। আমার চেহারাটা নিয়ে আর কি বলবেন? আল্লাহই তো আমারে বানাইছে। আমি তো বানাই নাই। আমি কি করবো? এই চেহারা চেঞ্জ তো করতে পারবো না৷
৪। জীবনের সব ব্যবসা আমি টাকা দিয়ে করেছি, শুধু নির্বাচন ছাড়া।
৫। শিক্ষিতরা যে আমারে নিয়ে মজা করেন, আমার জায়গায় থাকলে তো রিসকা চালায়ে খাইতেন। আমি তো তাও চেহারা খারাপ বলে মিডিয়ায় আইছি, আপনার তো চেহারা মুটামুটি। আপনি তো তাও পারতেন না।
৬। আমি আমার ভক্তগো একবার ধন্যবাদ দিলে সমালোচকগো দুইবার ধন্যবাদ দেই। তারা আমার ভিডিও খিয়াল করে দেখে। ঘুমাতে যাওয়ার আগেও দেখে, উইঠেও দেখে।
৭। সারটিফিকেট ধারী শিক্ষিত লোক হইলো ভীতু। নিজেরা তো কিছু করবেই না, কেউ করতে দেখলেও গা জ্বলে। এরা যে কি চায় নিজেরাই জানে না।
৮। আমি পরিত্যক্ত সন্তান হয়ে চানাচুর বেচে, সিডি, ডিস লাইন, মিউজিক ভিডিও করে ১০-১৫টা মানুষের দায়িত্ব নিতে পারি, আপনি শিক্ষিত হয়ে কিছু পারেন না কেন?
৯। আমি হিরো আলম আমার ভিডিও দেখে খালি মানুষ হাসবে এই জন্যে কাজ করি। আমার মাইনসের হাসিমুখ দেখতেই ভালো লাগে। এই সব ভাইরাল, সমালোচনা এসবের জন্যে কাজ করি না।
১০। আমি সকল বিধবা মা, পরিত্যক্ত নারী ও শিশুদের জন্যে একটা সংস্থা করে যেতে চাই, যাতে, আমার মায়ের মতো কারো মার যেন মাইর খেয়ে রাস্তায় বাচ্চা নিয়ে রাত কাটানো না লাগে"।
#নেট থেকে সংগৃহীত

Address

Rajnagar
Moulvi Bazar
SAJU#

Telephone

+8801771999877

Website

Alerts

Be the first to know and let us send you an email when Poem with Saju posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share