
17/06/2025
Photo & Story: GMB Akash
“আমার ছেলে মাদকাসক্ত। আমি তাকে অনেকবার থামানোর চেষ্টা করেছি। কিন্তু সে কখনও শোনেনি।
ওর বাবাও মাদকাসক্তির কারণে অল্প বয়সে মারা যান। তার মৃত্যুর পর, আমার আবার বিয়ে করার এবং নতুন জীবন গড়ার সুযোগ হয়েছিল। কিন্তু আমি তা করিনি। আমি আমার ছেলেকে বেছে নিয়েছিলাম। বারবার, আমি তাকে বেছে নিয়েছিলাম। কিন্তু আমার ছেলে মাদক বেছে নিয়েছিল।
গত মাসে, তার সবচেয়ে ভালো বন্ধু অতিরিক্ত মাত্রায় মারা গিয়েছিল। সেই রাতে, প্রথমবারের মতো, আমার ছেলে মাদক কিনেনি। পরিবর্তে, সে এই লোহার শিকলটি নিয়ে বাড়ি এসেছিল।
সে আমার পায়ে পড়ে মিনতি করে বলল,
‘মা, দয়া করে আমাকে এই শিকল দিয়ে বেঁধে ফেলুন। আমি বাঁচতে চাই। আমি মুক্ত হতে চাই। আসক্তি আমার রোগ, মা। আমি সুস্থ হতে চাই। দয়া করে আমাকে সাহায্য করুন।’
তারপর থেকে, গত এক মাস ধরে, আমি তাকে প্রতিদিন কষ্ট পেতে দেখেছি। তার শরীর কাঁপছে। তার চোখ ব্যথায় চিৎকার করছে। এবং মাঝে মাঝে, একজন মা হিসেবে, আমার মনে হয় তাকে একটু একটু করে দিতে হবে - কেবল তার কষ্ট থামাতে।
কিন্তু আমি নিজেকে মনে করিয়ে দেই - ধৈর্যই সবচেয়ে বড় ঔষধ। আর আমি বিশ্বাস করি যে, প্রচণ্ড কষ্টের পরেও সুখ আসে।
আমার এখনও আশা আছে। কারণ প্রথমবারের মতো, আমার ছেলে সাহায্য চেয়েছে। সে পরিবর্তন করতে চায়। আর আমি বিশ্বাস করি সর্বশক্তিমান আমার ছেলেকে করুণা করবেন এবং রক্ষা করবেন।”
– রাহেলা বেগম