OPuRnO ভালবাসা

OPuRnO ভালবাসা মানুষকে ভালবাসলে কষ্ট পেতে হয়। আল্লাহ্‌ কে ভালবাসলে মনে শান্তি চলে আসে আলহামদুলিল্লাহ্‌

আমি শিশির বিশ্বাস।আমার প্রথম পরিচয় আমি একজন সনাতন ধর্মাবলম্বী। কিন্তু আজ আমি কোনো মন্দির থেকে নয়, আমি হৃদয়ের গভীরতম জায়গ...
07/04/2025

আমি শিশির বিশ্বাস।
আমার প্রথম পরিচয় আমি একজন সনাতন ধর্মাবলম্বী।
কিন্তু আজ আমি কোনো মন্দির থেকে নয়, আমি হৃদয়ের গভীরতম জায়গা থেকে আপনাদের সামনে দাঁড়িয়েছি—কারণ সেখানে একটাই প্রশ্ন উঠেছে: মানুষ কতটা পাষাণ হলে অন্য মানুষের কান্না শুনতে পায় না?

আজ ফিলিস্তিনে যা ঘটছে তা কোনো ধর্মীয় দ্বন্দ্ব নয়, এটা এক নিপীড়িত জাতির ওপর নির্মম অন্যায়।
আমি যখন দেখি, একটা শিশুর নিথর দেহ ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে, তার মা-বাবা কোথায় কেউ জানে না—তখন আমি শুধু হিন্দু নই, তখন আমি একজন মানুষ।

আমার ধর্মশাস্ত্র বলে, "পরের দুঃখে দুঃখী হওয়া—এই তো সনাতন ধর্ম।" তাহলে আজ কেন আমি চুপ থাকবো, যখন ফিলিস্তিনের ভাইবোনেরা ন্যায়ের জন্য কাঁদছে?

ফিলিস্তিনের মানুষরা মুসলিম—হ্যাঁ, সত্য।
কিন্তু তারা তার চেয়েও বড় সত্য হলো তারাও মানুষ। আর অন্যায় যেখানেই হোক, যে ধর্মের মানুষের ওপরে হোক, আমরা যদি মানুষ হয়ে প্রতিবাদ না করি, তাহলে আমার মনে হয় এই ধর্ম দিয়ে কী হবে?

আজ আমি গর্ব করে বলছি—আমি হিন্দু, কিন্তু ফিলিস্তিনের পক্ষে।

07/04/2025

ফিলিস্তিনের ১০০ টাকার পতাকা ৫০০ টাকা করে বিক্রি করতেছে ওরা নাকি ফিলিস্তিনের জন্য যুদ্ধ করতেছে বাটার দোকান ভাঙচুর করে চুরি করতেছে আজব এক জাতি আমরা

07/04/2025

আল-আকসা মসজিদের বর্তমান পরিস্থিতি 🥺

আল্লাহ আপনি আপনার গায়েবি সাহায্যের দিয়ে আমাদের মুসলমান ভাই বোনদের সাহায্য করুন🤲🤲 😭😭

06/04/2025

সব সাইবার এক্সপার্ট ভাইরা এক হইয়া যান! নিজেদের ভিতর সব ভেদাভেদ ভুলে PLSTN এর স্বার্থে সবাই একযোগে কাজ করেন! আমরা আর কিছু না পারি অন্তত এইভাবে সাইবার শ`ক্তির মাধ্যমে তাদের পাশে থাকতে পারি! আমাদের দেশে অনেক ভালো ভালো সাইবার এক্সপার্ট আছে যারা চাইলে দিন রাত ISRL এর সব জরুরি সার্ভারগুলা ডা`উন করে রাখতে পারেন..বড় বড় সাইটগুলার এ`ক্সেস নিয়া BAN আর PLSTN এর পতাকা লাগায় দেন..!এইটাও যু` দ্ধের একটা অংশ💥

এপ্রিলের ৯-১০ তারিখ সারা দুনিয়া আমাদেরকে চিনবে অন্য ভাবে।সমীহ করা শুরু করবে। প্রফেসর ইউনুসের লিডিং এ ৫০ দেশের ২৩০০ ইনভেস...
04/04/2025

এপ্রিলের ৯-১০ তারিখ সারা দুনিয়া আমাদেরকে চিনবে অন্য ভাবে।

সমীহ করা শুরু করবে। প্রফেসর ইউনুসের লিডিং এ ৫০ দেশের ২৩০০ ইনভেস্টর আসবে ইন্টারকন্টিনেন্টালে।

এটা বাংলাদেশ কেন আশে পাশের দেশ ও কখনো ভাবেনি বা করতে পারেনি। ভাবুন কি হতে যাচ্ছে দেশে। এলন মাস্ক থেকে বিল গেটস ও আসবে বা আসার সম্ভাবনা আছে।

এলন মাস্কের স্টার লিঙ্ক ইভেন্ট লাইভ ব্রডকাস্ট করবে। ইতিমধ্যে সকল দেশের বড় বড় জায়ান্ট ইনভেস্টর দেশে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে।

যদি এভাবেই চলে তাহলে নতুন কাজের ক্ষেত্র হবে। আপনারা খালি স্কিলস শিখে যান, 5IR স্কিলস শিখুন, ডিজিটাল ট্রান্সফরমেশান শিখুন। নিজেকে ট্রান্সফরমেশান করুন আর চোখ কান খোলা রাখুন।

আবার আমরা অচিরেই আসিয়ান দেশ গুলার মেম্বার হয়ে যাব। আহা কি শান্তি লাগছে। বিদেশী এম্বেসি দেশে আসছে।

একটা নতুন দেশ পেতে যাচ্ছি আমরা। প্রফেসরের জন্য ভালোবাসা অবিরাম।।।। ধন্যবাদ

04/04/2025
01/04/2025

ড. ইউনুসকে ৫ বছর সময় দিলে ৫৩ বছর পিছিয়ে থাকা বাংলাদেশকে ১০০ বছর এগিয়ে নিয়ে যাবার সম্ভাবনা দেখা যাচ্ছে।
আপনার কি মতামত?ড. ইউনুসকে ৫ বছর সময় দিলে ৫৩ বছর পিছিয়ে থাকা বাংলাদেশকে ১০০ বছর এগিয়ে নিয়ে যাবার সম্ভাবনা দেখা যাচ্ছে।
আপনার কি মতামত?ড. ইউনুসকে ৫ বছর সময় দিলে ৫৩ বছর পিছিয়ে থাকা বাংলাদেশকে ১০০ বছর এগিয়ে নিয়ে যাবার সম্ভাবনা দেখা যাচ্ছে।
আপনার কি মতামত?

এক কাপড়ে সারা বিশ্ব ঘুরে বেড়ানো ড. ইউনুস বাংলাদেশকে এক যুগ এগিয়ে দিয়ে গেলেন।  সেই সাথে যেখানে যেখানে ইন্ডিয়ার চুলকানি রয়...
01/04/2025

এক কাপড়ে সারা বিশ্ব ঘুরে বেড়ানো ড. ইউনুস বাংলাদেশকে এক যুগ এগিয়ে দিয়ে গেলেন। সেই সাথে
যেখানে যেখানে ইন্ডিয়ার চুলকানি রয়েছে সেখানেই
মলম লাগিয়ে দিচ্ছেন। আরোগ্য লাভের পথে আমার স্বপ্নের বাংলাদেশ। নির্বাচন পর্যন্ত সবাই একটু সহযোগীতা করেন এই ভদ্রলোকের অনেক কিছু দেয়া বাকি আছে।

একপাশে যখন পৃথিবীর দক্ষিণ মেরুতে ইতিহাস রচিত হচ্ছে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে চীনের সঙ্গে হচ্ছে অভাবনীয় সব চুক্তি।

**১৫ হাজার কোটি টাকার এক বিশ্বমানের আধুনিক মেডিকেল প্রতিষ্ঠান,

**১২ হাজার কোটি টাকার চারটি মহাসাগরীয় বাণিজ্য জাহাজের কেনাকাটা,

**১০ হাজার কোটি টাকার স্বপ্নের তিস্তা ব্যারেজ নির্মাণ,

**এবং সবচেয়ে বড় অর্জন—২০২৮ সাল পর্যন্ত বিনা শুল্কে মুক্ত বাণিজ্য সুবিধাসহ এক ট্রিলিয়ন ডলারের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের যুগান্তকারী চুক্তি!

ঠিক তখনই পৃথিবীর আরেক প্রান্ত, উত্তর মেরু থেকে ভেসে এলো হৃদয় ছুঁয়ে যাওয়া এক মহৎ বার্তা—

**জাতিসংঘে বাংলাদেশের সবচেয়ে বড় মানবিক সংকট রোহিঙ্গা ইস্যুতে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে ঐতিহাসিক এক প্রস্তাব। ১৪০টি দেশের প্রত্যক্ষ সমর্থনে, যেখানে একটিও দেশ বিপক্ষে যায়নি।

**এতদিন যে রোহিঙ্গা শরণার্থীদের মাসে খাদ্যের জন্য মাত্র সাত ডলার (৮৪৭ টাকা) বরাদ্দ ছিল, সেই বরাদ্দ এখন দ্বিগুণ হওয়ার পথে। নতুন বাজেটে প্রত্যেক রোহিঙ্গার খাদ্যে দেওয়া হবে ১২ ডলার (১৪৫২ টাকা), যা বাংলাদেশের মানবিক মর্যাদার এক অসাধারণ জয়।

**এমন আবেগঘন মুহূর্তে, আরও এক সুখবর নিয়ে হাজির হলো ফেডারেল থেকে আসা এক আনন্দবার্তা। দীর্ঘ একযুগ পর আবারও বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছুঁয়েছে ২৫ বিলিয়ন ডলারের মাইলফলক।

*-শুধু এই মাসেই দেশে এসেছে ৪ বিলিয়ন ডলার—প্রায় ৫০ হাজার কোটি টাকার এক বিপুল ধনপ্রবাহ।

আজকের এই দিনে যেন সাফল্যের আলোয় উদ্ভাসিত বাংলাদেশের নতুন সূর্যোদয়। স্বপ্নগুলো সত্যি হওয়ার পথে এগোচ্ছে দৃঢ় পদক্ষেপে।

Address

Sylhet
Moulvi Bazar
1216

Alerts

Be the first to know and let us send you an email when OPuRnO ভালবাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share