Shah Ashraf

Shah Ashraf a person who's throught are different from other's
(8)

Photo & Story: GMB Akash“আমার ছেলে মাদকাসক্ত। আমি তাকে অনেকবার থামানোর চেষ্টা করেছি। কিন্তু সে কখনও শোনেনি।ওর বাবাও মাদক...
17/06/2025

Photo & Story: GMB Akash

“আমার ছেলে মাদকাসক্ত। আমি তাকে অনেকবার থামানোর চেষ্টা করেছি। কিন্তু সে কখনও শোনেনি।

ওর বাবাও মাদকাসক্তির কারণে অল্প বয়সে মারা যান। তার মৃত্যুর পর, আমার আবার বিয়ে করার এবং নতুন জীবন গড়ার সুযোগ হয়েছিল। কিন্তু আমি তা করিনি। আমি আমার ছেলেকে বেছে নিয়েছিলাম। বারবার, আমি তাকে বেছে নিয়েছিলাম। কিন্তু আমার ছেলে মাদক বেছে নিয়েছিল।

গত মাসে, তার সবচেয়ে ভালো বন্ধু অতিরিক্ত মাত্রায় মারা গিয়েছিল। সেই রাতে, প্রথমবারের মতো, আমার ছেলে মাদক কিনেনি। পরিবর্তে, সে এই লোহার শিকলটি নিয়ে বাড়ি এসেছিল।

সে আমার পায়ে পড়ে মিনতি করে বলল,
‘মা, দয়া করে আমাকে এই শিকল দিয়ে বেঁধে ফেলুন। আমি বাঁচতে চাই। আমি মুক্ত হতে চাই। আসক্তি আমার রোগ, মা। আমি সুস্থ হতে চাই। দয়া করে আমাকে সাহায্য করুন।’

তারপর থেকে, গত এক মাস ধরে, আমি তাকে প্রতিদিন কষ্ট পেতে দেখেছি। তার শরীর কাঁপছে। তার চোখ ব্যথায় চিৎকার করছে। এবং মাঝে মাঝে, একজন মা হিসেবে, আমার মনে হয় তাকে একটু একটু করে দিতে হবে - কেবল তার কষ্ট থামাতে।

কিন্তু আমি নিজেকে মনে করিয়ে দেই - ধৈর্যই সবচেয়ে বড় ঔষধ। আর আমি বিশ্বাস করি যে, প্রচণ্ড কষ্টের পরেও সুখ আসে।

আমার এখনও আশা আছে। কারণ প্রথমবারের মতো, আমার ছেলে সাহায্য চেয়েছে। সে পরিবর্তন করতে চায়। আর আমি বিশ্বাস করি সর্বশক্তিমান আমার ছেলেকে করুণা করবেন এবং রক্ষা করবেন।”

– রাহেলা বেগম

Good afternoon everyone
16/06/2025

Good afternoon everyone

Good morning everyone
15/06/2025

Good morning everyone

😆😆😆hahaha
12/06/2025

😆😆😆hahaha

✍️ডেলিভারিতে কেন পুরুষ ডাঃ????!আপনার আমার মা বোন স্ত্রী কন্যাদের দিকে কেউ তাকালে তার চোখ উপড়ে ফেলার অবস্থা হয়। কিন্তু ...
11/06/2025

✍️ডেলিভারিতে কেন পুরুষ ডাঃ????!
আপনার আমার মা বোন স্ত্রী কন্যাদের দিকে কেউ তাকালে তার চোখ উপড়ে ফেলার অবস্থা হয়। কিন্তু একজন পুরুষ ডাক্তার ই সি জি করার সময় নারীর বুকে হাত দিচ্ছে, আল্তাতে হাত দিচ্ছে,তলপেটে হাত দিচ্ছে, এমন কি ডেলিভারি করার সময় লজ্জা স্থানে হাত দিচ্ছে। কিন্তু কেন এর কি কোন প্রতিকার নেই? হাসপাতালের দিকে তাকালে দেখা যায় মহিলা রোগী সবচেয়ে বেশি।চিকিৎসার খাতিরে আমাদের মা বোন নিজের চিকিৎসার জন্য নিজের ইজ্জত আবরু খুলে দেখাতে হচ্ছে একজন পুরুষ ডাক্তারকে, তাই মা বোনদের ইজ্জত রক্ষা করতে মহিলা রোগীদের সকল চেকআপ মহিলা ডাক্তার দিয়েই করাতে হবে বাধ্যতামূলক সকল হাসপাতালে। বাংলাদেশের সর্বসাধারণ জনগণের এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা অতিব জরুরি।???

11/06/2025
08/06/2025

এইবার lockdown দিলে, Tiktok করে career settle করে ফেলমু! Hahahahaha🙂

08/06/2025

গরিবে'স এর সাথে সম্পর্ক রাখুন;
ছোটলোক'স এর সাথে না❗

- Eid mubarak 🕌🌙- ঈদ মোবারক.🌙🥰تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ🌸- "তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"🤲❤️ fans
06/06/2025

- Eid mubarak 🕌🌙
- ঈদ মোবারক.🌙🥰
تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ🌸
- "তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"🤲❤️

fans

Address

Sylhet
Moulvi Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Shah Ashraf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share