23/06/2025
HSC পড়া
অপরিচিতা
১.রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ গল্পটির নাম কী?
উ: মুসলমানীর গল্প
২.অনুপম এর বন্ধুর নাম কী?
উ:হরিশ
৩.অনুপম এর বাবার পেশা কী ছিল?
উ:উকালতি
৪.কল্যাণীর বাবার নাম কী?
উ:শম্ভুনাথ শেন
৫.অনুপম এর পিসতুতো ভাইয়ের নাম কী?
উ:বিনু
৬.মামা কোন পুল পার হন নি?
উ:হাবড়ার পুল
৭.কল্যাণীর সাথে কয়টা বাচ্চা ছিল?
উ:দুই-তিনটি
৮.অনুপম এর থেকে মামা কত বছর বড়?
উ:ছয় বছর
৯.অনুপম কত দূর পড়াশোনা করেছে?
উ:এমএ পাস
১০.মামার কাছে কার খবর টা গুরূতর?
উ:মেয়ের বাপের
বিলাসী
১.কতো ক্রোশ পথ হাঁটিয়া বিদ্যা অর্জন করতে যায়?
উ:দুই ক্রোশ
২.মৃত্যঞ্জয় কোন ক্লাসে পড়তো?
উ:থার্ড ক্লাসে
৩.মৃত্যঞ্জয়ের পরিবারে কে কে ছিল?
উ:কেউ নেই
৪.মৃত্যঞ্জয়ের বাগান কত বিঘা?
উ:কুড়ি-পঁচিশ বিঘা
৫.মৃত্যঞ্জয় কত দিন শয্যাগত ছিল?
উ:দেড় মাস
৬.মৃত্যঞ্জয় কোন বংশের?
উ:মিত্তির বংশের
৭.বিলাসীর বাবার পেশা কি ছিল?
উ:সাপুড়ে
৮.মৃত্যঞ্জয় কিভাবে মারা গিয়েছিল?
উ:সাপের বিষে
৯.মৃত্যঞ্জয়ের কত দিন পর বিলাসী আত্মাহত্যা করে?
উ:সাত দিন পর
১০.শরৎচন্দ্র কোন বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক পান?
উ:কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে
আমার পথ
১. কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে বাঙালী পল্টনে যোগ দেন?
উ :১৯১৭
২.কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন?
উ:তেতাল্লিশ বছর বয়সে
৩.কবির কর্ণধার কে?
উ:কবি নিজে
৪.কবি কাকে নমস্কার করেছেন?
উ:নিজের সত্যকে
৫.কে মিথ্যাকে ভয় পায়?
উ:যার মনে মিথ্যা সে
৬.সবচেয়ে বড় ধর্ম কী?
উ:মানুষ ধর্ম
৭.কোনটি আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলে?
উ:পরাবলম্বন
৮.আত্মনির্ভরতা আসে কিভাবে?
উ:আত্মাকে চিনলে
৯.কীভাবে সত্যকে পাওয়া যায়?
উ:ভুলের মধ্য দিয়ে গেলে
১০.কবি কি নিয়ে পথে বাহির হলেন?
উ:আগুনের ঝান্ডা
মানব-কল্যাণ
১.ওপরের হাত সব সময় নিচের হাতের থেকে শ্রেষ্ঠ?
উ:ইসলামের নবি
২.আবুল ফজল কত বছর কলেজে অধ্যাপনা করেছেন?
উ:৩০ বছর
৩.সমাজের ক্ষুদ্রতম ইউনিট কী?
উ:পরিবার
৪.মানুষের ভবিষ্যৎ জীবনের সূচনা কোথা থেকে?
উ:পরিবার থেকে
৫.মানব কল্যাণ প্রবন্ধটি কত খ্রিষ্টাব্দে রচিত হয়েছে?
উ:১৯৭২
৬.মানব কল্যাণ কোন গ্রন্হ থেকে সংকলিত?
উ:মানবতন্ত্র থেকে
৭.ছাত্র জীবনে আবুল ফজল কোন আন্দোলনে যুক্ত হন?
উ:বুদ্ধির মুক্তি আন্দোলনে
৮.জাতিকে আত্মমর্যাদাসম্পন্ন করে তোলা কার দায়িত্ব?
উ:রাষ্ট্রের
৯.আবুল ফজলের পিতার নাম কি?
উ:ফজলুর রহমান
১০.আবুল ফজল কত খ্রিস্টাব্দে মৃত্যু বরণ করেন?
উ: ১৯৮৩ খ্রিস্টাব্দের ৪ মে
মাসি-পিসি
১.মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বয়সে অতসীমামী লিখেন?
উ:বিশ বছর বয়সে
২.মানিক বন্দ্যোপাধ্যায় এর পিতৃপ্রদত্ত নাম কী?
উ:প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়
৩.মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বেঁচে ছিলেন?
উ:আটচল্লিশ বছর
৪.আহ্লাদির স্বামীর নাম কী?
উ:জগু
৫.শকুনরা উড়ে এসে কোথায় বসছে?
উ:পাতাশূন্য শুকনো গাছটায়
৬.মহামারীতে কারা মারা গিয়েছিল?
উ:আহ্লাদির বাবা মা ও ভাই
৭.কানাইয়ের সাথে গোকুলের কয়জন পেয়াদা ছিল?
উ:তিন জন
৮.মাসি-পিসি কিসের উপোস করেছে?
উ:শুক্লপক্ষের একাদশীর
৯.মাসি-পিসি গল্পটি প্রথম কোথায় প্রকাশিত হয়?
উ:কলকাতার পূর্বাশা পত্রিকায়
১০.ছেলের মুখ দেখে পাষান নরম হয় একথা কে বলে?
উ:পিসি
বায়ান্নর দিনগুলো
১.রাজবন্দিদের ডাপুটি জেলারের নাম কী?
উ:মোখলেছুর রহমান
২.নারায়ণগঞ্জ থেকে জাহাজ ছাড়ে কয়টায়?
উ:এগারোটায়
৩.মহিউদ্দিন কোন রোগে ভুগছেন?
উ:প্লুরিসিস
৪.কত তারিখে ফরিদপুরে শোভাযাত্রা চলল?
উ:২২ তারিখ
৫.কয়টি চিটি লিখেছিল?
উ:৪ টি
৬.কে বার বার অনশন করতে নিষেধ করেছিল?
উ:সিভিল সার্জন সাহেব
৭.কে দুই চামচ ডাবের পানি দিয়ে অনশন ভাঙিয়ে দিল?
উ:মহিউদ্দিন
৮.বায়ান্নর দিনগুলো কোথা থেকে সংকলিত?
উ:অসমাপ্ত আত্মজীবনী থেকে
৯.সুপারিন্টেন্ডেন্ট এর নাম কী?
উ:আমীর হোসেন
১০.ট্রেনে রাত কয়টায় ফরিদপুর কোথায় পেীঁছালো?
উ:রাত চারটায়
রেইনকোট
১.কতদিন থেকে বৃষ্টি হচ্ছে?
উ:তিন দিন
২.প্রিনসিপালের পিয়নের নাম কী?
উ:ইসহাক মিয়া
৩."উও আপ হি কহ সকতা" একথা কে বলল?
উ:প্রিনসিপালের পিয়ন
৪.মিলিটারি ক্যাম্প কোথায়?
উ:জিমন্যাশিয়ামে
৫.ইসহাক মিয়া কবে থেকে বাংলা বলা ছেড়েছে?
উ:এপ্রিলের শুরু থেকে
৬.প্রিনসিপ্যালের কোয়ার্টার কোথায়?
উ:মাট পেরিয়ে একটু বাঁ দিকে
৭.কলেজে কে এসেছে?
উ:কর্নেল
৮.প্রিনসিপালের নাম কী?
উ:ডক্টর আফাজ আহমদ
৯.পাকিস্তানির শরীরের কাঁটা কী?
উ:শহিদ মিনার
১০.নুরুল হুদার মেয়ের বয়স কত?
উ:আড়াই বছর
১১নুরুল হুদার বউয়ের নাম কী?
উ:আসমা
১২.উর্দুর প্রফেসরেরে নাম কী?
উ:আকবর সাজিদ
১৩.নুরুল হুদার সালার নাম কী?
উ:মিন্টু
১৪.কলেজে মোট কয়টা আলমারি আনা হয়েছিল?
উ:দশটি
পদ্য
সোনার তরী
১.রবীন্দ্রনাথের প্রথম কাব্য কোনটি?
উ:বনফুল
২.রবীন্দ্রনাথ কোন গ্রন্হের জন্য নোবেল পান?
উ: Song Offerings
৩.গ্রামখানি কিসে ঢাকা?
উ:মেঘে
৪.চারদিকে কেমন জল খেলা করছে?
উ:বাঁকা জল
৫.শ্রাবনগগন ঘিরে কী ঘুরে ফিরে?
উ:ঘন মেঘ
৬.রবীন্দ্রনাথ কোন বিশ্ববিদ্যালয়ের স্বাপ্নিক ও প্রতিষ্টাতা?
উ:বিশ্বভারতী
৭.রবীন্দ্রনাথের সাহিত্য রচনার বৃহৎকাল কী নামে পরিচিত?
উ:রবীন্দ্রযুগ
৮.সোনার তরী কোন ছন্দে রচিত?
উ:মাত্রাবৃত্ত ছন্দে
one shot mcq