
07/04/2025
আমি শিশির বিশ্বাস।
আমার প্রথম পরিচয় আমি একজন সনাতন ধর্মাবলম্বী।
কিন্তু আজ আমি কোনো মন্দির থেকে নয়, আমি হৃদয়ের গভীরতম জায়গা থেকে আপনাদের সামনে দাঁড়িয়েছি—কারণ সেখানে একটাই প্রশ্ন উঠেছে: মানুষ কতটা পাষাণ হলে অন্য মানুষের কান্না শুনতে পায় না?
আজ ফিলিস্তিনে যা ঘটছে তা কোনো ধর্মীয় দ্বন্দ্ব নয়, এটা এক নিপীড়িত জাতির ওপর নির্মম অন্যায়।
আমি যখন দেখি, একটা শিশুর নিথর দেহ ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে, তার মা-বাবা কোথায় কেউ জানে না—তখন আমি শুধু হিন্দু নই, তখন আমি একজন মানুষ।
আমার ধর্মশাস্ত্র বলে, "পরের দুঃখে দুঃখী হওয়া—এই তো সনাতন ধর্ম।" তাহলে আজ কেন আমি চুপ থাকবো, যখন ফিলিস্তিনের ভাইবোনেরা ন্যায়ের জন্য কাঁদছে?
ফিলিস্তিনের মানুষরা মুসলিম—হ্যাঁ, সত্য।
কিন্তু তারা তার চেয়েও বড় সত্য হলো তারাও মানুষ। আর অন্যায় যেখানেই হোক, যে ধর্মের মানুষের ওপরে হোক, আমরা যদি মানুষ হয়ে প্রতিবাদ না করি, তাহলে আমার মনে হয় এই ধর্ম দিয়ে কী হবে?
আজ আমি গর্ব করে বলছি—আমি হিন্দু, কিন্তু ফিলিস্তিনের পক্ষে।